নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির নামে ষড়যন্ত্রের ৩৮ বছর

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৮

বাংলাদেশে 'সমাজতন্ত্র' প্রতিস্ঠার জন্য শেখ সাহেব 'বাকশাল' প্লাটফরম গঠন করেন: ইহা একদলীয় কিছু নয়, ইহা ছিল সর্বদলীয় একটা প্লাটফরম। আমেরিকাসহ পশ্চিম চেয়েছিলো, বাংলাদেশে যেন ক্যাপিটেলিজমের বিকাশ ঘটে; আওয়ামী লীগের সামান্য কয়েকজন ব্যতিত সবাই ক্যাপিটেলিজম চাচ্ছিল; যারা সমাজতন্ত্র বিরোধী ছিল তারা পাকিস্তান ইত্যাদির সমর্থন পেয়ে শেখ সাহেবকে হত্যা করে। হত্যাকারীরা শেখ সাহেবকে স্বৈরাচার হিসেবে প্রচার চালায়; সাথে সাথে হত্যাকারীদের প্রধান জেনারেল জিয়াকে 'বহুদলীয় গণতন্ত্রের' প্রবর্তক হিসেবে প্রচার চালায়। বাংগালীরা গণতন্ত্র না বুঝায়, তারা ষড়যন্ত্র সম্পর্কে তেমন কিছুই বুঝতে পারেনি; 'বহূদলীয় গণতন্ত্র ' কথাটা শুনে তারা গলে গেছে!



মুক্তিযোদ্ধা সৈনিকেরা জেনারেল জিয়াকে হত্যা করে শেখ সাহেবের মৃত্যুর প্রতিশোধ নেয়। এরশাদ সুযোগ মতো জেনারেল জিয়ার পার্টি থেকে ক্ষমতা দখল করে নেয় আরেক ষড়যন্ত্রের মাধ্যমে; এরশাদ ক্যাপিটেলিজমকে সামনে নিয়ে যায়। এক পর্যায়ে মানুষ এরশাদকে ক্ষমতাচ্যুত করে; অবশ্য পেচনে কোন উদ্দেশ্য ছিল না: বাংগালীরা এক ঘেয়েমী পছন্দ করে না; ক্ষমতা পেলো খালেদা বেগম, পাকিস্তানীরা বাংলাদেশের রাজনীতিতে নিজের লোককে প্রতিস্ঠিত করলো।



খালেদা বেগম শুরু করলো ক্ষমতা না ছাড়ার ষড়যন্ত্র: ১৯৯৬ সালে , ২ বার ভোট করে উনাকে নামানো হলো। এবার এলো শেখ হাসিনা, উনি জেনারেল জিয়ার ক্যাপিটেলিজমে পানি ঢাললেন; কিন্তু ক্ষমতা না ছাড়ার ব্যাপারে একমত; কোন এক ষড়যন্ত্রের ফাঁক দিয়ে তিনি নিজের অজান্তেই ক্ষমতা হারিয়ে ফেলেন।



২০০৭ সাল, খালেদা বেগম ষড়যন্ত্র করলেন ক্ষমতা ধরে রাখতে; অনেক চেস্টা করেও, নতুন ষড়যন্ত্রের কাছে হেরে যান; এবার ষড়যন্ত্রের মাতা শেখ হাসিনা ক্ষমতায় এলেন; ২০১৪ সালে, উনি খালেদা বেগমের ষড়যন্ত্রের উপর ষড়যন্ত্রর ট্রাম্প করেন; এখন ৩৮ বছর চলছে। দেশবাসীর ৯৮% এগুলোর কিছু বুঝার সামর্থ রাখে না: তাঁরা ষড়যন্ত্রকে গণতন্ত্র মনে করে, সব সময় ষড়যন্ত্রের পক্ষ বা নতুন ষড়যন্ত্রের পক্ষে অবস্হান গ্রহন করে।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪১

পাঠক১৯৭১ বলেছেন: পলিটিক্যাল সায়েন্সে পড়েও অনেক বাংগালী গণতণ্ত্র বুঝার মতো দক্ষতা অর্জন করেনি; বাকীগুলো সব গুরু।

ষড়যন্ত্রকে রাজনীতি বলে চালিয়ে যাচছে কিছু লোক বারবার।

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৯

HHH বলেছেন:
what kinda fucking douchebag are u?

why don't u just die and save this blog from ur piggy shits, you fucking cunt!!

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: আপনি বাংলায় জন্ম নেবেন জানতে পারলে বাংলাদেশকে আমি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে বাধ্য করতাম

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৯

পাঠক১৯৭১ বলেছেন: আপনাকে বিহারে ফের‌্ত যেতে হবে; বাংলা বাংগালীদের জন্য।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০২

কবীর হুমায়ূন বলেছেন: রাজনীতি বাহির থেকে রাজনীতিকে দেখা।
তবে, শব্দ বিন্যাস আরো শালীনতার প্রয়োজন ছিলো বলে মনে হয়।

গণতন্ত্র কি? (পরবর্তী পোষ্ট আশা করি।)

ভালো থাকুন এবং সাবধানে।

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১

পাঠক১৯৭১ বলেছেন: কবীর হুমায়ুন, কবীর হুমায়ুন?
ওকে, চিনতে পেরেছি, এক কবি! ভালো!

উপদেশ মনে থাকবে; বাংলা নিন্যাসে সমস্যা হচ্ছে, আরো ২/১ জন বলেছেন; ঠিক করা হয়তো আর সম্ভব হবে না: দেরী হয়ে গেছে।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেমন আছেন?

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬

পাঠক১৯৭১ বলেছেন: আমার মনে হয়, আমি ভালো নেই; বাংগালীরা রাজনীতি ও ষড়যন্ত্রের মাঝে পার্থক্য করতে সমর্থ হচ্ছে না।

আপনার ক্লাশ খন শুরু হবে; কি পড়বেন?

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ক্লাস শুরু ২৭ তারিখ :-B

পড়া তো অনেক। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইংলিশ, ম্যাথ, সাইকোলজি, আরো অনেক কিছু :#>

আচ্ছা, আপনি রাজনিতি ছাড়াও জীবন নিয়ে লেখেন।

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

পাঠক১৯৭১ বলেছেন: ছাত্র জীবন মানুষের জীবনের সেরা সময়: এ সময় মানুষ শিক্ষিত মানুষদের সাথে বড় হয়।


দেখি, জীবন সম্পর্কে আমি কতটুকু বুঝি!

৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

মুহসিন বলেছেন: এই বাকশালীয় গণতন্ত্র হোক সবদেশের সর্বযুগের পাথেয়।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

পাঠক১৯৭১ বলেছেন: বাকশাল হলে আপনি, আপনার পরিবার ও জাতি ালো থাকবে; কিন্তু ১৭ কোটীই বাকশাল বিরোধী।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত =p~ =p~ =p~ =p~

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬

পাঠক১৯৭১ বলেছেন: নবাবী আমল ফিরে এসেছে।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: ওকে,

সামু বলছে, আমার পোস্ট আর ১ম পেইজে প্রকাশ হবে না, সুতরাং আগের মতো আর ব্লগিং হবে না হয়তো; সভার জন্য শুভেচ্ছা রলো!

-পাঠক১৯৭১

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.