নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার বাড়ছে, পাঠক কমছে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

ব্লগারদের 'প্রোফাইলের বাণী' পড়লে মনে হবে বিশ্বর সব পন্ডিত ব্যক্তিগণ বাংলা ব্লগে চলে এসেছেন: সবই অমর বাণী; এরপর এদের পোস্ট দেখেন ও কমেন্ট দেখেন, সেই অমর বাণীর সাথে কোন মিল নেই।



ল্যাপটপের মালিকদের মাঝে ৯০% ভাগই তরুন: ছাত্র, নতুন প্রফেশানেল, বেকার; এরাই মুল ব্লগার: কিন্তু এরা অস্হির, এরা খুবই আগ্রহ নিয়ে ব্লগে আসে, লিখতে চায়; প্রথম দিন লিখবেন, "এটা আমার প্রথম পোস্ট, দোয়া করবেন, সহযোগীতা করবেন, ভুলত্রুটি ক্ষমা করবেন।" তারপর আর নেই, ৯০% ভাগই কোথায় চলে যায়! এরা 'ফেসবুকে' পড়ে থাকে, আড্ডা মারে, ব্লগে আড্ডা দেয়া কঠিন।



ব্লগে লম্বা লেখা কেহ পড়ে না, যতই ইন্টারেস্টিং লেখা হোক না কেন; আবার ব্লগে ৫ লাইনে কিছু লেখা সম্ভব নয়; ৫ লাইনে একটা স্টেইটমেন্ট দেয়া যায়, কিন্তু বিষয়বস্তু সম্পর্কে বা কোনকিছুর উপর ভাবনা, আইডিয়া তুলে ধরা যায় না; তাই ২০/২৫ লাইন বা তার চেয়ে বেশী লেখার দরকার পড়ে। কিন্তু আমাদের অনেক ছাত্র আজকাল সঠিকভাবে ২০/৩০ লাইন সহজে লিখতে পারে না।



লেখার অবস্হা ভালো না; পাঠকের অবস্হা আরো খারাপ, কমেন্ট দেখে বুঝা যায় যে, অনেকেই না পড়ে কমেন্ট করেছন। অনেকে পোস্টে ক্লিক করলেও কমেন্ট করেননা; মনে হয়, পড়েন না; অথবা পড়লেও বুঝেন না, বোধ হয়!



আসল ব্লগিং জমতে আরো ১০/১২ বছর সময় লাগবে মনে হচ্ছে: নতুন প্রফেশানেলরা ভাবতে শিখলে, কিছু বলা শিখলে, নতুন লেখা আসবে,; তখন তাঁরা নিজেরাও জানার জন্য পড়তে চাইবেন: তখন পাঠকও সৃস্টি হবে!







মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

পাঠক১৯৭১ বলেছেন: ১ লাইনের স্টেইটমেন্ট, ২ লাইনের খবর, ৩ লাইনের প্রতিবাদ মানুষকে আকর্ষন করে না।

ধর্ম প্রচার, ধর্ম নিয়ে তর্ক ব্লগের বিষয় নয়; রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, টেকনোলোজী মানুষকে আকর্ষন করতে পারে।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:P

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

পাঠক১৯৭১ বলেছেন: I never tried to understand those 'imos'!

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
'Emos' ;) B-)) :P B-) :#) :-<

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

একজন ঘূণপোকা বলেছেন:

পুরো লেখার সাথেই সহমত খালি শেষ প্যারা বাদে। আমার মনে হয় বাংলা কমিনিউটি ব্লগের বিশেষ করে সামু এখন বৃদ্ধকাল চলছে কয়দিন পর মারা যাবে কিংবা খুড়িয়ে খুড়িয়ে চলবে।

সামুর এই অধঃপতনের মুলে রয়েছে ব্লগ কতৃপক্ষের কিছু ভুল। মডারেশনের নামে স্বেছাচারিতা, বেশির ভাগ ব্লগারের মতের বিরুদ্ধে গিয়ে আউল ফাউল ব্লগারদের তোষন, যারা ব্লগকে সত্যিকারের ভালবাসত তাদের সাথে বিমাতা সুলভ আচরন এইগুলোই সামু জন্য কাল হয়েছে।

সামুর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে সবাই ঝুকছে ফেইসবুকে। ফেইসবুকের নতুন কিছু পরিবর্তন যেমন আগের ১৬০ ওয়ার্ডের পরিবর্তে অনেক বড় স্ট্যাটাস দেয়ার সুযোগ, ফলোয়ার সিস্টেম তাদের আকৃস্ট করেছে।

আরেকটা ব্যাপারও আছে অসংখ্য নতুন কমিনিউটি ব্লগ আর ব্যক্তিগত ব্লগের সৃস্টি। আজকে সামু থেকে বিতাড়িত কেউ (যেকোন ভাবে) একটা নতুন ব্লগ খুলে বসে আছে।

আপনার সুন্দর লেখার জন্য ধন্যবাদ। শুভকামনা ।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪০

পাঠক১৯৭১ বলেছেন: @একজন ঘূণপোকা ,




সামু সম্পর্কে আপনার পর্যবেক্ষণ সঠিক।
তবে, প্রায় ব্লগের অবস্হা একই রকম।

ব্যক্তিগতভাবে অনেক ব্লগ খোলা হলেও, ব্লগারেরা চলন্ত ব্লগে আসতে চায়; শিক্ষিত পাঠকই ভালো ব্লগার।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা,




Will try to learn them!

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

খেয়া ঘাট বলেছেন: ব্লগার বেড়েছে, পাঠক কমেছে- ১০০% সঠিক।
স্টিকি পোস্ট দেখলেই তা বুঝা যায়।
প্রথমদিকে যে সব পোস্ট স্টিকি হতো সপ্তাহের মাথায়ই ২০ /৩০ হাজার ছাড়িয়ে যেতো।এখন মাসের পর মাস স্টিকি করে রাখলেও তেমন পাঠক পাওয়া যায়না।
আগে সাধারণ পোস্টগুলোও মিনিমাম হাজারখানেক হিট হতো । এখন খুব ভালো পোস্টেও তা হয়না।
অনেক ব্লগার ফেসবুকেই স্ট্যাটাস দিয়েই নিজের চিন্তাকে ছড়িয়ে দিতে পারেন বলেই আর ব্লগমুখী হননা- এটা একটা কারণ।
আবার ব্লগ কর্তৃপক্ষ হয়তো মনে করেন- জটিল চিন্তার জটিল বাক্য বিন্যাসে পোস্টগুলোই মনে হয় ভালো পোস্ট।-এটা একটা মারাত্মক ভুল ধারণা।
জটিল জিনিসকে যে সহজ করে, সাবলীলভাবে উপস্থাপন করতে পারে-সেই হলো প্রকৃতভালো লেখক।

ডঃ ইউনুসের সাথে একেবারে ঘরোয়া একটা আলোচনা সভায় উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিলো- উনি অর্থনীতির এতো জটিল ব্যাপারগুলোকে একেবারে শিশুদের মতো করে গল্পের মাধ্যমে বুঝিয়ে দিলেন। তখনই বুঝলাম-এই হলো প্রকৃত গ্যানি মানুষ। অর্থনীতির জটিল ব্যাপারগুলোও মানুষ তন্ময় হয়ে শুনলো।

ব্লগের পাঠকরও তাই করে, জটিল লেখাগুলো না পড়েই বলে- ভালো হয়েছে, অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে, চমৎকার হয়েছে -ইত্যাদি।


আমি নিজেই কয়েকজন ব্লগারের সাথে ফোন করে জেনেছি- আসলেই কি আপনি লিখাটি পড়েছেন।

উনাদের জবাব- ধূর!!! এতো জটিল বাক্যের গল্প/পোস্ট/কবিতা পড়ার টাইম আছে।ব্লগে উনারা খুব পরিচিত- তাই একটা কমেন্ট দিতে হয় বলেই দিলাম। না হয়,আমার পোস্টেও কমেন্ট দিবেনা। -এই হলো আসল কাহিনী।

আগে অপরবাস্তব নামক একটা সংকলন বই বের হতো। দুটো সংকলনে আমারই দুটো গল্প ছিলো।

কিন্তু বইটি আদৌও পাঠক প্রিয়তা পায়নি। একজন সাহিত্যানুরাগী বাংলা সাহিত্যের শিক্ষক, মহিলাকে আমি বইটি দিলাম পড়ার জন্য। উনি বললেন- এই আঁতলামী নাম দেখেইতো বইটি পড়তে ইচ্ছে করছেনা।"অপরবাস্তব এই জিনিসটা কি"???

আমার মনে হয়, সহজ, সরল, সাধারণ, সাবলীল কিন্তু অবশ্যই সুন্দর অর্থবহ লিখা লিখতে পারলে, লিখাগুলো সামনে নিয়ে আসতে পারলেই ব্লগ পাঠক প্রিয়তা পাবে।


সবার জন্য নিরন্তর শুভকামনা ।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০১

সাইলেন্স বলেছেন: আপনার সাথে একমত।
সামুতে ভিজিটর হিসেবে প্রায় তিন বছর পর নিক খুলেছি।

অনেকে ব্লগে আসে প্রচন্ড আগ্রহ নিয়ে পরে কোথায় যেন হারিয়ে যায়, নিক খোলার আগে মনে হয় অনেক কিছু লিখব, এক সময় হয়তো নতুন কিছু লিখতে পারেন, আপনার তথাকথিত বেকার ব্লগার রা চাকরি পেয়ে যায় বলে সময় করতে পারে না।

একজন ঘূণপোকা সাথে পুরোপুরি একমত।

আফটপিকঃ আনারুল ইসলাম নামে আপনার এক ভাইস্তাকে আর দেখি না ব্লগে।
কয় দিন আগে মনে হত সামু ছাড়া তার চলেই না। ;)

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৪

উদাস কিশোর বলেছেন: না পড়েই কমেন্ট করা মানেই - "ভাল লাগলো" , "চমত্‍কার" ইত্যাদি ইত্যাদি । :P
.
আমিও একটা কমেন্ট করি ;)
পোষ্টে পিলাচ B-)
ভাল লাগলো :) :) :)

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

পাঠক১৯৭১ বলেছেন: @ খেয়া ঘাট ,




আপনার ভাবনা ঠিক আছে, মনে হচ্ছে।

১৯৭৮ সালের ড: ইউনুস ও আজকের ড: ইউনুসের মাঝে অনেক পার্থক্য: যোগ বিয়োগ করলে তিনি মানুষের জন্য ক্ষতি করেছেন। কিন্তু অন্য কেহ ভালো না করায় , উনাকে এখনো ভালো বলা চলে।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

পাঠক১৯৭১ বলেছেন: @ উদাস কিশোর ,




ব্লগ হলো নিজের ভাবনাকে পরখ করে দেখার যায়গা।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

পাঠক১৯৭১ বলেছেন: @সাইলেন্স ,





ব্লগ স্হিতিশীল হচ্ছে। পাঠক কমবে আরো, তারপর বাড়বে, সময় লাগবে।


আনারুল ইসলাম ওহী পাচ্ছেন, সুরাগুলো নতুন করে প্রচার করছেন; এখন ওহীর অপেক্ষায় আছেন।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ব্লগিং করার সময় তো থাকা লাগবে। ইংলিশ ব্লগে ব্লগিং করলে টাকা পাওয়া যায়, প্রোফেশোনাল ব্লগার। এখানে তো ফ্রি।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
আর খেয়া ঘাটের সাথে সহমত।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,




ইংরেজী ব্লগে লেখার জন্য প্রস্তুতি নিয়ে, জেনে শুনে লিখতে হয়; বাংলা ব্লগে লিখে পয়সা আয় করার সময় আসছে।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

পাঠক১৯৭১ বলেছেন: @ সুমন কর ,




With time, our bloggers will write about us; we will have real readers too.

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রাইট। বাংলা ব্লগে জ্ঞান পিপাসু কম।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা,




English speaking people have literacy rate close to 100%; and 90% have computers.
Apprx 30% Bengali reads something & may be, 8%-9% have computers; from there, less than 50% may have Internet.

Most of the cell phone owners have Internet, but they may never be interested in blogging.

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

সকাল রয় বলেছেন: thik bolasan. lakha nia kawka kisu bolla mind kora tai bilu awsum hoysa, sau khusi, amio kusi. but avaba sahitto hoy na. onak bola sahitto abar ki

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৫

পাঠক১৯৭১ বলেছেন: @সকাল রয় ,




জাতির সংস্কৃতির গভীরতা বুঝার জন্য সেইজাতির সাহিত্যের ভান্ডার দেখতে হয়; সাহিতয়ের নামে হাউকাউ কিছু লিখে ভরায়ে ফেললে তার দাম নেই; তাই আমি পড়ছি, ও নিজের সাধ্যানুসারে বুঝার চেস্টা করছি: ভান্ডারে কি মুল্যবান কিছু আছে, নাকি ঘাসপাতা!

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৮

অন্তরন্তর বলেছেন:


ব্লগার বাড়ছে কিন্তু পাঠক কমছে একেবারে সঠিক।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৩

পাঠক১৯৭১ বলেছেন: @অন্তরন্তর ,





নিজের লেখা নিজেই পড়ছি আজকাল! ভালো খারাপ বলার মানুষ নেই!

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

বেলা শেষে বলেছেন: উনাদের জবাব- ধূর!!! এতো জটিল বাক্যের গল্প/পোস্ট/কবিতা পড়ার টাইম আছে।ব্লগে উনারা খুব পরিচিত- তাই একটা কমেন্ট দিতে হয় বলেই দিলাম। না হয়,আমার পোস্টেও কমেন্ট দিবেনা। -এই হলো আসল কাহিনী।
....Somewher use it basically as a labortory for Medical Science- because of "Diagnose". Modern world use all kinds of "Hightech" of this model- even USA Army must use internettechnology....so on ...excuse me Bangladesh Need more few hunderds of years....about "Blog&Bloggers" to understand!!!

২৫| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি মানুষের ধর্মকে আঘাত করেন কেন? নট গুড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.