নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা পেছনে সরতে পারবে না

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

২০০৯ সালে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আওয়ামী লীগের জন্য ভালো হতো; প্রধানমন্ত্রী হওয়ার পর, যদি কিছু দক্ষ লোককের হাতে অর্থনীতিটা ছেড়ে দিলে তারা পদ্মাসেতু , স্টকমার্কেট, বাজেট, টেন্ডার সব ঠিকমতো চালালে, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে কোন অসুবিধা হতো না; তা ঘটেনি; ফলে, খালেদা বেগমের ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দিয়েছিল। খালেদা বেগম ক্ষমতায় এলে শেখ হাসিনার কোন অসুবিধা হওয়ার কথা ছিল না; কিন্তু মার্চ মাস থেকে শিবির তান্ডব শুরু করলে খালেদা বেগম তাতে সাপোর্ট দেয়াতে হাসিনার মনে ভয় ঢুকে গিয়েছে যে, খালেদা বেগম হয়তো গ্রেনেড আক্রমণের মতো কিছু করবে। এদিকে খালেদা ও শিবির থেকে ভয়, অন্যদিকে জনপ্রিয়তা কম, এটা শেখ হাসিনাকে শংকিত করে তুলেছিল।



যাক, শেখ হাসিনা তার চিরপ্রতিযোগী খালেদা বেগমের অবরোধের নামে 'গেরিলা যুদ্ধের' মাঝে পড়ে বুঝতে পেরেছে যে, খালেদা বেগমের সাথে সংলাপ মংলাপ ভয়ের ব্যাপার; এখন শুধু ট্যাংকের মতও সামনে যেতে হবে, পেছনে সরার পথ নেই; আসলে শেখ হাসিনার জন্য পেছনে সরার পথ নেই, সামনে যেতেই হবে।



পাকিদের অর্থনীতি বেশ খারাপ হলেও তারা আফগানিস্তান নিয়ে খেলছে, নিজের নাক কেটেও বাংলাদেশের ভেতরে ১৯৭১ সালের মতো বিকলাংগ মগজ ও আবর্জনাদের নিয়ে মিলিশিয়া বাহিনী গঠন করে, ১৯৭১ সালের পরাজয়ের প্রতিঅধ নিতে মেতে উঠেছে: এ অবস্হায় হাসিনাকে ট্যাংকের মতো সামনেই যেতে হবে শুধু।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২

পাঠক১৯৭১ বলেছেন: যা ঘটে ঘটুক, হাসিনাকে সামনে যেতে হবে; পেছনের সব সেতু সে নিজেই ভেংগে ফেলেছে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৫

ওপেস্ট বলেছেন: নেত্রি ক্ষমতায় এটাই আমাদের সুখ দেশ জাহান্নামে যাক

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

পাঠক১৯৭১ বলেছেন: মুশকিল হলো যে, খালেদা বেগম ও শিবির মিলে দেশকে জাহান্নামে নিয়েই গেছে: এরা মানুককে ভেঁড়ায় পরিণত করতে চাচ্ছে; সেখানে হাসিনার শুধু তার মতে জমিদারী চালচ্ছে!

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৩

ওপেস্ট বলেছেন: জাতির আপার কি একটু ছার দিলে হত না।এইভবে জমিদারি কয়দিন চালাবে

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮

পাঠক১৯৭১ বলেছেন: ছাড় দিতে পারতো: তত্বাবধায়ক সরকার করে; আসলে তত্বাবধায়ক ও সর্বদলীয় সবভাবেই কারচুপি করা যায়।

ছাড় দিতে পারতো এবার প্রধানমন্ত্রী না হয়ে; কিন্তু খালেদা বেগম যে পরিমাণ শক্তি দেখায়েছে শবির ব্যবহার করে, ছাড় দেয়ার পথ নেই মনে হয়; বিএনপি মাঠে নামলে হ্য়তো আওয়ামী লীগ ভয় পেতো না: তারা শিবিরকে বিশ্বাস করে না।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

ওপেস্ট বলেছেন: আমাদের দেশ হয়তো পরবর্তি সোমালিয়া হতে চলেছে ।এভাবে চলতে দেয়া যায় না । মানুষ অনেক কষ্টে আছে ।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৭

পাঠক১৯৭১ বলেছেন: আপনি সঠিক, এটাকে সোামলিয়া বানাতে পারে: খালেদা বেগম, শিবির ও হাসিনা।

৫০% মানুষের কিছুই নেই, তাদের পিছুটান নেই; তারা যদি ক্ষেপে দেশের কিছুই থাকবে না। শিবির, জামাত ও আওয়ামী লীগ তাদের সম্পদের জন্য যুদ্ধ করছে।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

সালটু বলেছেন: আমাদের দাবী একটাই, রাজাকার এবং ভাদাকার মুক্ত স্বাধীন দেশ চাই।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

পাঠক১৯৭১ বলেছেন: এ দাবী কার্যকরী করতে আপনাকে হয়তো যুদ্ধ করতে হবে; কারণ রাজাকারদের পক্ষ এখন অনেক বড়।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

রাজীব বলেছেন: সোনিয়া গান্ধীর কাছ থেকে শিখার মত অনেক কিছু আছে। মনমহোনের মত একজনকে প্রধানমন্ত্রী করে নিজে দলের সভানেত্রী হলে অনেক ভালো হতো।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

পাঠক১৯৭১ বলেছেন: সোনিয়া গান্ধী ইউরোপীয়ান মেয়ে।

ইউরোপের কয়েকজন এসে ২০ কোটী ভারতীয়কে শাসন করে গেছে ২০০ বছর: কারণ হাসিনারা ছিল বলেই।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

দখিনা বাতাস বলেছেন: ২০০৪ গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনীতির সব হিসাব নিকাশ পাল্টে দিসে। আপনারা যা বলতেছেন, এটা ওটা করলে ভালো হতো। আসলে কিছুই হোতো না। শেখ হাসিনা এবার জীবনের আশা ছেড়ে দিয়েই মরন কামড় দিয়ে ধরছে। যার মরার ভয় নেই, তাকে আটকানো সহজ না। সরে আসার রাস্তা যাও ছিল, শাহবাগের পর ঐ রাস্তাও বন্দ। এখন একটাই রাস্তা, মর অথবা মারো। মাঝে মজা নিতেছে বিএনপি। এই দলটার জন্মই হইছে সুবিদাবাদিতার সুঝোগ আর কিছু সুবিদাবাদি দিয়ে।

কিছু দিনের মাঝেই আমেরিকা আর ইউরোপিয়ান ইউনিয়ন ২০০৭এর মত সেনাবাহীনীকে দিয়ে জাতিসংঘের মিশনের যেতে পারবেনা বলে ভয় দেখিয়ে খমতা নিবে। জামাত বিএনপি এসে হাসিনাকে মারবে। ভয় নেই, আওামীলীগ আবার উঠে দাড়াবে। কারন এইবার জামায়াত বিএনপি খমতায় আসলে জামায়াতের আসল চরিত্রের দেখা পাবে। আমি মনে করি এইটা বাংগালীর জন্য ভালই হবে। আরো কিছু রক্ত ঝরানোর দরকার বাংগালীর। ৪২ বছেরে অনেক কিছুই ভুলে গেছে পাকি জামায়াতের নৃশংসতার কথা

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

পাঠক১৯৭১ বলেছেন: @ দখিনা বাতাস,



I know that Hasina cannot retreat from here, she has to go forward, but she has to take her people with her, not the thieves sorrounding her.

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

HHH বলেছেন: মৃত্যু সবার কাছেই একদিন আসবে। হাছিনা-খালেদা অথবা আমরা কেউই বাদ যাবো না।

হাজার মানুষের জীবন বুলেটে ঝাজড়া করে যদি বেঁচে থাকা যেত তাহলে হিটলার এখনো জীবিত থাকতো

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯

পাঠক১৯৭১ বলেছেন: @HHH ,


Did you see our FF? Who are those people who sided with the Paki military and killed our people? The rajakars, the parents of Shibir.

Hasina is scared, she will not aloow those bustard Rajakars of 1971 take over of Bangladesh; thats where she is doing all these; but oneday she will lose, thats also I know.

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

দিশার বলেছেন: না খেয়ে থাকব কিসুদিন , তাও জামাত শিবির মুক্ত হোক প্রিয় মাতৃ ভূমী . যৌথ বাহিনীর অভিযান কিন্তু শুরু হইসে। যারা এটাকে গৃহ যুদ্ধ বলছেন তারা বকর স্বর্গে বাস করছেন . জ্বালাও পোড়াও বন্ধ করেন দেখেন কয়জন মানুষ হরতাল অবরোধ মানে।

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

উদাস কিশোর বলেছেন: গৃহ যুদ্ধ তো লেগেই গেছে ,ও পেছনে আইসা মরবো নাকি ?
আম তো হারাইবোই লগে ছালা টাও

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

পাঠক১৯৭১ বলেছেন: @দিশার বলেছেন,


The civil war starts like this; if it can be halted, thats fine, otherwise, it can grow into full blown civil war.

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

পাঠক১৯৭১ বলেছেন: @উদাস কিশোর ,

I think Hasina has to do what she is doing, no retreat.

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আওয়ামী লীগ সরকার দুর্নীতির পাহাড় গড়েছে। এ কারণে নিজেদের রক্ষা করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় থাকার চক্রান্ত করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাবে।

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদলীয় নির্বাচন প্রচেষ্টার কঠোর সমালোচনা করে বলেছেন, ভোটারবিহীন নির্বাচন প্রচেষ্টা এখন দেশে বিদেশে হাস্যরসের সৃষ্টি করেছে। এরকম নির্বাচন দেশবাসি কখনো মেনে নেবে না। নির্বাচন হতে হবে সকল দল নিয়ে।

১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

পাঠক১৯৭১ বলেছেন: @মোহাম্মদ মজিবর রহমান ,


It is a problem that such a big number of MPs being elected non-contested. I am not sure, what is going to happen, but to crush Shibir she has to be there.

১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

পাঠক১৯৭১ বলেছেন: @মোহাম্মদ মজিবর রহমান ,


We understand that the AL has done corruption to the throat, but Hasina cannot leave the4 country in the hands of the Pakistani agents.

১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

HHH বলেছেন: পাঠক১৯৭১

hasina has a razakar in her family. her daughter's father in law. so don't give your bullshit logic here. ur posts are always lame and irritating . they stand for nothing. if u really want to talk about something please make is meaningful.

২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: পাঠক১৯৭১ ভাই বাংলায় কন কি কইবার চান।

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬

পাঠক১৯৭১ বলেছেন: @মোহাম্মদ মজিবর রহমান ,

Sorry, I have Font problem; do not know how to fix; sometimes it is set in Bengali, anf most of the time in English; sorry again.

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১০

পাঠক১৯৭১ বলেছেন: @HHH,

Yes, I know that her Brother-in-law had connection with 'Santi Commitee'; but now, he is NOT Working against Bangladesh; another thing, Hasina is not prosecutting 55 thousands of Rajakars, she is prosecuting who are working to help Paki agents and who are opposing AL.

২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: @পাঠক১৯৭১ অক্ষর সমস্যা সমাধান করে বাংলা ব্লগে ব্লগিং করুন,এটা বাংলা ব্লগ।
আপনার জ্ঞাতার্থে একটা কথা বলি,ক্ষমাতায় কে আসবে সেটা নির্ধারিত হয় দেশের সকল জনগনের স্বতস্ফুর্ত অংশগ্রহন ভিত্তিতে নিরপেক্ষ ভোটের মাধ্যমে,গনতন্ত্রের মূল কথাই হল ব্যালট,বুলেট নয়।

২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

পাঠক১৯৭১ বলেছেন: @মোহাম্মদ মজিবর রহমান ,

What you said about democracy is not everything: you talked about "electoral right in democracy", it is just like one drop of water of the ocean.

I am sure, you do not understand democracy.

২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৮

পাঠক১৯৭১ বলেছেন: আমি খালেদা বেগম, শেখ হাসিনা, খোকা, মায়াদের কথা বলছি না: বলছি ফখরুল, আশরাফ, মুহিত, ড: আতিয়ার, ড: মোশারফ, ড: আরফিন সিদ্দিকী, ড: ইয়াজুদ্দিন, ড: এমাজ উদ্দিনদের মত লোকদের কথা। গণতন্ত্র এখন পশ্চিমের রাজনীতির মুলতত্ব, এবং পশ্চিমে গণতন্ত্র নিয়মিতভাবে রিফাইন হচ্ছে তাদের টেকনোলোজী ও অর্থনীতি উন্নয়নের সাথে মিল রেখে। বাংলাদেশের ভেতরে থেকে, বই পড়ে, ও পরে বাইরে গিয়ে পিএইচডি করেও কেন এরা গণতন্তের 'গ' শিখতে পারছে না?

আমি কয়েকটা কারণ লক্ষ্য করেছি, (১) বাংগালী শিক্ষিতেরা ধরে নিয়েছে যে, এটা সরকার গঠনের পদ্ধতি মাত্র, সরকার গঠন হয়ে গেলে, গণতন্ত্রের প্রয়োগ শেষ (২) গনতান্ত্রিক পদ্ধতিতে গঠিত সরকারকে যে 'গণতান্ত্রিক অর্থনীতি' অনুসরন করতে হবে তা এরা বুঝে না; আসলে এরা গণতন্ত্র যে অর্থনীতি অবধি বিস্তৃত তা কিছুতেই বুঝে না (৩) রাজনীতি যে, পলিটিক্যাল সায়েন্স, লজিক, অংক, সোস্যাল সায়েন্স, ফিলসফি ও অর্থনীতির সমন্ময়, তা তারা বুঝে না: তারা পলিটিক্যাল সায়েন্সকে একটা পুরনাংগ সাবজেক্ট হিসেবে ভাবে।

বাংগালীদের রাজনৈতিক ইতিহাস মোটামুটি ভুলভাবে বাংগালীদের কাছে এসে পৌঁচেছে: বাংগালীদের প্রায় সবাই বিশ্বাস করেন যে, বৃটিশ আসার আগে বাংলা স্বাধীন ছিল; তারা ভুলভাবে বলে আসছে যে, ১৭৫৭ সালে বাংলা স্বাধীনতা হারায়; আসলে ঐ সময় বাংলায় রাজতন্ত্র ছিল, এবং বাংলা ঘুরেফিরে দিল্লি ইত্যাদির অধীনে ছিল। যখন বাংলা বিভিন্ন রাজাদের হাতে ছিল, তখনো এখানে মানুষের কোন অধিকার ছিল না। এ ভুল ধারণাগুলো নতুন কোন তত্বকে ঠেকিয়ে দেয় যে, তারা যা দেখে আসছে, পুর্ব পুরুষ থেকে জেনে আসছে, তা পশ্চিমের মতই গণতান্ত্রিক তত্ব; ফলে তারা ভুল সাধারণ ধারণাকে রাজনৈতিক ধারণা মনে করে, এবং তাকেই গণতন্ত্র মনে করে।

সকল তত্বেই মানুষের মৌলিক চাহিদা পুরণের জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক ভাবনা থাকে, যা গণতন্ত্রে খুব ভালোভাবে আছে; বাংগালীদের গণতান্ত্রিক ভাবনায় এদিকটা কখনো স্হান পায়নি; আসলে এ অংশটুকুই আসল। বাংগালীরা আসলটাকে বাদ দিয়ে ক্ষুদ্র এক অংশের উপর মনোনিবেশ করে আছে; ফলে, তারা গণতন্ত্র কখনো বুঝতে পারেনি।




আমি খালেদা বেগম, শেখ হাসিনা, খোকা, মায়াদের কথা বলছি না: বলছি ফখরুল, আশরাফ, মুহিত, ড: আতিয়ার, ড: মোশারফ, ড: আরফিন সিদ্দিকী, ড: ইয়াজুদ্দিন, ড: এমাজ উদ্দিনদের মত লোকদের কথা। গণতন্ত্র এখন পশ্চিমের রাজনীতির মুলতত্ব, এবং পশ্চিমে গণতন্ত্র নিয়মিতভাবে রিফাইন হচ্ছে তাদের টেকনোলোজী ও অর্থনীতি উন্নয়নের সাথে মিল রেখে। বাংলাদেশের ভেতরে থেকে, বই পড়ে, ও পরে বাইরে গিয়ে পিএইচডি করেও কেন এরা গণতন্তের 'গ' শিখতে পারছে না?

আমি কয়েকটা কারণ লক্ষ্য করেছি, (১) বাংগালী শিক্ষিতেরা ধরে নিয়েছে যে, এটা সরকার গঠনের পদ্ধতি মাত্র, সরকার গঠন হয়ে গেলে, গণতন্ত্রের প্রয়োগ শেষ (২) গনতান্ত্রিক পদ্ধতিতে গঠিত সরকারকে যে 'গণতান্ত্রিক অর্থনীতি' অনুসরন করতে হবে তা এরা বুঝে না; আসলে এরা গণতন্ত্র যে অর্থনীতি অবধি বিস্তৃত তা কিছুতেই বুঝে না (৩) রাজনীতি যে, পলিটিক্যাল সায়েন্স, লজিক, অংক, সোস্যাল সায়েন্স, ফিলসফি ও অর্থনীতির সমন্ময়, তা তারা বুঝে না: তারা পলিটিক্যাল সায়েন্সকে একটা পুরনাংগ সাবজেক্ট হিসেবে ভাবে।

বাংগালীদের রাজনৈতিক ইতিহাস মোটামুটি ভুলভাবে বাংগালীদের কাছে এসে পৌঁচেছে: বাংগালীদের প্রায় সবাই বিশ্বাস করেন যে, বৃটিশ আসার আগে বাংলা স্বাধীন ছিল; তারা ভুলভাবে বলে আসছে যে, ১৭৫৭ সালে বাংলা স্বাধীনতা হারায়; আসলে ঐ সময় বাংলায় রাজতন্ত্র ছিল, এবং বাংলা ঘুরেফিরে দিল্লি ইত্যাদির অধীনে ছিল। যখন বাংলা বিভিন্ন রাজাদের হাতে ছিল, তখনো এখানে মানুষের কোন অধিকার ছিল না। এ ভুল ধারণাগুলো নতুন কোন তত্বকে ঠেকিয়ে দেয় যে, তারা যা দেখে আসছে, পুর্ব পুরুষ থেকে জেনে আসছে, তা পশ্চিমের মতই গণতান্ত্রিক তত্ব; ফলে তারা ভুল সাধারণ ধারণাকে রাজনৈতিক ধারণা মনে করে, এবং তাকেই গণতন্ত্র মনে করে।

সকল তত্বেই মানুষের মৌলিক চাহিদা পুরণের জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক ভাবনা থাকে, যা গণতন্ত্রে খুব ভালোভাবে আছে; বাংগালীদের গণতান্ত্রিক ভাবনায় এদিকটা কখনো স্হান পায়নি; আসলে এ অংশটুকুই আসল। বাংগালীরা আসলটাকে বাদ দিয়ে ক্ষুদ্র এক অংশের উপর মনোনিবেশ করে আছে; ফলে, তারা গণতন্ত্র কখনো বুঝতে পারেনি।




আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.