নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে বাংগালী শ্রমিকদের অকাল মৃত্যু

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১

প্রবাসে বছরে গড়ে সারে ৩ হাজার যুবা বয়সের বাংগালী শ্রমিকের মৃত্যু হচ্ছে মোটামুটি হার্ট এ্যাটাক, স্ট্রোক, কর্মক্ষেত্রে একসিডেন্ট ও হত্যাকান্ডের শিকার হয়ে; এটা জাতির জন্য খুবই খারাপ খবর।



বাংগালী শ্রমিকেরা দেশে কাজ করলে, তারা নিজেরা স্বাভাবিক জীবন যাপন করতে পারতেন ও জাতি অর্থনৈতিকভাবে উপকৃত হতো। কিন্তু তাজুদ্দিন সাহেব, মুহিত, কিবরিয়া ও সাইফুলদের সেই মগজ কখনো ছিল না: এরা চাকুরী সৃস্টি করার মতো অর্থনীতি বুঝতো না।



জেনেটিক্যালী বাংগালীরা পরিবারমুখী; পরিবার থেকে বিচ্ছিন্ন হলে বাংগালীরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে; আরবদেশের জলবায়ু, সংস্কৃতি বাংগালী শ্রমিকদের কাজের জন্য বেশ প্রতিকুল; আবার আরবের কর্মস্হল , থাকা খাওয়ার পরিবেশ শ্রমিকদের জন্য স্বাস্হ্যকর নয়। আরবেরা বর্বর ও মালিক হিসেবে অত্যাচারী: এই ধরণের কাজের পরিবেশে বাংগালীরা সহজেই হার্ট এ্যাটাক ও স্ট্রোকের শিকার হয়।



টাকা বাঁচানোর জন্য আরবদেশে বাংগালী শ্রমিকেরা গাদাগাদী করে অস্বাস্হ্যকরভাবে থাকে ও খায়: যার ফলে, সহজেই রোগাক্রান্ত হয়; চিকিৎসা করার টাকা কখনো যথেস্ট নয়; তারা কম ঘুমায়ে, বেশী তাপে কাজ করে।



বাংলাদেশে একই কাজ পেতে হলে যে পরিমাণ ঘুষ দিতে হয়, তা আরব যাওয়ার ২/৩ গুণ: আপনারা রেলওয়েতে সুরনজিত সেনের ঘটনা থেকে বুঝতে পেরেছেন।



বিদেশে লোক পাঠায়ে বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষ কোটীপতি হয়েছে; শ্রমিকদের ৩০% ভাগ সর্বস্ব হারিয়ে নি:স্ব হয়।



এখনো ১০ বছরের প্ল্যানে, বাংলাদেশে সব শ্রমিকের জন্য চাকুরী সৃস্টি সম্ভব: দরকার যাদের হাতে সরকারী কর্পোরেশন ও ক্যাপিটেল আটকা পড়েছে, তা মুক্ত করা ও দরকারী পদক্ষেপ নেয়া। খালেদা বেগমের সরকার চাকুরী বলতে আরব দেশের চাকুরী বুঝতো। শেখ হাসিনা গতবার বলেছিল যে, প্রতি ঘরে ১ জনের চাকুরী দেবে: উনার যে মাথা, আর যে রকম বকবক করে, সেখানে এ ধরণের কোন ভাবনা অনেকক্ষণ থাকার কথা নয়।



যাক, আমার ধারণা, প্রবাসে ও দেশে কিছু বাংগালী এসব নিয়ে ভাবছেন, তাঁরা যদি পদক্ষেপ নেন, আমাদের মানুষ আমাদের দেশে কাজ করে স্বাভাবিক পারিবারিক জীবন যাপন করতে পারবেন ও জাতির জন্য অবদান রাখতে পারবেন।





মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

পাঠক১৯৭১ বলেছেন: আমাকে 'ওয়াচ' থেকে বের হওয়ার জন্য হয়তো ফুল বাগানে পরীর মেলা, মেক্সিকোর ভুতের গল্প, নায়িকাদের সাজগোজ নিয়ে লেখা শুরু করতে হবে!

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পাঠক১৯৭১ বলেছেন: আমাকে 'ওয়াচ' থেকে বের হওয়ার জন্য হয়তো ফুল বাগানে পরীর মেলা, মেক্সিকোর ভুতের গল্প, নায়িকাদের সাজগোজ নিয়ে লেখা শুরু করতে হবে!

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

পাঠক১৯৭১ বলেছেন: @ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা,


ফিলোসফী ও লজিক কেমন লাগছে?




ব্লগে দেখছি, পরী, ভুত, নায়িকাদের গল্প লিখে সবাই 'ওয়াচ' এড়িয়ে যাচ্ছে।

আমিও শুরু করবো হয়তো, মড়ুরা হয়তো আনন্দ পাবে!

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুধু কি আর ফিলোসফি আর লজিক :( আরো কত কিছু আছে :(

তাড়াতাড়ি শুরু করেন, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু রিডিং দেম :#)

পরিবার থেকে বিচ্ছিন্ন হলে বাংগালীরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে :(

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০২

পাঠক১৯৭১ বলেছেন: You really like fairy tales? I can write right now!
Hope, the admin people have some exctra time to read them!

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যা, অনেক ভাল লাগে।

মডুরাও পড়বে, নির্বাচিতও করে দিতে পারে =p~ =p~ =p~ :#>

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: আমি নিজেও মধ্যপ্রাচ্যে আছি প্রায় ২২ বছর ধরে।। মালিকের অত্যাচার বাদ দিলেও আমাদের খাবার-দাবারের অতিরিক্ততা এবং হাইওয়েতে চলার নিয়মই এইসব অকাল মৃত্যুর জন্য দায়ী।। বেশীরভাগ লোকেরই বাছ-বিচার নেই।। সামনে যা আসে কন্ঠনালী পর্যন্ত না ভরা পর্যন্ত উঠি না। হৃদরোগের মূল কারন এটাই। বিশেষ করে মাংস জাতীয় বা বিরিয়ানী পেলেতো কথাই নেই।(এখানে হোটেলে বেশীর ভাগ বিরিয়ানী রান্না হয় পাম ওয়েল দিয়ে,আর বাসায় রান্না করা হয় বাটার(ঘি নয়)দিয়ে। আর দূর্ঘটনা কিছু ক্ষেত্রে চালকের দোষে(কারন মধ্যরাত পর্যন্ত তাস খেলা বা চোলাই মদ খেয়ে অল্প ঘুম, বা হাইওয়েতে দৌড়ে রাস্তা পার হতে যেয়ে।যেখানে ১২০ থেকে ২০০ কিমো স্পীডে গাড়ী চলে। বাকি কারনগুলিতে মৃত্যুর পরিমান এতো বেশী নয়। তবুও আপনাকে ধন্যবাদ এ বিষয়ে লেখার জন্য।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৩

পাঠক১৯৭১ বলেছেন: @সচেতনহ্যাপী ,



মানুষের মৃত্যু হয় বিবিধ কারণে; কিন্তু প্রবাসে গিয়ে যদি কস্টের জীবন যাপন করতে হয়, তা সঠিক নয়; অনেকে পরিবার থেকে দুরে থাকাতে তাল মিলাতে পারে না; দেশে স্ত্রী ও পরিবারকে রেখে গিয়ে অনেকে মানসিক যন্ত্রনায় থাকে।

বিদেশীরা আমাদের মানুষ খাটায়ে লাভবান হচ্ছে, আমাদের নিজ জাতি নিজের মানুষকে কাজে লাগাতে পারছে না।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

পথহারা নাবিক বলেছেন: তরল তুই কি সুশীল হইছছ নাকি!! তোরে এইগুলা নিয়া চিন্তা করা লাগবে না তুই তোর মা হাচিনা আর সৎ বাপের মেয়ে খালেদারে নিয়া লেখা ঝুকা কর!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: আপনি পোস্ট লিখেছেন, 'সংসদ ভবনে কে পায়খানা ' করেছে সেটা নিয়ে; ওটা আপনার এলাকা।

আমি জাতির অর্থনৈতিক, ফাইন্যানসিয়াল, পলিটিক্যাল ও স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সামাজিক সমস্যা নিয়ে ভাবছি ও সমাধানের কথা বলছি; আপনার তো এ এলাকায় আনাগোনা থাকার কথা নয়: আপনি হলেন 'পথহারা নাবিক', মগজহারা ব্লগার!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

পাঠক১৯৭১ বলেছেন: ওহ, আমাকে কমেন্ট করতে ব্লক করেছেন কেন, বানর হয়ে থাকবেন আজীবন?

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮

পথহারা নাবিক বলেছেন: তরল তুই একটা ভারতীয় দালাল!! =p~ =p~ !:#P !:#P !:#P

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮

পথহারা নাবিক বলেছেন: Buried in the sky

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১১

পাঠক১৯৭১ বলেছেন: @ পথহারা নাবিক ,





কতদিন বেকুবের জীবন যাপন করবেন? ভারত আমাদের জন্য সবই: বাজার, প্রতিবেশী, সাপোর্টার; আমি নতুন জেনারেশনকে নিয়ে ভারতের বাজার দখল করতে চাই; ওদের মাথপিছু আয় ৩৬০০ ডলার, আমাদের ১০০০। এই তথ্য আপনাকে কিছু বলে? এ সব তথ্য বানরের জন্য নয়।

আরেকটা তথ্য: ৮০ লাখ বাংগালী বছরে বিদেশ থেকে ১৩ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায়, ২১ লাখ ভারতীয় আইটি প্রফেশানেল বছরের ভারতের জন্য ৬০ বিলিয়ন ডলার বিদেশী মুদ্রা আনে, এটা মাথায় ঢুকবে?

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২২

মুনেম আহমেদ বলেছেন: পাঠক১৯৭১বলেছেন: আমাকে 'ওয়াচ' থেকে বের হওয়ার জন্য হয়তো ফুল বাগানে পরীর মেলা, মেক্সিকোর ভুতের গল্প, নায়িকাদের সাজগোজ নিয়ে লেখা শুরু করতে হবে!

আপনি ঠিক ধরেছেন সামু লুতুপুতু পোষ্টই বেশী পছন্দ করে লিখা শুরু করে দিন ওয়াচ থেকে মুক্তি পেয়ে যাবেন ;)

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২২

মুনেম আহমেদ বলেছেন: গত তিন কি চারমাস আগে আমার এক ভাই ও তার বন্ধু দঃ আফ্রিকায় খুন হয়েছে। তাদের দোকান ছিল ওখানে দোকানে কিছু আফ্রিকান লুটপাট করে তারপর এরা মামলা দিলে খুন করে পেলে। :(

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৪

পাঠক১৯৭১ বলেছেন: @ মুনেম আহমেদ ,



I was following all those lootings and killings of the foreign small shop keepers; I knew that there must be affected Bangalee too.

We have enough wealth & possibilities to keep our people inside Bangladesh; the idiots like Saifur Rahman, G Kibria Or Muhith did not had brain to employ our people inside our country.

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৫

পাঠক১৯৭১ বলেছেন: @মুনেম আহমেদ ,




Samu admins like to see endless dumb talks.

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: @পাঠক ১৯৭১। প্রবাস মানেই দেশে কিছু করতে না পারা আর প্রাচুর্যের হাতছানি। কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এই তত্ব মেনে নিলে যে দুঃখ-কষ্ট আর নিঃসঙ্গতার কথা লিখেছেন তা অবশ্যই মেনে নিতে হবে। আর এজন্য দায়ী আমরাই। প্রমান আজ যদি আমি বলি আমার কাছে মাজরা মানে জমি চাষাবাদের ভিসা আছে ২লক্ষ টাকা লাগবে,বিশ্বাস করুন আমার বাসায় লাইন লেগে যাবে।কারা কিনবে? যাদের আত্মীয়-স্বজন,পরিচিত আছে তারাই কিনবে। (শুধু মধ্যপ্রাচ্য না উন্নত যে কোন দেশে যাবার একই পদ্ধতি) আপনি মধ্যপ্রাচ্যের যে কোন প্রবাসীকে জিজ্ঞাসা করলে আমার কথার সত্যতা খুজে পাবেন।
আর জনগোষ্টিকে জনশক্তিতে পরিনত করার মত ম্যাচুরড হতে পারছি না শীর্ষ থেকে মূল পর্যন্ত দুর্নীতির কারনে।( আমি কিন্তু তর্কে যাচ্ছি না,শুধু ভুলটা ধরিয়ে দেবার চেষ্টা করছি)।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৩

পাঠক১৯৭১ বলেছেন: একজন অভাবী অশিক্ষিত শ্রমিক জানে না যে, সে কোথায় যাচ্ছে; নাগরিকের জীবনের সিকিউরিটি সরকারের হাতে; সরকার ভাকুরী সৃস্টি না করে এসব দরিদ্র মানুষকে ক্রীতডাসে হইয়ার সুযোগ করে দিয়েছে।

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৮

পারাবত বলেছেন: ২০১৪ সালে এই পর্যন্ত সৌদি আরবের রিয়াদ ও পূর্বাঞ্চলে মোট ১৬৬ জন বাংগালির মারা গিয়েছে। জেদ্দা ও পশ্চিম এলাকায় মারা যাওয়া বাংগালির সংখা ১০০ ছাড়িয়ে গেছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৩

পাঠক১৯৭১ বলেছেন: অস্বাভাবিক জীবন মানুষের অকাল মৃতয়ুর কারণ।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৬

সচেতনহ্যাপী বলেছেন: @পারাবত কারনটা খুজে দেখেছেন এই মৃত্যুর।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৫

পাঠক১৯৭১ বলেছেন: পারাবত হয়তো জানে; কিন্তু আমি জানি আরবে বাংগালী শ্রমিকেরা অস্বাভাবিক জীবন যাপন করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.