![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামান্য T-20 উদ্বোধনী অনুষ্ঠান, আমাদের ক্রিকেট খেলা, শেখ হাসিনার আইয়ুবী-নির্বাচন, খালেদা বেগমের অবরোধের নামে জাতির ক্ষতি, জামাতের যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়া, এরশাদের তুঘলকি, আমাদের গ্যাস-কয়লায় বিদেশীদের আধিপত্য, দেশের অর্থনীতিতে ছোট শ্রেণীর বে-আইনী দখল, সবকিছু্ই মানুষকে 'জাতীয়তাবাদী'তার দিকে টানছে; মানুষ জাতীয়তাবাদী মনোভাব প্রকাশ করছে, মানুষ বুঝতে পারছে যে, আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাদিগকে নিজের দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হবে, জাতি জাতীয়তাবাদী মনোভাব প্রকাশ করছে আবারো!
১৯৫২ সালে বাংগালীরা জাতীয়তাবাদী হিসেবে নিজেদের সংগঠিত করার শুরু করে; ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, আমাদের জাতীয়তাবাদ নিজকে প্রতিস্ঠিত করতে সক্ষম হয়েছিল; কিন্তু ভুল নেতৃত্বের কারণে আমরা পথ হারিয়ে ৪৩ বছর ভুল পথে চলে আসছি, শোধরানোর লক্ষণ স্পস্ট হচ্ছে।
আবার সময় এসেছে নিজেদের দক্ষতা, শিক্ষা ও কর্মের মধ্য দিয়ে নিজদের একটি শক্তিশালী জাতি হিসেবে প্রতিস্ঠিত করার। যদিও আমাদের অনেকগুলো সমস্যা আছে, যা আমাদের চলার পথকে দুর্গম করবে, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো।
আমাদের জাতির একাংশ এখন শিক্ষিত হয়েছে, বাকী অংশকে শিক্ষিত করে তোলা হবে খুবই স্বল্প সময়ে; শিক্ষিত মানুষ সবকিছুকে সঠিকভাবে এনালাইসিস করে, সঠিক সমাধান বের করতে পারেন; শিক্ষিত মানুষের সৃজন ক্ষমতা আধুনিক; তাঁরা সময়োপযোগী পদক্ষেপ নিতে সক্ষম।
আমাদের লক্ষ্য শুরু থেকেই সঠিক ছিল: একটি সুখী জাতি: 'সোনার বাংলা'; আজও আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে জাতিকে স্বাবলম্বী করে তুলব; আমাদের মাঝে যে জাতীয়তাবাদ ফিরে আসছে, তাকে কাজে লাগিয়ে আমরা ঐক্যবদ্ধ হবো আবারো।
২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৭
পাঠক১৯৭১ বলেছেন:
Post: "ধর্মনিরপেক্ষতা,সংবিধান ও ইসলাম"
Blogger: শরীফুল আলম,
মানুষের ভাবনায় এক সময় 'রাজতন্ত্র ' ছিল; আজ মানুষ রাজতন্ত্র থেকে বেরিয়ে এসেছে।
রাজাদের মতে, 'রাজারও সংবিধান' ছিল; তবে, মানুষ রাজার সংবিধানের বিরোধীতা করে নিজের সংবিধান প্রতিস্ঠিত করেছে।
কিছু মানুষের মতে, যিনি ধর্ম দিয়েছেন তিনিও সংবিধান দিয়েছেন; রাজারা যখন বিদায় নিয়েছে, ধর্মীয় সংবিধান তো সেখানে কিছুই না: শুধু মানুষের সংবিধান থাকবে।
৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৪
পাঠক১৯৭১ বলেছেন:
Post: "আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, আপনিও কি আমার মতো সুখী হতে চান??"
The blogger wrote,
"
নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে বাসার গেইটে আসলাম।দেখলাম আমাদের দারোয়ান চাচা এই শীতের দিনে পান্তাভাত মরিচ আর পেয়াজ দিয়ে কষ্ট করে গিলছেন আর শীতে কাঁপছেন।
চোখের পানি ধরে রাখতে পারছিনা,হে দয়াময় আমি ক্ষমাপ্রার্থী তোমার দেয়া হাজার নেয়ামতের কথা আমি দিব্বি ভুলে বসে আছি। কোরআনের একটি আয়াতই শুধু মনে আসছে ......... এরপর তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে......... "
My Question:
what Qu'ran says about that oldman; why the oldman having that poor quality food? Is the creator poor, and could not give the poor oldman anything better than that?
৪| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ২:৩৪
পাঠক১৯৭১ বলেছেন:
Post: ""খুদা কে লিয়ে" এক অসাধারন পাকিস্তানি মুভি "
Blogger: ইঞ্জিনিয়ার বেলাল,
Idiotic post from an idiot.
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
পাঠক১৯৭১ বলেছেন: বাংগালীরা আবারো নিজের জাতি, সংস্কৃতি, অর্থনীতিকে বড় করে দেখছে; সর্বত্র সেই মনোভাব প্রকাশ পাচ্ছে; আমরা এবার নিজ পায়ে দাঁড়াবো।