![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌলানা মওদুদীকে শেখ হাসিনার সরকার ফাঁসী দেয়ন, দিয়েছিল পাকিস্তান সরকার, ১৯৫৩ সালে, কোন রাজনৈতিক কারণে নয়: হত্যাকান্ডের জন্য, উনি লাহোরে আহমেদিয়া সম্প্রদায়ের উপর হত্যাকান্ড চালিয়েছিলেন; কারণ, আহমেদিয়ারা 'সঠিক মুসলমান নন'; 'যারা সঠিক মুসলামন নন, তাদের মেরে ফেলতে হবে', জামাতের ছোট্ট ফরমুলা; জেনারেল আজম খান মৌলনাকে রশির গোড়া অবধি নিয়ে গিয়েছিলেন, সাথে মৌলানার সেক্রেটারীও ঝুলার কথা ছিল।
১৯৭১ সালের পুরা হত্যাকান্ডের জন্য জামাতের রাজাকারেরা দায়ী, ৬৩ হাজার গ্রামের প্রতি বাড়ীতে পাকিদের নিয়ে গেছিল এই নরপশু রাজাকারেরা; এবং সেদিনের বাংগালীরা ১৬ ডিসেম্বর ৫৫ হাজার রাজাকারকে 'মৃত্যুদন্ড' দিয়েছিলেন: ১৬ ডিসেম্বরে যাকে পেয়েছে, তাকেই মৃত্যুদন্ড দেয়া হয়েছিল; কিন্তু সাপের বাচ্ছারা প্রায় সবগুলো গর্তে ঢুকে গিয়েছিল; আর গোলাম আজম পাজম ইত্যাদি তাদের দেশ পাকিস্তানে গিয়ে প্রাণ বাঁচায়েছে; মৃত্যুদন্ড কোথায়ও রহিত করা হয়নি।
আজ, অকারণে শেখ হাসিনার সরকার এই মৃত্যুদন্ড প্রাপ্তদের কোর্টে গিয়ে মিত্যা সাফাই গাওয়ার সুযোগ দিয়েছে: ওদের ৫৫ হাজারকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ৭১ এর জেনারেশন মৃত্যুদন্ড দিয়েছিল, এবং তা বলবৎ আছে।
মওদুদী ও তার সেক্রেটারীকে ফাঁসী দিয়ে শুরু হয়েছিল, এখন কাদের মোল্লার হবে, তারপর একে একে সবাইকে সে পথে যেতে হবে: এই জামাতের রাজনীতি, এটাই অবদান, এটাই প্রাপ্য; সব খুনিকেই ঝুলতে হয়; বিশেষ করে বাংগালীরা ভালুকের মত, ঘুমিয়ে থাকে, জাগলে কারো রক্ষা নাই।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
ঢাকাবাসী বলেছেন: মউদুদী ১৯৭৯ এ নিউইয়র্কের বাফেলো শহরে কিডনী রোগের জন্য চিকিৎসাধীন অবস্হায় মারা যান। ফাসী তো হয়নি।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
পাঠক১৯৭১ বলেছেন: ১৯৫৩ সালে মওদুদী ও তার সেক্রেটারীর ফাঁসী হয়; মওদুদীর হয়ে সৌদী বাদশাহ পাকিস্তানকে অনুরোধ করে তাকে বাঁচাতে; এতে পাকিস্তান বিরাট অংকের ভিক্ষা পায় সৌদী থেকে।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৩
পাঠক০০৭ বলেছেন: রাজাকারগো ফাঁসি চাই। নব্য মউদুদী গোও ফাঁসি চাই
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৬
পাঠক১৯৭১ বলেছেন: জামাত হত্যাকান্ড চালিয়ে রশিতে ঝুলবে, এটাই ওদের ঐতিহাসিক ভুমিকা।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫০
সাঈফ শেরিফ বলেছেন: সেই সাথে ধর্ম ভিত্তিক সকল অপশক্তি নির্মূল করে ৭১ এর চেতনা বাস্তবায়ন করতে হবে।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১২
পাউডার বলেছেন:
@সাঈফ শেরিফ -
১। একাত্তরের চেতনা আসলে কি বোঝায়?
২। ধর্ম ভিত্তিক সকল দলই কি অপশক্তি? কিভাবে নির্মূল করা উচিৎ বলে মনে করেন?
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩
পাঠক১৯৭১ বলেছেন: @পাউডার,
১। একাত্তরের চেতনা আসলে কি বোঝায়?
একাত্তরের চেতনা হলো, স্বাধীন বাংলাদেশে প্রতিটি নাগরিকের ৪ মৌলিক অধিকার প্রতিস্ঠিত হবে।
২। ধর্ম ভিত্তিক সকল দলই কি অপশক্তি? কিভাবে নির্মূল করা উচিৎ বলে মনে করেন?
ধর্ম কোন রাজনীতির দর্শন হতে পারবে না; রাস্ট্রের সংবিধান অনুসারে দল হবে।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৮
সাঈফ শেরিফ বলেছেন: @পাউডার, দেশ কিসের ভিত্তিতে স্বাধীন হয়েছে--সেটা জানেন? মুক্তিযুদ্ধের সময় আমরা চেয়েছি একটা অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষে, শোষণমুক্ত দেশ। এটাই একাত্তরের চেতনা।
৭১ থেকেই শিক্ষা নিতে পারেন যখনই রাজনীতিতে ধর্ম মেশানো হয়েছে, সেটা মানুষ হত্যা করেছে, ধর্ষণ করেছে। জামাত-শিবির হচ্ছে তার উদাহরণ। ধর্মের ভিত্তি থাকলেই সেটা ভিন্ন ধর্মালম্বীর ব্যপারে বৈষম্য নিপীড়ন তৈরি করবে। ধর্ম ভিত্তিক সমাজ, অর্থনীতি চিন্তা-চেতনা--অর্থাৎ যাদের আমরা মৌলবাদী চেতনা বলি--এসবই বোমাবাজি, রক্তপাতের ইন্ধন যোগায়।
ঠিক বলিনি?
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৩
পাউডার বলেছেন:
@লেখক: ধর্ম কোন রাজনীতির দর্শন হতে পারবে না
কেনো পারবে না? গনতন্ত্র মানবেন আবার মানুষের চাওয়া মানবেন না? মানুষ যদি চায় আইন মেনে ধর্মীয় দল বানাবে, কেনো পারবে না?
আর সংবিধান পরিবর্তনশীল। সরকার নিজেই তো সংবিধান মানছে না।
@সাঈফ শেরিফ - দেশ স্বাধীন করেছিলো কারা? আওয়ামিলীগ, ছাত্ররা? এছাড়াও শ্রমিক, কৃষক সহ সব পেশাজীবি মানুষেরাই যুদ্ধে শামিল ছিলেন। এদের কেউ এসেছিলেন রাজনৈতিক সচেতনতা নিয়ে, কেউ অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়াতে, কেউ প্রতিশোধ নিতে।
তো, সকল মুক্তিযোদ্ধারা 'ধর্ম ভিত্তিক সমাজ' এর বিপক্ষে লড়েছেন তা প্রমানিত নয়।
জামাতের ৭১ সালের যুদ্ধাপরাধের সাথে ধর্মের সম্পর্ক কি? ধার্মিক মানুষেরা কি বাংলাডেশের পক্ষে যুদ্ধে যায় নি?
সেনচুরি মানিকের অপকর্মের দায় আওয়ামিলীগের, কিন্তু গনতন্ত্রের নয়। জিয়া-এরশাদের অপকর্মের দায় সেনাবাহিনীর নয়। পরিমল, পান্নাদের দায়িত্ব সমগ্র শিক্ষক গোষ্ঠীর নয়, সেইভাবে জামাতের অপকর্মের দায় জামাতেরই নিতে হবে। মৌলবাদিদের দায় তাদের নিজেদেরই। ধর্মের নয়।
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৫
পাউডার বলেছেন:
'বাংলাদেশ' লেখায় টাইপো হওয়াতে ক্ষমাপ্রার্থী।
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০
পাঠক১৯৭১ বলেছেন: @ পাউডার ,
ধর্মে জীবন দুইটি : এ জীবন ও মরণের পর; কোন শাসনতন্ত্রে মরণের পরের জীবন নিয়ে আইন করা যাবে না; আর সেটা করলে জীবন ও আইন পুর্নাংগতা পাবে না; ফলে, ধর্মীয় দর্শনের উপর সংবিধানকে গড়ে তোলা সম্ভব নয়।
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
পাউডার বলেছেন:
সংবিধান একটি অতি ঠুনকো জিনিস। অনেকটা টিস্যু পেপারের লুংগীর মত।
বঙ্গবন্ধু হত্যার আসামী থেকে কিংবা কুইক রেন্টালের লুটপাটকারীদের রক্ষার সুযোগ সংবিধানই দেয়।
১১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩১
পাঠক১৯৭১ বলেছেন: @পাউডার ,
The constitution is powerful document for educated & honest people; for thieves, it is nothing.
How many people can read & understand the constitution? not more than 500 out of 17 crores understand the constitution.
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮
পাঠক১৯৭১ বলেছেন: সব খুনীকে ঝুলতে হবে; মওদুদীর ফাঁসী হয়েছিল, তার শিষ্যদেরও হবে।