![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যিনি জীবনে স্কুলে যাবার সুযোগ না পেয়ে দিন-মুজুর হিসেবে কাজ করছেন, ও যিনি বিদেশ থেকে পিএইচডি নিয়ে এসেছেন, তাঁরা সবাই গণতন্ত্র বলতে বুঝেন: ভোটাধিকার ও মোটামুটি তথাকথিত 'নিরপেক্ষ' ও যথাসময়ে ভোট। আর তাঁদের অর্থনৈতিক ধরণা আরো সোজা, 'দ্রব্য মুল্য কম' থাকতে হবে!
থুরথুরে বুড়ো হাতে লাঠি নিয়ে, ৮০ বছরের মহিলা পুরাতন একটা বোরখা পরে, সম্ভব হলে ফ্রি রিক্সায় চড়ে নিকটবর্তী ভোট কেন্দ্রে গিয়ে জয়নাল হাজারী, পিন্টু, হাজী সেলিম বা কামাল মজুমদারকে একটা ভোট দিতে পারলে, নিজকে গণতন্ত্রের একজন সৈনিক হিসেবে ভেবে জীবনের প্রশান্তি পান।
চিএনজি-ড্রাইবার যিনি আগে দিনের শেষে ১০০ টাকা আয় করতেন, আর সেক্রেটারী যিনি ৪০০০ টাকা বেতন পেতেন; তারা আজ তাদের আয় ১০ গুন বেড়েছে; কিন্তু সবাই ১০ টাকা কিলো দামে চাউল কিনতে চান: কৃষক যেন আজীবন ১০ টাকা হারে চাউল বিক্রয় করার জন্য জন্মেছেন!
ভোটাধিকার প্রয়োগ গণতান্ত্রিক সরকারের প্রথম পদক্ষেপ, এখানেই ভুলের জন্য বাংলাদেশে গণতন্ত্র কখনো কাজ করেনি: এখানে ভুলের জন্য সঠিক সরকার নিযুক্ত হয়নি; এখানে ভুলের কারণে, বাংগালীর গণতন্ত্র কখনো পরবর্তী স্তরে প্রবেশ করে: পার্লামেন্টে নাগরিকের উন্নয়নের জন্য 'বিল' আনতে পারে এমন কোন 'একজন এমপি' বাংলাদেশ পার্লামেন্ট দেখা যায়নি ৪২ বছরে।
অর্থনীতি সম্পর্কে ভুল ধারণা থাকাতে সরকার মানুষকে 'কম দামে' চাউল খাওয়াতে গিয়ে 'চাউল উৎপাদনে ৫০% ভর্তুকী' দিয়ে আসছে সরকার; এতে চাউলের দাম বেশ কম থাকাতে নাগরিকেরা খুশী: সকল পিএইচডি'ও খুশী থাকাতে সরকার সাধারণ জনগণকে আসল অর্থনৈতিক কর্মকান্ড থেকে দুরে রেখে, বন্ধু-বান্ধব নিয়ে নিজেরা সব দখল করতে সমর্থ হয়েছে।
দিন মজুর, চাষীদের গণতন্ত্র সম্পর্কে ও অর্থনীতি সম্পর্কে যে ধারণা তা ঠিক করা মোটামুটি অসম্ভব; তবে সাধরণ গ্রাজুয়েট ও পিএইচডিদের এ ব্যাপারে সাহায্য করা সম্ভব!
২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২০
পাঠক১৯৭১ বলেছেন: @আনারুল ইসলাম,
আপনার ব্লগ খালি কেন?
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৬
অন্তরন্তর বলেছেন:
আপনার এই লিখার সাথে ১০০% সহমত।
আমাদের জাতির জন্য দরকার শিক্ষা। যেদিন আমাদের
শিক্ষার হার উন্নত দেশের মত হবে সেদিন দেখবেন
দেশ খুব ভাল চলছে। যারা আজ অন্ধ দলনীতি করছে,
দেশের সব লুটপাট করে খাচ্ছে এবং সর্বোপরি এদের
সবার ভণ্ডামি সব বন্ধ হয়ে যাবে।
আশা করি তা হবে একদিন তবে কতদিন পরে তা
জানি না। যত তারাতারি হয় তত মঙ্গল সবার জন্য।
শুভ কামনা সতত।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৫
পাঠক১৯৭১ বলেছেন: @অন্তরন্তর ,
১৯৭২ সাল থেকে সিএসপি, বিসিএস , সরকারের সবাই ও শিক্ষিতরা চেস্টা করছে জাতির বিরাট অংশ যেন অশিক্ষিত থাকে ও উনাদের বাসায়, গার্মেন্ট বা আরবদেশে কাজ করেন; এ চেস্টা বন্ধ করা সম্ভব হচ্ছে না।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০১
অন্তরন্তর বলেছেন:
সম্ভব হচ্ছে না ঠিক আছে কিন্তু একদিন হবে। আর যদি না
হয় তবে একটা রেভোলিউসন হবে। আমি মনে প্রানে চাই
রেভোলিউসনটা তারাতারি আসুক যদিও জানি এটা তারাতারি
হয় না বা আসে না।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৭
পাঠক১৯৭১ বলেছেন: @অন্তরন্তর ,
এ বছরের মাঝামাঝি একটা পরিবর্তন আসবে; তারপর ২০১৬ সালে দেশের মানুষ নতুন পথে এগুবে। দেখা যাক, ২০১৬ সাল হবে হয়তো বিপ্লবের শুরু!
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এ পোস্ট প্রথম পাতা থেকেই পড়লাম।
যাই হোক, গণতন্ত্র বলতে আমরা যা বুঝি আর প্রায়োগিক দিক থেকে এর ব্যবহার যা দেখছি (সব সরকারের আমলে) তা আমাদের দেশের জন্য উপযুক্ত নয়। আমাদের দেশে মানুষের ধনসম্পদ-জীবন-যাপন সব কিছু সমান্তরাল হওয়া দরকার ছিল। সমাজতন্ত্র। আমাদের ধনীরা খুব বেশি ধনী আর দরিদ্ররা বেশি দরিদ্র। গনতন্ত্র নামের যন্ত্র এ দুয়ের মাঝে ভারসাম্য আনতে পারবে না কোনো কালেই।
তাই ক্ষমতায় গেলে লুটপাটের প্রবণতা বেড়ে যায়, দরিদ্রের মেরুদণ্ডে জোর থাকে না বলে আমাদের দেশে জয়-জয়কার লুটেরা আর অসৎ মানুষদের।
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৪
পাঠক১৯৭১ বলেছেন: @ জুলিয়ান সিদ্দিকী ,
তাই? সামু বলেছে যে, আমার লেখা আর ১ম পাতায় যাবে না, সেকারণে আমি ১ম পাতায় দেখার চেস্টা করিনি; ভালোই হলো।
আমাদের সম্পদ সীমিত, জনসংখ্যা বড়: আমাদের সমাজতন্ত্র দরকার, সেজন্য দরকার শিক্ষিতদের 'সাধারণ ধারণা' থাকতে হবে অর্থনীতিতে। শেখ মুজিবর রহমান সমাজতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১
রাজীব বলেছেন: ঠিক বলেছেন।
২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫
পাঠক১৯৭১ বলেছেন: জাতির কেহ ঠিক মত কিছু শিখার চেস্টা করছে না; সঠিক অর্থনৈতিক ও রাজনৈতিক ধারণা না থাকাতে জাতি অগ্রসর হতে পারছে না।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
পাঠক১৯৭১ বলেছেন: আমার পোস্ট ১ম পাতায় প্রকাশ হচ্ছে না: আপনারা কেহ আমার ব্লগ এলাকায় এসে গেলে, আমার পোস্টটা পড়ে দেখতে পারেন!