![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাকশাল গঠন করার কারণে শেখ সাহেবকে প্রাণ দিতে হলো; যারা শেখ সাহেবকে হত্যা করেছিল তারা জানতো বাকশাল কি; তারা সংখ্যায় খুবই সমান্য ছিল; তারা অশিক্ষিত জনতার মাঝে প্রচার করেছিল যে, তারা জাতিকে 'এক নায়কতন্ত্র থেকে মুক্ত করে, বহুদলীয় গণতন্ত্র প্রতিস্ঠা করেছে।' জেনারেল জিয়া ও ৮/১০ জন জুনিয়র অফিসার নিশ্চয় শেখ সাহেব থেকে বেশী গণতন্ত্র জানার কথা নয়; আসলে জেনারেল জিয়া ও সেই ৮/১০ জন জুনিয়র অফিসার গণতন্ত্র থেকে 'মিলিটারীলিজম' বেশী জানার কথা; তা'হলে তারা কোথা থেকে হঠাৎ করে 'গণতন্ত্রের মানসপুত্র' সাজলেন? আসলে উনারা যা বলেছেন, তা উনাদের শিখায়েছিলেন সমাজতন্ত্র বিরোধীরা, এবং সব জুনিয়র অফিসার বিক্রয় হয়েছিল দু'পয়সায়, জিয়া বিক্রয় হয়েছিল ক্ষমতার মোহের কাছে।
শেখ সাহেব তৃতীয় বিশ্বের ক্যাপিটেলিজমের মাঝে রাজনীতি করেছিলেন, এবং সেটাই জানতেন; কিন্তু ৩ বছর বাংলাদেশ চালায়ে বুঝতে পেরেছিলেন যে, যারা উনাকে নেতা মেনে, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তাঁদের জন্য কিছু করতে হলে, এদেশে সমাজতন্ত্র দরকার; তিনি মার্শাল টিটো ও ফিদেল এর সাথে আলাপ করে সমাজতন্ত্রকেই সমাধান হিসেবে নেন। সমাজতন্ত্র প্রতিস্ঠার জন্য তিনি সবদলকে নিয়ে 'বাকশাল' গঠন করেন; এই বাকশালই সমাজতন্ত্রকে রূপ দেয়ার কথা ছিল।
কোল্ড-ওয়ারের সময় একটা নতুন দেশ সমাজতান্ত্রিক শিবিরে যাক সেটা পশ্চিম কোনভাবেই হতে দেবে না; শেখ সাহেব এ ব্যাপারটাকে সঠিকভাবে বুঝতে পারেননি। উনি ভুমি তৈরি না করেই বীজ লাগাতে গিয়েছিলেন, বীজ মাটির নীচে যায়নি।
পশ্চিম শেখ সাহেবকে সরায়ে দিতে মনস্হির করলো, মিলিটারীর শক্ত জেনারেলকে ক্ষমতার টোপে কব্জা করলো; আর দু'পয়সায় কিনে নিলো কয়েকজন ভিক্ষুক জুনিয়র অফিসারকে। শেখ সাহেবের ৩ বছরের অসফলতা উনার বিপক্ষে ছিল; সবচেয়ে বড় অস্ত্র হিসেবে পশ্চিম প্রচার চালালো যে, শেখ এক-নায়কতন্ত্র চালু করেছে; শেখ যেই পদ্ধতিতে জাতিকে শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে চেলো, সেই প্রচেস্টাকে তাঁর বিরু্দ্ধে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করলো; অশিক্ষিত দেশবাসী বুঝতে পারলো না: দেশবাসীকে উনি পলিটিক্যাল সায়েন্স শিখার সুযোগ না দেয়াতে তস্করেরা ভালো সুযোগ পেলো।
আজও কোটী কোটী ইডিয়ট বাকশাল সম্পর্কে কিছু না বুঝে, পশ্চিমের শেখানো বুলি তোতার মতো বকতে থাকে, বুঝতে পারে না কি বলছে!
২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩
পাঠক১৯৭১ বলেছেন: আমার পোস্ট সাধারণ পাতায় প্রকাশ হচ্ছে না; কেহ এখানে এসে গেলে পড়ে দেখবেন!
কেহ না পড়লেও অসুবিধা নেই, আমি আমার পোস্ট বারবার পড়ি!
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি খবর?
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮
পাঠক১৯৭১ বলেছেন: ভালো।
ব্লগের সময়টুকু বেঁচে যাচ্ছে; সেটুকুকে কাজে লাগাচ্ছি, কিছু মানুষকে সাহায্য করছি, এটাই ভালো।
আপনার তো ক্লাশ সুরু হচ্ছে শীঘ্রই, রেডী?
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোন মানুষকে, কিভাবে?
হ্যা, রেডি। ব্লগে আর দেখবেন না আগামীকাল থেকে।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
পাঠক১৯৭১ বলেছেন: আপনি লিখুন।
যে সব বাংগালীদের দেশের ডিগ্রি আছে, কিন্তু এখানে ট্যাক্সী চালাচ্ছে বা অডজব করছেন তাঁদের পড়াচ্ছি।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি পড়াচ্ছেন?
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
পাঠক১৯৭১ বলেছেন: Computing
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাকে আমি ঠিকই চিনেছিলাম, হা হা হা।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
পাঠক১৯৭১ বলেছেন: Sure, how?
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোথায় শিখান, আমি আসব।
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
পাঠক১৯৭১ বলেছেন: Sat, Sun from 10:00 AM to 13:00 PM.
Chittagong Somitee Office (forgot house #, probably 565 McDonald Ave)
Brooklyn.
Subway: Church Ave , F train.
(In Church Ave, evrybody knows the office of Chittagong Somitee).
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
পাঠক১৯৭১ বলেছেন: Probably, I will be banned; in that case, you can find me in Chittagong Somitee Offie, on Sat & Sundays.
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি যেদিন বলেছিলেন, দুইদিন ভলান্টিয়ারিং করেন, সেদিনই মনে হয়েছিল। আমার ইন্সটিংক্ট কিভাবে যেন এত ফাস্ট কাজ করে
আপনার কাছে আমার এক পরিচিতজন শিখেছে। ইউ আর গ্রেট!
আপনাকে ব্যান করবে না।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮
রাজীব বলেছেন: ভালো লিখেছেন।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
পাঠক১৯৭১ বলেছেন: @ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
Were you therre, you saw me?
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
পাঠক১৯৭১ বলেছেন: @রাজীব ,
Those who still have the dream of of the Sheikh, I feel like that I am one of those.
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, আমি যাই নি।
আপনি তো অনেক ফেমাস। সবাই আপনাকে চিনে।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা,
I am nobody.
In case, you show up, please let me know.
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪
লিখেছেন বলেছেন: computer এর কি course করান? Hi স্বর্ণা !
২০| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭
পাঠক১৯৭১ বলেছেন: @লিখেছেন ,
Sorry, having Font problem: using english.
Normally, I teach them JAVA, PERL programing, UNIX & SHELL, RDBMS Oracle-SQL, PL/SQL, Little bit of Networking; many found jobs.
২১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৪
পাঠক১৯৭১ বলেছেন: @লিখেছেন ,
What happened, why your blog is empty?
২২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭
লিখেছেন বলেছেন: আমার কবিতা লেখার প্রতিভা নিয়ে আমি সন্দিহান। তাই মুছে দিলাম । এখন অবশ্য একটু আফসোস হচ্ছে। মাছের মার পুত্র শক আর কি !
২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬
পাঠক১৯৭১ বলেছেন: @ লিখেছেন ,
Writing skill grows with time & thinking pattern; just start writting!
২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৯
মুনেম আহমেদ বলেছেন: নিজে ছিলাম না তবে পড়েছি শেখ সাহেব নাকি রক্ষীবাহিনী দিয়ে সমাজতন্ত্রী হাজার হাজার ছেলেকে খুন করেছেন?
মিল খুজে পাচ্ছি না তো
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪
পাঠক১৯৭১ বলেছেন: জাসদ গণবাহিনীর বেশ কিছু ছেলে রক্ষীবাহিনীর হাতে প্রাণ হারায়েছে; ওরা মোটামুটি সবাই ছাত্রলীগের ছিল: ছাত্রলীগের ছেলেরা তো সমাজতান্ত্রিক ছিল না; ওদের নেতা তো শেখ সাহেবই ছিলেন; তারা শেখ সাহেবের দল থেকে বের হয়ে অন্য পার্টি গঠন করেছিল(জাসদ) কিন্তু তারা ও ছাত্রলীগ কি একই নয়?
২৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮
মুনেম আহমেদ বলেছেন: জাসদ ছাত্রলীগ আমার জানামতে ওদের নেতা ছিলেন ইনু, মতিয়ারা
২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯
পাঠক১৯৭১ বলেছেন: আমি জানি না আপনারা এভাবে কেন ভাবছেন? ছাত্রলীগ ছিল শেখ সাহেবের ছাত্র সংগঠন; সেখানে ইনু, পিনু, রব, মনি, তোফায়েল সবাই ছিল।
২৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩
মামুন রশিদ বলেছেন: ভালো বিশ্লেষণ!
আপনার ব্যাপারে ভালো ধারণা পাচ্ছি, এটা ভাল খবর । কিন্তু মুশকিল হলো, আঙুলের ডগায় নিয়ন্ত্রণ কম । যে কোন পোস্টে ভেবেচিন্তে প্রাসঙ্গিক মন্তব্য করলে, আপনার ব্যাপারে অনেকেরই ভুল ধারণা পাল্টাবে । ইন ভার্চুয়াল লাইফ, ইয়োর কমেন্টস ডিফাইন ইয়ু!
২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩
পাঠক১৯৭১ বলেছেন: স্যরি, আমার কমেন্ট নিশ্চয় আমার ভাবনা ও ধারণার প্রতিফলন: আমি অতটুকুই ভাবতে পারি।
আমি যখন পড়ি, আমার ধারণার সাথে লেখাটি একটা লেভেলে পড়ে, কমেন্টে তাই প্রতিফলিত হয়।
২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৫
মুনেম আহমেদ বলেছেন: মোটামুটি নিচের ধারনাটা ছিল আমার। সরদার আমিন স্যারও একই কথা বললেন নিশ্চিত হলামঃ
"শেখ মুজিব সমাজতন্ত্রী ছিল না। সেজন্য যুদ্ধের মধ্যে সমাজতন্ত্রের সামাজিক চাহিদাকে কৌশলে আটকে দিলে জাসদ জন্ম নেয়। জাসদ তখন আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রুত জনপ্রিয়তা পেতে তার দুর্নীতি ও অপ-শাসনের বিরুদ্ধে দাঁড়ায় এবং পাকি সরকারের মৌলবাদী অস্ত্রগুলোও কাজে লাগায়। যেমন ভারত বিরোধীতাকে কাজে লাগায়। তাতে আমেরিকা তলে তলে জাসদকে সহায়তা দেয় আগে মুজিব সরকারের পতন করতে। তাতে জাসদে রাজাকাররাও অনেকে ঢুকে পড়ে। হয়ে পড়ে চরম হটকারী একটি দল। মুজিব যখন দেখলো কোনভাবে দেশকে সামাল দেয়া যাচ্ছে না তখন সোভিয়েত পরামর্শে নিজের চিরায়ত মতের বিরুদ্ধে হলেও সমাজতান্ত্রিক পদক্ষেপ হিসেবে একদলীয় ব্যবস্থায় যেতে বাকশালের দিকে যায়। তাতে সমাজতন্ত্রের দিকেই দেশ যেত। কিন্তু তার দল তখন বড়লোকদের জায়গা। দল এক বিশাল ব্যক্তিত্বের সামনে কিছু বলতে না পারলেও অনেকে এটা পছন্দ করেনি। আর এরকম একটি দল দিয়ে শেখ মুজিব সমাজতন্ত্র করতেও পারতো না। সুতরাং পরিণতিতে তার মৃত্যু। দল যেহেতু ব্যবস্থাটি মেনে নেয়নি, সেজন্য কেউ সে হত্যাকান্ডর তাৎক্ষণিক প্রতিবাদও করেনি। আওয়ামী লীগই হয়ে গেছিল সেই সরকারের শত্রু, তার নেতা মোস্তাক"
-সরদার আমিন
২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬
পাঠক১৯৭১ বলেছেন: কিছু সঠিক, কিছু বেঠিক:
শেখ সাহেব 'সমাজতন্ত্রী ছিলেন না, তা সঠিক।
যুদ্ধের মাঝে ছাত্রলীগকে ইন্দিরা গান্ধী 'বিএলএফ ' নাম দিয়ে 'সমাজতন্ত্রর বিপক্ষে যুদ্ধ ' করার জন্য তৈরি করে।
পরে তাদের একাংশ 'জাসদ' হয়ে কি এক আজগুবি সমাজতন্ত্রের কথা বলে।
শেখ সাহেব রাশিয়ার কথায় সমাজতন্ত্র করতে গেলে, উনাকে কেহ আর হত্যা করতে পারতো না, রাশিয়া উনাকে রক্ষা করতো: উনি নিজ চেস্টায় নিজের মত করে সমাজতন্ত্র করতে যাওয়াতে উনাকে হত্যা করতে পেরেছে।
আওয়ামী লীগ সমাজতন্ত্র না চাওয়াতে জিয়া শেখ সাহেবকে হত্যা করতে ভয় পায়নি। বাকশাল একদলীয় ছিল না: উহা ছিল সর্বদলীয়।
২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেমন আছেন?
৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপনার খবর কী। পড়াশুনার অবস্থা কী। আপনার কোন ইমেইল এড্রেস নেই???
৩১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
Doing OK, hanging there!
How is school, feeling good to go back?
৩২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@পাঠক১৯৭১,
No
How are you today?
৩৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮
পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
I am alright.
School should be fun, you have to go along!
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯
পাঠক১৯৭১ বলেছেন: রিকসা ড্রাইবার থেকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সবাই 'বাকশাল' বিরোধী; কিন্তু কিভাবে তারা 'বাকশাল'কে এনালাইসিস করে, শুনলে অবাক হবেন, ওরা সবাই আসলে পলিটিক্যাল সায়েন্সে গর্দভ!