![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি হলো সমাজ-উন্নয়নের ভাবনা, আইডিয়া ও কার্যক্রম, যা কোন দেশের সামাজ ও রাস্ট্র পরিচালনায় প্রয়োগ করা যায়। রাজনীতি শুনে শুনে শেখা সম্ভব নয়; অন্যান্য সায়েন্সের মত রাজনীতি পড়ে, চর্চা করে শিখতে হয়। রাজনৈতিক ভাবনাকে সমাজে ও সরকারে প্রয়োগ করতে হলে, দেশের সমকালীন সংবিধান অনুসারে পার্টির তত্ব, আদর্শ ও কার্যক্রমে অনুসারে দেশের নাগরিকদের সম্পৃক্ত করতে হয়।
বর্তামান সময়ে, রাজনৈতিক ভাবনাকে উপস্হান, বা কার্যকরী করতে হলে পার্টির মাধ্যমেই করতে হয়: পার্টির মাধ্যমেই ভাবনা ও তত্বকে জনপ্রিয় করে, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের মাধ্যমেই তা করা হয়।
বিশ্বে, দুই শ'তের বেশী দেশের প্রতিটি জাতি তাদের নিজ্স্ব সংস্কৃতি, অর্থনীতি ও ঐতিহাসিক পটভুমিতে রাজনীতি করছেন, দেশ চালাচ্ছেন; এদের কেহ কেহ রাজনীতি ও অর্থনীতির উৎকর্ষ ঘটায়ে মানব সভ্যতার শিখরে আরোহন করেছেন; আবার অনেকে নিজদের অপ-রাজনীতির শিকার হয়ে, সভ্যতার যাঁতাকলে নিস্পেসিত হচ্ছে।
সময় ও সভ্যতার সাথে রাজনীতি ক্রমান্নয়ে পরিশোধিত হয়ে মানব কল্যানে ব্যবহৃত হয়ে আসছে; যারা সময় সভ্যতার সাথে তাল মিলাতে পারছে না, তাদের রাজনীতি তাদের জন্য দুর্ভোগ বহন করে আনছে।
বর্তমানে মানব সভ্যতা এমন এক স্তরে পৌঁচেছে, যেখানে অর্থনীতি ও টেকনোলোজী রাজনীতির উপর বিশেষ প্রভাব রাখছে; এই প্রভাব শুধু জাতির অভ্যন্তর থেকে আসছে না, বহির বিশ্ব থেকেও আসছে; ফলে, রাজনীতি কঠিন হয়ে পড়ছে।
বাংলাদেশের রাজনীতি, দেশের সংস্কৃতি ও অর্থনীতির সাথে তাল মিলাতে সক্ষম হচ্ছে না; তার প্রধান কারণ, রাজনীতিতে সম-সাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবনা, আইডিয়া বা তত্বের প্রয়োগ নেই।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৭
অন্তরন্তর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন। আমাদের দেশে রাজনীতি শিখতে পড়াশুনা
বা চর্চার দরকার পরে না। আমাদের দেশে এমপি, মন্ত্রী হয় যারা
চোর, বদমাশ, খুনি এবং তারা রাজনীতির কথা বলে। আমরা
বাংলাদেশীরা তাদের ভোট দেই আবার আশা করি এইসব লুটেরা,
খুনিরা দেশের মঙ্গলের জন্য কাজ করবে। দিনে দিনে আরও খারাপ
হচ্ছে যেখানে ভাল হওয়ার কথা ছিল।
আপনার জন্য শুভ কামনা। কয়েকদিন ব্লগে আসতে পারিনি।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৬
পাঠক১৯৭১ বলেছেন:
@অন্তরন্তর ,
পলিটিকস অনকে সাবজেক্টের সমন্ময়: পলিটিক্যাল ও সোস্যাল সায়েন্ষ, ইকোনোমী ও ফাইন্যান্স, লজিক ও ফিলোসফি, অংক ও টেকনোলোজী, আইন ইত্যাদি; ফলে, না শিখে যারা কথা বলছে, ওরা হাউকাউ করছে মাত্র।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৭
সচেতনহ্যাপী বলেছেন: একদিনে বা কাগজে-কলমে যা অসম্ভব। এর জন্য শিক্ষার সাথে সাথে প্রয়োজন সাংগঠনিক দক্ষতা,মেধা এবং অভিজ্ঞতা। বর্তমানে শুধু টাকা এবং প্রভাব-পেশীশক্তি থাকলেই চলে। ভুল হলে জানাবেন।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪০
পাঠক১৯৭১ বলেছেন: @সচেতনহ্যাপী ,
Exactly, it is not matther of days, it takes years to learn & apply. Leadership is a quality, everyone will never become a leader, but most of the people can learn politics & apply it.
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: Do you please tell me that who teach that??@ পাঠক
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫
পাঠক১৯৭১ বলেছেন: মানুষ কলেজ ও ইউনিভারসিটিতে ন্যুনতম শিক্ষা পায়, পরে নিজে পড়ে ও চর্চা করে সব শিখে।
৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:২০
সচেতনহ্যাপী বলেছেন: @পাঠক তার সব নির্ভর করে নিজের উপর। কিন্তু আমরা কি সে ব্যাপারে সচেতন? পরনিরভরশীলতা আর অন্ধ দলীয় সমর্থন কি সব গ্রাস করে নিচ্ছে না?
৮| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৮
পাঠক১৯৭১ বলেছেন: @সচেতনহ্যাপী ,
পার্টিগুলোতে রাজনীতির নামে ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করছে; এই ষড়যন্ত্রকে কার্যকরী করতে তারা পরনির্ভরশীল।
এরা দেশের অর্থনীতি উন্নয়ন করতে না পেরে ১৯৭২ সাল থেকে পরনির্ভরশীল।
এদের প্রয়োজনীয় রাজনৈশিক শিক্ষা ও স্বজনশীলতা না থাকায় জাতিকে ক্রমাগতভাবে পেছনে নিচ্ছে।
আমাকে অনেকে 'আওয়ামী লীগের' অন্ধ সাপোর্টার হিসেবে দেখছে; আমার যে অবস্হান, আমি আওয়ামী লীগ ছাড়া অন্যদের সাপোর্ট করতে পারবো না; কারণ সেখানে স্বাধীনতার বিরু্দ্ধে যারা যুদ্ধ করেছে তারা আছে; আবার দেখছি আওয়ামী লীগ জাতিকে বিপথে নিয়ে যাচ্ছে; এই হলো অবস্হা।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৫
পাঠক১৯৭১ বলেছেন: শুনে শুনে রাজনীতি শেখা সম্ভব নয়: অন্যান্য বিষয়ের মতো এটা একটি সায়েন্স যা শুধু অধ্যয়ন ও চর্চার মাধ্যমে শেখা সম্ভব।