| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরম কফি
এখানের যেকোন লেখা নিজের শ্বশুর বাড়ির সম্পদ মনে করে যেখানে খুশি কপিপেস্ট করতে পারেন ।@ প্রতিটি লেখার স্বত্ব পাঠকের
![]()
ইডিয়েট, ইডিয়েট, ইডিয়েট মানে কি?
সারা দিন ইডিয়েট বাক্স টা দেখো কি?
বাবা যদি কভু তারে ইডিয়েট ভূলে কয়
সারা দিন রাগ করে গাল তার ফুলে রয়।![]()
শিশু কালে শিশুরা খায় জানি সিরিয়াল
মেয়েরাও খায় আজ এলো বুঝি কলিকাল,
ঝিলিমিল জামদানী রান্নায় ব্যাস্ত
জরোয়ানা গয়নায় নিদ্রায় ন্যাস্ত ।![]()
ম্যাকাপের বাহারে রূপ বুঝি চমকায়
সয়তান লজ্জায়, তারে দেখে থমকায় ,
সয়তানী পরকীয়া পদে পদে বাগড়া
সারা দিন থুন সুটি শাসু-বৌ ঝগড়া।![]()
আপনার সন্তান তাই দেখে ভূলে যায়
জাতে সে যে বাঙ্গালী কথা বলে বাংলায়।
ইডিয়েট বাক্স, লোকে বলে টিভিকে !
বলো দেখি আসলে ইডিয়েট হলোকে ?
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩৭
গরম কফি বলেছেন:
কারন
ম্যাকাপের বাহারে রূপ বুঝি চমকায়
সয়তানও লজ্জায়, তারে দেখে থমকায় ,
২|
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩৪
দস্যু বনহুর বলেছেন:
ঝিলিমিল জামদানী রান্নায় ব্যাস্ত
জরোয়ানা গয়নায় নিদ্রায় ন্যাস্ত ।
কঠিন হৈসে!!!!!!!!
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:০০
গরম কফি বলেছেন: জবাব দিতে দেরি হলো বলে সবার কাছে ক্ষমা প্রার্থী ।
হুম... কঠিন ইডিয়েট দেরকে একটু কঠিন ভাষায় বলার দরকার ছিলো।
৩|
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩৬
বাংলাদেশী পোলা বলেছেন: আমার বৌয়ের 'সিরিয়াল' জ্বালায় আমি ক্লান্ত
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:১৩
গরম কফি বলেছেন:
আহারে.... ঘরে ঘরে আজ একই হাহাকার ।
৪|
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৪৬
গরম কফি বলেছেন: মনেহয় একজন ইডিয়েট সিরিয়ালের ভক্ত উপস্হিতি জানান দিয়ে গেলো ।আপা লাগলে আরেক টা মাইনাস দিন তার পরেও এই ইডিয়েট সিরিয়াল বাদ দিন প্লিজ।
৫|
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৫২
আর.এইচ.সুমন বলেছেন: প্রথম দুইটারে আমি ঐ রুম টা থেকে বাইরে বের হতে দেখি নাই .....।
আজব সব সিরিয়াল .....
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:১৪
গরম কফি বলেছেন:
এর চাইতে আমাদের দেশের নাটক গুলো অনেক বেশি ক্রিয়েটিভ মনে হয়।
৬|
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০১
লালসালু বলেছেন: এইসব সিরিয়াল শুরু হলে আমার মাথা ব্যাথা ওঠে
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:১৫
গরম কফি বলেছেন:
আর আমি, নগদে পালিয়ে যাই ।
৭|
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৭
দূর্যোধন বলেছেন:
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২৪
গরম কফি বলেছেন: বাংলা পাইরেটস অব দ্য ক্যারাবিয়ন রে আপনি ধরবেন নাকি আমি একটা খোচা দিব?
৮|
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৯
তৃথা বলেছেন: লালসালু বলেছেন: এইসব সিরিয়াল শুরু হলে আমার মাথা ব্যাথা ওঠে
>>সহমত, নিঃসন্দেহে খাঁটি কথা
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪৫
গরম কফি বলেছেন:
এটা সুস্হতার লক্ষন । তবে যাদের উঠেনা তাদের সুস্হতা নিয়ে প্রশ্ন জাগা স্বাভাবিক।
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪৮
গরম কফি বলেছেন:
এটা সুস্হতার লক্ষন । তবে যাদের উঠেনা তাদের সুস্হতা নিয়ে প্রশ্ন জাগা স্বাভাবিক।
৯|
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ৩:০৯
শুভ্র নামের ছেলে বলেছেন: সাসুরাল গ্যান্দা ফুল?
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫০
গরম কফি বলেছেন:
না কি ধুতরা ফুল !!
আমার তো মনে হয় মৌচাক।
১০|
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ৩:১৬
হাসান মাহবুব বলেছেন: ভালা হৈসে +++
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫৮
গরম কফি বলেছেন:
ধন্যবাদ হামা ভাই । কিন্তু আপনে যে সিরিয়াল ভক্ত দের ইডিয়েট বলা কবিতায় সহমত দিলেন বাসার অন্যরা কি জানে?
১১|
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ৩:২৬
মিরাজ is বলেছেন: হা হা মজার হৈসে...... ++
২৭ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৪
গরম কফি বলেছেন:
ধন্যবাদ
১২|
০৬ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:১৫
সামিউর বলেছেন:
![]()
জুছ হইছে..........।
ছিরিয়ালের নাম শুনলে আমার মাথায় আগুন ধইরা যায়। মেজাজটাই বিলা হয়া যায়............।
০৯ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২৪
গরম কফি বলেছেন:
হাস্যকর সব নাম।
১৩|
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১৯
দু-পেয়ে গাধ বলেছেন: সিরিয়াল যারা বানায় তারা কিন্তু ইডিয়ট না। তারা আমার মতই বুদ্ধিমান।
খারান, ব্লগারদের ইডিয়ট বানাইয়া একখান পুস্টাই।
০৯ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২৩
গরম কফি বলেছেন:
হুম তারা অসাধারন বুদধিমান । কিছু নাটকে শাশুরি ভালো কিছুটাতে বৌভালো । এক এক ধরনের সিরিয়াল এক এক ধরনের দর্শক দের কাছে প্রিয় ।
১৪|
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫৪
শূণ্য উপত্যকা বলেছেন:
০৯ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২০
গরম কফি বলেছেন:
বাসায় খবর পর্যন্ত দেক্তারিনা ।
১৫|
০৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৮
শিপু ভাই বলেছেন: চরম হৈছে।
একদম হাচা কতা কৈছেন।
আমিও সিরিয়ালের জ্বালায় অতিষ্ঠ।
খবর দেক্তারিনা।
প্রিয় ছড়াকার ইহা আপনার জন্য Click This Link
০৯ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০৭
গরম কফি বলেছেন:
কেন ভাবি কি খেলা দেকতে আপত্তি করে । সামনে বিশ্বকাপ এখনই একটা সমঝোতায় চলে আসেন ।
১৬|
০৯ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৭
জিসান শা ইকরাম বলেছেন: সিরিয়াল লইয়া খুব বিপদে আছি ![]()
০৯ ই নভেম্বর, ২০১০ রাত ১:২৮
গরম কফি বলেছেন:
এই অত্যাচার থেকে রেহাই পওয়ার কি কোন উপায় নাই ।
১৭|
০৯ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৩৯
দু-পেয়ে গাধ বলেছেন: সিরিয়ালের জ্বালায় দুই বৎসর টিভিতে খবর দেখিনাই। যা খব লই সবই নেটে।
০৯ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:১৩
গরম কফি বলেছেন:
নেট নিয়ে যেভাবে পড়ে আছি তাতে কয়দিন পর না আবার নেটম্যান বা জাউল্লা খেতাব পাই, কে জানে।
১৮|
১১ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২১
দু-পেয়ে গাধ বলেছেন: নেটম্যান ত নিক হিসাবে ভালাই অইব। (এইটা মুছে দিয়েন, নাইলে একটা নিক বেড়ে যাবে।)
১১ ই নভেম্বর, ২০১০ রাত ১:১১
গরম কফি বলেছেন:
যারা সারা দিন ইন্টার নেটে নেট সার্ফিং করে তাদেরকে এক ধরনের জেলে বলা যায় , কি বলেন ।
আজ কাল কি সব উদ্ভট সব নীক দেখা যায় । নীক দেখে লেখা পড়ার আগ্রহ চলে যায় ।
১৯|
২০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৩০
আহাদিল বলেছেন: আমাদের বাংলা নাটকের মান আসলেই অনেক উন্নত, কিন্তু ইদানীং দেখি ভারতের আদলে বেশ কিছু ডেইলী সোপ তৈরী হচ্ছে। বুঝি না, আমরা খারাপটা নিতে এত ভাল পারি কেন, নিজের ভালটা রেখে?
খুবই ভালো লিখেছেন, পিলা---চ!
২০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩১
গরম কফি বলেছেন:
আসলে এখানে দর্শকদের চাহিদার প্রতি সম্মন দিতে গিয়ে কিছুটা পরীক্ষা মূলক কাজ হচ্ছে । কিচ্ছু করার নাই ....তার পরেও আমরা যেনো এতটুকু বুঝতে চেস্টা করি আমাদের একডজন সয়ংসম্পূর্ন চ্যানেল আছে যার প্রতিটাই যেকোন ভারতীয় চ্যানেলের সাথে টেক্কা দিতে সচেস্ট।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩২
কোয়ান্টাম স্বপ্ন বলেছেন:
ইয়াম্মি ইয়াম্মি ...
আপনার সন্তান তাই দেখে ভূলে যায়
জাতে সে যে বাঙ্গালী কথা বলে বাংলায়।