নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

পোস্টে কমেন্ট করতে ব্লক করবেন না, রিয়েল ব্লগার হোন

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

বাংগালীরা কম্প্যুটিং এ বেশ পেছনে পড়ে আছে; কিন্তু ইন্টারনেট ও ব্লগিং এ তুলনামুলকভাবে ভালো করছেন। নতুন জেনারেশন কোনকিছু সঠিকভাবে এনালাইটিক্যালী তুলে ধরতে পারে না; এর হয়তো অনেক কারণ আছে: একটি কারণ, তারা মালটিপল চয়েসে পরীক্ষা দেয়, যাতে তদের কোনকিছু সঠিকভাবে বর্ণনার কথা ভাবতে হয় না: কিছু প্যাটার্ণ খেয়াল রাখলে হয়; অন্য আরেকটি কারণ, তারা টিউটরের উপর নির্ভরশীল, যারা তাদের পাশ করার জন্য পড়ায়, জানতে সাহায্য করে না। এর ফলে, ব্লগিং এ পোস্ট লিখতে গিয়ে তারা কি লেখে নিজেরাও বুঝে না।



বাংলাদেশে বর্তমানে লজিক সাবজেক্ট হিসেবে মোটামুটি পড়ানো হয় না; ফলে, নতুন জেনারেশন কোন ব্যাপারে আলাপ করতে গেলে কোনটা ভুল, কোনটা সঠিক মোটেই বুঝে না। ফলে, কমেন্ট এর মাঝে কোন লজিক বা এনালাইটিকস নেই।



ব্লগে অনেকই যখন পোস্ট পড়ে, বেশীর ভাগই চোখ বুলায়ে চলে যায়, বা ক্লিক করার পর বেরিয়ে যায়: এরা কমেন্ট করে না।



এ ব্লগে কিছু ব্লগার কমেন্ট বন্ধ রেখে পোস্ট দেন, যা ব্লগিং এর নীতির বাহিরে: ব্লগিং সব সময় ইন্টারএকটিভ।



কিছু ব্লগার তাদের পোস্টে কিছু ব্লাগারকে ব্লক করে দেয়, এটাও ব্লগিং এর নীতির বাহিরে: আসলে, ব্লগিং সফটওয়ারে এ ধরণের অপশন দেয়া ঠিক নয়, সামু ব্লগিংকে অকারণে কন্ট্রোল করছে এই ধরণের অপশন দিয়ে; যারা অন্যের কমেন্ট গ্রহন করতে পারে না, তারা ব্লগিং থেকে হারিয়ে যাক চিরতরে।

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৯

পাঠক১৯৭১ বলেছেন: আমাকে যারা 'কমেন্ট ব্লক' করেছেন, তারা ব্লক তুলে নেবেন; কারণ আপনারা ব্লগিং এর মুল উদ্দশ্য থেকে সরে গেছেন।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

এন ইউ এমিল বলেছেন: সবার পক্ষেইকি রিয়েল ব্লগার হওয়া সম্ভব?

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

মুহাম্মদ তাইফ বলেছেন: আমি ও পোষ্টটার সাথে একমত।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: যে পাখির ডানা আছে সে তো আকাশে উড়বেই। আকাশে থেকে সব কিছু ছোট ছোট মনে হয়। তখন একসাথে অনেক কিছু দেখা যায়। এই সবকিছুর মধ্যে দুই একটি মন্দ কিছু থাকলে তাকে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না। তারপরও অসুন্দর কিছুকে সুন্দর করা যে দায়িত্বের মধ্যেই পড়ে।

সবার আগে আকাশে ওড়ার ক্ষমতা থাকতে হবে। নইলে যে বাকীগুলোর কোনো মূল্য নেই।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: হাউকাউ

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫

পাঠক১৯৭১ বলেছেন: @ এন ইউ এমিল,



No, not everyone will be, but most of them will become real bloggers; I think, blogging will make millions of good writers;

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭

পাঠক১৯৭১ বলেছেন: @ স্বপ্নবাজ অভি,



My follower, when using my Trade Mark comment, pls mention my nick.

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮

পাঠক১৯৭১ বলেছেন: @ মোঃ আসিফ-উদ-দৌলাহ ,



Man, you are becoming a thinker, it is excellent; never ask for money .

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯

পাঠক১৯৭১ বলেছেন: @মুহাম্মদ তাইফ,



Great people think alike.

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬

নেকড়ে বলেছেন: ছাগলদের ব্লক রাখতেই হয় ।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

পাঠক১৯৭১ বলেছেন: @নেকড়ে ,




I think you pigmy must be from the 'Tutor Generation' with shitty brain!

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

বেলা শেষে বলেছেন: ....Assalamualikum...i am a new Blogger...
i am hier to learning, & i am just learning, but which way may i learn ...if all old writers they had gone away.....?

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

পাঠক১৯৭১ বলেছেন: @বেলা শেষে ,


Olds have to go away, thats way nature works. You will be able to learn, I am here: you can depend on me.

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: লেখায় ভাল লাগা। সিনিয়ররা চিরদিন কখনো থাকে না কিন্তু তাদের রেখে যাওয়া উদাহরন থেকে আমাদের নতুনদের শিক্ষা নিতে হবে।। তবে ভুলে গেলে চলবে না যে,"কেউ দুধ বেচে মদ খায়,আবার কেউ মদ বেচে দুধ"।।ধন্যবাদ।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: বেলাশেষকে উদ্দেশ্য করে লেখা। ভুল করে তা উল্লেখ করা হয় নি।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৫

বিপ্লব06 বলেছেন: আপনার পোস্টের কমেন্টের সাথে একশভাগ একমত।

আর আপনাকে বলছি, আপনি কিন্তু অনেক কমেন্ট করেন, আমার কাছে মনে হয়েছে আপনার অনেক কমেন্ট অপ্রাসঙ্গিক।
আপনি অনেক এটাকিং।
আপনার অনেক কমেন্ট বায়াসড।

আপনার পেছনে না বলে সামনে বলছি।
অ্যাটাক ছারা সুস্থ উত্তর আশা করছি।

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: @বিপ্লব06 ,





I will try to be fair, will try to follow your comments.

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫

পাঠক১৯৭১ বলেছেন: @ সচেতনহ্যাপী ,






I am trying to follow my instinct, and trying to go along.

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫২

ভারসাম্য বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: হাউকাউ

লেখক বলেছেনঃ এইটা তার টেরেডমার্ক।

সামু বলেছেনঃসামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

পুরাই হাউকাউ লাইগা গেছে।

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

পাঠক১৯৭১ বলেছেন:



@ ভারসাম্য ,





অনেকে কমেন্ট করে না, অনেকে না পড়ে কমেন্ট করছে, আবার অনেকে তাল মিলানোর জন্য কমেন্ট করছে, খুশী করার জন্য।

কমেন্ট হতে হবে 'ফিডব্যাক'।

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

পাঠক১৯৭১ বলেছেন: @এন ইউ এমিল ,





I think, everyone can become a good blogger.

২২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:১০

বিপ্লব06 বলেছেন: আপনার কমেন্টটা আমার পছন্দ হয়েছে।
আপনি অনেক পোস্ট করেন, কিন্তু এখনো কমেন্টের রিপ্লাই না করে কমেন্ট দিয়ে উত্তর দেন কেন?
আপনি কি কমেন্টের রিপ্লাই দেবার সবুজ বাটন টা মিস করছেন নাকি?

২৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:২০

পাঠক১৯৭১ বলেছেন:




@বিপ্লব06 ,

Yes, most of the time due to some confguration problem, I do not get the 'Green Arrow' of replay.

Most of the time, I also face Font problem: by default, it is Bengali, but it writes in english; I change, it does not work.

২৪| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫২

সাইলেন্স বলেছেন: এই ব্লগের বেশিরভাগ ব্লগার আপনার উপর নাখোশ, আপনার উচিত কারণ খোজা ।

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪২

পাঠক১৯৭১ বলেছেন: জাতি পেছনে পড়ে আছে শিক্ষিতদের পেছনে পড়ে থাকার কারণে, সব বাংগালী গড়ে অন্য জাতির তুলনায় পেছনে।

এ ব্লগ ধর্ম প্রচারক, গুহা-মানব, হাউকাউ কবি, একলাইনের ব্লগারদের জন্য।

২৫| ২৮ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:১৩

সোনালি কাবিন বলেছেন: .

২৬| ২৮ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:৪২

সোনালি কাবিন বলেছেন: B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.