![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৫ শে মার্চ রাতে পাকি বাহিনী বাংগালীদের উপর আক্রমন চালিয়ে, জাতি গঠনের সুযোগ করে দিয়েছিল: সাড়্ব ৭ কোটীর মাঝে, আনুমানিক ৬ কোটী এক নতুন জাতি গঠনের কাজে লেগে যায়; ১৬ ডিসেম্বর সেই জাতি গঠনের ১ম পর্ব পুর্নতা পেয়েছিল। ১৬ই ডিসেম্বরের প্রাপ্তিকে ২য় স্তরে নেয়ার দায়িত্ব নিয়ে ছিলেন তাজুদ্দিন আহমেদ, উনি সেদিন দেশে ফিরেননি: ফিরেছেন ২২ শে ডিসেম্বর। টুকরা টুকরা লোহা জোড়া লাগে না, উহাকে জোড়া দিতে হলে ১৬০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিয়ে তা করতে হয়: ১৬ই ডিসেম্বরে তাপমাত্রা ১৬০০ ডিগ্রি সেন্টগ্রেড ছিল। তাজুদ্দিন সাহেব ২২ শে ডিসেম্বর আসলেন, এসে যা করলেন, তা জাতি গঠন হয়নি, হয়েছিল সরকার গঠন।
পরবর্তী সুযোগ এসেছি ১০ই জানুয়ারী, যেদিন শেখ সাহেব ফিরলেন; কিন্ত তিনিও জাতি গঠন না করে করলেন আরেক সরকার গঠন। আমাদের মহা বিপ্বব হারিয়ে গেলো: আমরা আগের যায়গায় ফিরে এলাম: মাঝখানে এত প্রাণ দান শুধু একটা কস্টের ইতিহাসে পরিণত হয়েছে।
লোহা আজও ১৭ কোটী টুকরা হয়ে পাশাপাশি আছে, রোদে গরম হয়, শীতে ঠান্ডা হয়, জোড়া লাগানো সম্ভব হবে না; আবারও ১৬০০ ডিগ্রি তাপের দরকার হবে।
এখন স্বাধীনতার দরকার নেই, এখন কেহ আর আক্রমণ করবে না; সুতরাং '৭১ আর আসবে না; এখন সামান্য তাপ দিচ্ছে অর্থনীতি, এ তাপে সবাই জ্বলছে না: অনেকে এই তাপে আরাম বোধ করছে; তাই এক হওয়ার সম্ভাবনা কম। কিন্ত এ ধরনের পরিস্হিতি থেকে লি কুয়ান, মাহাথির বা লুলা তাঁদের জাতিকে নতুন স্তরে নিতে সক্ষম হয়েছিলেন; এঁরা অর্থনীতির যাদুকর, এঁদের অনুসরণ করে আমরা আমাদের জাতিকে নতুন করে গঠন করতে পারবো।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: পোস্টের কথা ভালো লেগেছে। একটা কথা আংকেল এদেশে জাতি গঠন হয়নি স্বাধীনতা বিরোধী চক্রের জন্য। আর আজ ও দেশ পিছিয়ে আছে সেই চক্রটির স্লো পয়জনিং এর কারণে। বারবার বাধা গ্রস্ত হচ্ছে।
একজন অর্থনীতির জাদুগর কেন হাজারজন বৃথা যাবে যদিনা এই চক্রকে দেশ থেকে বিতারিত করা না হয়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৩
পাঠক১৯৭১ বলেছেন: আপনার কথানুসারে 'স্বাধীনতা বিরোধী চক্র' তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেব থেকে শক্তিশালী।
কিন্তু ওরা নিশ্চয় মুক্তিযোদ্ধাদের চেয়ে শক্তিশালী ছিল না: ওরা মুক্তিযোদ্ধাদের চেয়ে শক্তিশালী হলে, আমরা জয়ী হতে পারতাম না।
তা;হলে দুর্বল তাজুদ্দিন সাহেব ও দুর্বলশেখ সাহেব ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৫ সালে মুক্তিযোদ্ধাদের সাহায্য নিলে সমস্যার সমাধান হতো; এবং সেটাই আসল পথ ছিলো, উনারা ভুল করে আজকের অবস্হার সৃস্টি করেচ গেছেন: উনারা মুক্তিযোদ্ধাদের ঠেলে সরায়ে দিয়ে সমুহ বিপদ ডেকে এনেছেন।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮
পাঠক১৯৭১ বলেছেন: ৬ দফা ও বাকশাল শেখ সাহেবের ভাবনা: শেখ সাহেব দফা কার্যকরী করতে চেয়েছিলেন পাকিস্তানের ক্ষমতায় গিয়ে; ৬ দফা পাকিস্তানকে ভেংগে দিয়েছিল; তিনি বাকশাল তত্ব কার্যকরী করতে চেয়েছিলেন বাংলাদেশে, এ তত্বের বিরোধীদের হাতে তিনি প্রাণ হারান। কি ছিল ৬ দফায় ও বাকশাল তত্বে?
যুদ্ধের মাঝে মুক্তিযোদ্ধারা শেখ সাহেবের ৬ দফাকে কেন্দ্র করে আরেকটা স্বপ্নে জড়িয়ে পড়েন, সেটা ছিল সোনার বাংলা। এ ভাবনাটা '৭১ এর জেনারেশনের মুখে মুঝে ছিল মুখে ছিল যুদ্ধের ৯ মাস। যুদ্ধের সময় মানুষ বুঝেছিলেন যে, পাকিস্তান থাকছে না; সুতরাং দফার দরকার নেই নে;কিন্তু ৬ দফায় বাংগালীদের যে অধিকারের বলা হয়েছে, তা এক শক্তিশালী ও াতির
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুণ কিছু কথা বলেছেন। এখন তো রাজনীতি নয় ব্যবসা চলছে । সাবাধীনতার চেতনার নাম ভাঙিয়ে সিংহাসন লাভ আর থলে ভর্তি কর্মসূচী ।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯
পাঠক১৯৭১ বলেছেন:
@ সেলিম আনোয়ার,
বাংগালীরা নতুন ব্যবসায়ী, তারা যা পায় তাহাই বিক্রয় করে ফেলে: এমন কি রাজনীতিও; ওদের সরানো আমাদের দায়িত্ব
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১
পাঠক১৯৭১ বলেছেন: ৭১ সালের মত সুযোগ আর আসবে না; তবে, অরথনৈতিক দ্বন্দ্ব নতুন করে জাতি গঠনের ডাক দিচ্ছে: আমাদেরকে আবার সংগঠিত হতে হবে।