নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখানে গরম কফি পাওয়া যায় না

তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে !

গরম কফি

এখানের যেকোন লেখা নিজের শ্বশুর বাড়ির সম্পদ মনে করে যেখানে খুশি কপিপেস্ট করতে পারেন ।@ প্রতিটি লেখার স্বত্ব পাঠকের

গরম কফি › বিস্তারিত পোস্টঃ

পোড়া পোড়া গন্ধ আসে (ছ্যাকা কবিতা)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৩

হে প্রিয় তমা সকিনা ভানু

আমার পেরেম বুঝনা কেনু

দাড়াতে তোমার কলেজ পানে

ডলা খেলাম কত কানে!!

তার পরেও প্রেম দিবেনা?

দিল টা করবা লুলা কানা?

চু. চু,.. চু...চুচুচুচুচুচুচুচুচুচুচু



কত ফগুন এলো গেলো

গায়ের রংটা একটু কালো

টেকা পুইসা ভালই আছে

কিপটা সবাই বলে পাছে

তাইবলে কি প্রেম দিবেনা?

লুটিয়ে দিব হীরা, সোনা।

আহা ..আহা...আহারে.................



ধরা পইরা ধরা ভাইয়ের হাতে

মাইর কতই পড়ল পাতে!!

দিতে যেয়ে প্রেমের চিঠি

খেলাম কত গজারি লাঠি।

তার পরেও প্রেম দিবেনা?

খাওয়ার পরেও লোহার দানা?

উহু রে উহু হু হু হু .....





বুঝাতে যেয়ে প্রেমের মর্ম

পায়ে পড়ল মাথার ঘর্ম

তোমার জন্য কিডনী লিভার

হজম হইয়া গেছে আমার।

তার পরেও প্রেম দিবানা?

এতই খারাপ আমার খোমা

...কুহু উহু কান্নার স্পেসাল ইফেক্ট......



হৃদয় পুড়ে কয়লা হল

পোড়া গন্ধ ছড়িয়ে গেল..

ঠান্ডায় কি নাক বন্ধ?

পাওনা কোন পোড়া গন্ধ?

তার পরেও প্রেম দিবানা?

তুমি পষান হলো জানা!!

আত:পর বিদায় এবং বিদাযের সূর বাজবে টু..টুটু..........য়ু ..টু..টুটু..........য়ু



১০ বছর পরের কথা



ভানু এখন ত্রিরত্নের গর্বিত জননী

ছোট টা এখন ও মাটির সাথে কথা বলে

চোদ্দই ফেব্রুয়ারীর নেই কোন আলাদা আবেগ

অধিক চাষাবাদে তার জমি আজ মরুভূমি প্রায়

হায় ভানু এখনো আমার বুকে তোমার জন্য প্রমত্ত পদ্মা

জানলে না শুধু জানলে না!!













মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৮

স্বপ্নকথক বলেছেন: আপ্নে নাকি এসএ গেমসের আতশবাজিরে বুমাবাজি মনে কৈরা চিপায় খাড়ায়া থর থর কৈরা কাঁপতেছিলেন! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

কোবতে ভালু হৈচে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৮

গরম কফি বলেছেন:
কুলোকের কুকথায় দিতেনেই কান
জানেন বড়ই মূলবান কবিদের প্রান
কেমনে তারে করি আপচয় বোমা বাজির তরে
তাইতো চিপায় পালিয়ে এলাম নিজের আপন ঘরে

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৭

ফালতু মিয়া বলেছেন: দারুণস্।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১২

গরম কফি বলেছেন:
দারুন হইলে পিলাস দ্যন যেই খানে যেই সিস্টেম
আসল কথা প্লাসের সাথে আমার আসল প্রেম।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৭

কিপটে বলেছেন: মো ভা তা +

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫০

গরম কফি বলেছেন:
কি ক ব কি বু লা না।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৬

কিপটে বলেছেন: কে বু না?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৬

গরম কফি বলেছেন:
বু বু । ব আ কে আ?

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৯

আমি ভাল আছি বলেছেন: আহারে বুঝিল না কেহ ‘গরম cough-fee’ কি জিনিস
কয়েক চুমুক দিয়েই তারে করল যে ফিনিস :P:P:P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১২

গরম কফি বলেছেন:


চুম্মা দিয়া কইলজা খুলি এইটা আমার সিস্টেম
যদিও লাল সালুর আছে হাজার হাজার ফ্যন।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০০

আমি ভাল আছি বলেছেন:

আহারে বুঝিল না কেহ ‘গরম cough-fee’ কি জিনিস
কয়েক চুমুক দিয়েই তারে করল যে ফিনিস :P:P:P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৭

গরম কফি বলেছেন:
আগের মন্তব্য দেখুন

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫০

রাজিব খান০০৭ বলেছেন: ইশ এই কবিতা লইয়াই সভাপতির পদ চায়? শখ কত? =p~

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২১

গরম কফি বলেছেন:

এতো এতো কান্না এতো হাহাকার
শুনতে পান না?
বারেক বার পড়েন প্লিজ
চউখের পানিতে সাগর ভাইসসা যাইবো।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৮

কিপটে বলেছেন: এ ত আ বু না!!!! কি ক??????

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৪

গরম কফি বলেছেন:
আ দা স বু। আ নে রা হ । ঘু যা । টা টা ।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৯

হানিফ রাশেদীন বলেছেন: থীমটি ভাল। সংখিপ্ত করলে আরো ভাল হতো, সচেতন ভাবে যে-রিপিটিশন হয়েছে তার বাইরেও একই কথা বা একই রকম কথা বার বার এসেছে। প‌্যারার শেষে 'উহু রে উহু হু হু হু ' মিনিং-ফুল ওয়ে'তে আনা যেত।
হাহাকার এসেছে এনজয় করার মত, বিরহের মত আসলে আরো ভাল হত।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৪

গরম কফি বলেছেন:

কিছু ব্যাপারে আলোচনা করলাম:
এটা একটা নতুন ধরনের ছড়া । এতে কাওয়ালীর স্বাদ দেয়ার সচেতন ইচ্ছা থেকেই রিপিটেশন ,কখনো বিষয় বস্তুর ও রিপিটেশন এনেছি।

হাহাকার বাচক শব্দ গুলো মিনিং লেস করার উদ্দেশ্য প্রেমে ব্যার্থ হওয়ার জন্য দ:খ বিলাস কে ব্যাঙ্গ করা।

@হাহাকার এসেছে এনজয় করার মত, বিরহের মত আসলে আরো ভাল হত।


আসলে আমার বিরহের (ছ্যাক খাওয়ার)অভিজ্ঞতার অভাবের কারনে বিরহের কবিতা লিখতে পারি না। আর এটা একটা ফান পোস্ট। বিরহের সূর এখানে আনা কি ঠিক হত?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৭

গরম কফি বলেছেন: থন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.