নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০১ লা মে, ২০১৪ দুপুর ২:১০

# পাগল হওয়ার অপেক্ষায় আছি ২#



------ দ্বীপ সরকার



একদা মুঠো ফোনে ভেসে আসলো

প্রিয়,তোকে একটা মৃত্যু উপহার দিতে চাই

কবে থেকে চিল শকুনেরা একটি মৃত্যুর অপেক্ষায়

নীল বৃত্তে যবনিকা পাঠ করছে..



তাৎক্ষনিক আমি আমার ভেতর থেকে খসে খসে

গলে গলে পড়েছি ভয়ানক এক যুগ

বিশ্বাস করো,

ভালোবেসে দেউলিয়া হয়েছে আমার অনুকাব্য

রক্ত মাখা চিঠি এখনো কাব্য করে প্রমান লিপি

সোনালী মহুর্ত এক চুমুকেই কি শেষ হবে

চা কাপের চুম্বুন পাঠ?

তবে আমার মৃত্যু ছুঁয়ে দেখো কতটুকুন বেঁচে আছি আর।



তমিওতো কম বাসনি ভালো

অন্ধকার চিরে প্রাকৃতিক হয়েছো

নিপুন অভিসারে অতি সহজে,

দুই উরুর মাঝখানে নাব্যতা পেয়েছে নদ

সে নদে ডুবে ডুবে চুষে চুষে জাগ্রত করেছি সামান্য সন্ধ্যা

খোঁচা খোঁচা তরুপল্লব, বেহুদ্দ লাজুকতা

উত্তাপ ছেনে বসন্ত এনেছে সুখদ ম্যাসেজ।

বৃন্তচ্যুত হয়েছি বলেই কি দলিত হচ্ছিনা

তোমার দৃষ্টি পৃষ্ঠায় অথবা বনবাদারে?



এর চেয়ে বেশি অভিশাপ দিওনা...

এখন শুধু পাগল হওয়ার অপেক্ষায় আছি

পাবনার হেমায়েতপুর আর কত দুর

মানসিক হাসপাতাল অথবা পাগলা গারদ....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.