নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

মওদুদীর দাংগা, জল্লাদ মওদুদীর ফাঁসী ও বই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫২

মওদুদীর বই, মওদুদীর দাংগা, মওদুদীর ফাঁসী



আমাদের বইমেলায় যেসব বই বিক্রয় হয়, তার ৯০% গার্বেজ; আমাদের পাঠকদের বিরাট অংশ টিউটরের কাছে পড়ে ১০ ও ১২ ক্লাশ পাশ করে; তারা কি বই পড়ে? এরা কি বই-মেলার বই কিনে টিউটরের কাছে নিয়ে যায়? যেসব বই এসব পাঠকেরা পছন্দ করে, সেসব বই অবশ্যই সহজ হতে হবে: সহজ বই মানে গার্বেজ।



১৯৫৩ সালের ১১ই মে লাহোরের এক কোর্ট মওডুদীকে ফাঁসী দেয়: অপরাধ, আহমেদিয়াদের হত্যা: নারী, পুরুষ, বৃদ্ধ যাকে পেয়েছে কচুকাটা করেছে জামাত। আহমেদিয়াদের অপরাধ, ওরা মওদুদীর মত মুসলামান নয়।



এই মওদুদী নাকি বই লিখেছে, বিষয়বস্তু কি? হাউকাউ! বাংগালী ও পাকিরা মওদুদীর বই পড়ে, গার্বেজ পড়ার মানুষের অভাব নেই: গার্বেজ পাঠক গার্বেজই পছন্দ করে।



আমি মওদুদীর বই পড়িনি, মওদুদীর বই না পড়ে ওকে বুঝা সম্ভব; ওকে, জল্লাদ হিসেবে আমার মনে আছে, ওর বক্তৃতা শুনেছি, নিয়মিত দুস্ট লোক। আমি শেরে বাংলার বই পড়িনি, মওলানা ভাসানীর বই পড়িনি, শেখ সাহেবের বই পড়িনি; শেরে বাংলা সম্পর্কে মওলানা ভাসানি থেকে শুনেছি; মওলানা ও শেখ সাহেবের বক্তৃতা শুনেছি: উনাদের বই পড়া আমার দরকার নেই।



মওদুদীর বই পড়ে জামাত ১৯৭১ সালে জল্লাদে পরিণত হয়েছিল।



মওদুদী ধর্মের উপর বই লিখেছে, ধর্মের উপর লেখা বইয়ের কুফল ছাড়া কোন সুফল থাকতে পারে না: এসব বই লাখে লাখে বের হয়, ও মানুষ ফ্রি পায় বা কম দামে কিনে ও ফেলে দেয়। মওদুদীর বই হয়তো জল্লদদের জন্য লেখা।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সহজ বই মানেই গার্বেজ কথাটা ঠিক না।

আমিও এদের কারো বই পড়িনাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১১

পাঠক১৯৭১ বলেছেন: সহজ বাল্য-শিক্ষা।

সহজ স্বামী স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য।

কঠিন: মেঘনাধ কাব্য

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১২

পাঠক১৯৭১ বলেছেন: সহজ বাল্য-শিক্ষা।

সহজ স্বামী স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য।

কঠিন: মেঘনাধ কাব্য

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৫

সাঈফ শেরিফ বলেছেন: ছোট একটা প্রশ্ন, উত্তরটা দয়া করে হ্যা অথবা না এর মাঝে সীমাবদ্ধ রাখবেন। আল্লাহ খোদার দোহাই দিবেন না।

আহমেদিয়াদেরকে কি আপনি মুসলিম মনে করেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৯

পাঠক১৯৭১ বলেছেন: হ্যাঁ

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা =p~ =p~ =p~ =p~

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

পাঠক১৯৭১ বলেছেন: আমি হিটলারের বই, "মাইন ক্যাম্প" পড়িনি; আমি হিটলারকে বুঝেছি; মানসিক রোগে আক্রান্ত কু-সৃজনশীল মানুষ: তার বই গার্বেজ।

মোদুদীর বইগুলো জামাতকে '৭১ সালে জল্লাদে পরিণত করেছিল।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লেখক বলেছেন: আমি হিটলারের বই, "মাইন ক্যাম্প" পড়িনি; আমি হিটলারকে বুঝেছি; মানসিক রোগে আক্রান্ত কু-সৃজনশীল মানুষ: তার বই গার্বেজ। =p~ =p~ =p~


মানুষ এত বই পড়ার টাইম পায় কোথায়? আমি তো টেক্সট বুকস পড়তে পড়তে শেষ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

পাঠক১৯৭১ বলেছেন: বেশীর ভাগ মানুষ প্রয়োজনীয় বই পড়ে না, পড়ে গার্বেজ; হুমায়ুন আহমেদের ২০ বই পড়তে যে সময় লাগবে , বারট্রান্ড রাসেলের ১ টা বই ১ বার পড়তে সেই সময় লাগবে।

বাংগালীরা কঠিন বই বুঝতে পারে না, তার পেছনে সময় দেয় না; মওদুদীর মত জল্লাদের গার্বেজ বই আপনি দিনে ৫টা শেষ করতে পারবেন; ওখানে বালছাল ছাড়া কিছুই লেখা নেই।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

পাঠক১৯৭১ বলেছেন: এ সমস্যাগুলোর সমাধান খুঁজুন

১) জলবায়ু পরিবর্তনের ফলে, বিশ্বের অর্থনীতি বদলাবে: বিশেষকরে জ্বালানী পয়সা দিয়েও সহজে পাওয়া যাবে না। আমাদের গ্যাস ২০/৩০ বছরের মাঝে তোলার মত পরিমাণ থাকবে না।

২) এখন বিশ্ব জনসংখ্যা ৭ বিলিয়ন, সম্পদ মাথাপিছু কমে আসছে: ১ জনের আয়ে পুরো পরিবার চলতে পারবে না; তাই সবাইকে কাজ করতে হবে, প্রত্যেককে নিজ পায়ে দাঁড়াতে হবে: সেজন্য সবাইকে শিক্ষিত করে তুলতে হবে।

৩) যারা চলে বলে, প্রয়োজনের বেশী সম্পদ দখল করছে, তাদের থামাতে হবে: সেটার জন্য দরকার সুসম বন্টন।

৪) মানুষের ৪ মৌলিক অধিকার বিশ্চিত করার জন্য শিক্ষিত ও সৃজনশীলদের সরকারে নিয়ে আসতে হবে। যারা অতীতে কৌশলে ক্ষমতা দখল করেছে, তাদের সরাতে হবে।

৫) দেশের সব পরিবারকে 'কো-অপারেটিভ' কর্পোরেশনে আনতে হবে; সরকারের সব ব্যবসায় 'কো-অপারেটিভ' অংশ গ্রহন করবে; সাধারণ কোন কর্পোরেশন সরকারী কাজ পাবে না: যেমন রাস্তা তৈরি, টেলিফোন, রেল, পোর্ট সব ব্যবসায় কো-অপারেটিভ অংশ গ্রহন করবে।

৬। শিক্ষা পুরোপুরি কো-অপারেটিভের অধীনে থাকবে।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮

সেতু আশরাফুল হক বলেছেন: মৌদুদী! ওয়াক-থু.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.