![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবঘুরে ভাবতে পার,ভাবতে পার জীবনের কিছুটা রঙ ছড়ানো পুরানো ক্যানভাসমলিনতা তোমাকে অন্ধ করে দেয়,আমাকে জানা হয়তোবা তোমার কখনই হবে নাবেঁচে থেক বাঁচার মত করে,এই আশায় আমার ছায়া তোমাদের নিরবে এড়িয়ে যায়মধ্যরাতের বিবাগী আমি,আমার পথ কখনই কারো নয়... ... ... ...
গত ০৩/০১/২০১৩ তাং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার আবেদন করার জন্য ৩০০ টাকার ব্যাংক ড্রাফট করব তাই অগ্রানী ব্যাংক (চিটাগাং রোড, নারায়নগঞ্জ) ডেমরা শাখায় গিয়েছিলাম পুরো ব্যাংক জুড়ে গ্রহক সংখ্যা ৫/৬ জন হবে। সব কর্মকর্তা ও কর্মচারীরা খোশ গল্পেমত্ত। আমি একজনকে জিঙ্গেস করলাম ব্যাংক ড্রাফট করব!! উনি আমাকে বল্লেন কত টাকা? আমি উত্তর দিলাম ৩০০টাকা। আবার প্রশ্ন করলেন এই শাখায় কোন একাউন্ট আছে? আমি বল্লাম না।
তাহলে আপনি ব্যাংক ড্রাফট করতে পারবেন না।
আমি আকাশ থেকে পড়লাম এর আগে সব ব্যাংক থেকে আমি ব্যাংক ড্রাফট করেছি।
আমি তাকে আনেক আনুরোধ করলাম যে প্লিজ ভাই একটু চেষ্টা করেন ০৮/০১/১৩ আবেদনের শেষ তারিখ আজ যদি আমি ব্যাংক ড্রাফট না করতে পারি তবে আবেদন করতে পারবনা। উনি তখন ফেসবুক ব্যাবহার করছিল। একটু উত্তেজিত হয়ে বল্লেন: তোমার আবেদন হলে কি আর না হলে কি? হটাৎ আমার মনে পড়ল রাজশাহী বিশ্ববিদ্যালয় অগ্রানী ব্যাংক শাখাতে আমার একটি একাউন্ট আছে। আমি উনাকে বললাম ভাই রাবি শাখাতে আমার একটি একাউন্ট আছে চলবে?
উনি আমাকে বল্লেন: আমাদের শাখাতে হতে হবে।
আমি এবার বল্লাম এই নিয়ম কবে থেকে হয়েছে?আর এটি কি সব ব্যাংকের জন্য প্রযোজ্য?
উনি বললেন নভেম্বর থেকে আর সব ব্যাংককের জন্য প্রযোজ্য!!!
আমি আর কথা না বাড়িয়ে সালাম দিয়ে চলে আসলাম আর চিন্তা করতে লাগলাম তফসিল ভুক্ত ব্যাংক ৪৮ টি সব ব্যাংকে একাউন্ট করতে হবে আর নূন্যতম একাউন্ট ওপেনিং চার্জ ৫০০ টাকা আর বাৎসরিক চার্জ গড়ে ৫০০ তবে এখন আমার আগে প্রয়োজন বাংলাদেশের সব ব্যাংকে একাউন্ট খোলা তাই প্রয়োজন ৪৮*৫০০=২৪,০০০/=টাকা আর ১ বছর পরে আবার ৪৮*৫০০=২৪,০০০/= টাকা।
এখন আমি ভাবছি আর চাকরির আবেদন করতে পারব কিনা?
পরে অবশ্য সোনালী ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট করেছিলাম।
এখন আমার প্রশ্ন যারা অগ্রনী ব্যাংকে কর্মরত আছেন তারা ব্যাপারটা আমাকে ক্লিয়ার করেন। আসলে কি ঘটনা ছিল আর যদি সত্যি হয় তবে আমরা যারা চাকরি প্রত্যাশি তারা কি করতে পারি । আর যদি মিথ্যা হয় তবে অগ্রণী ব্যাংক কতৃপক্ষের উচিৎ নয় ঐ শাখায় এই ব্যপারে জানতে চাওয়া? তারা তো তাদের বিল বোর্ড দিয়েছে তাতে লেখা ১০০০ হাস্যজ্বল মুখ আপনার সেবাই নিয়োজিত!!!!! কিন্তু আমি তাদের কারো মুখেই হাসির কোন নমুনা দেখতে পাইনি। যাই হোক ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হওয়ার জন্য এটা নিয়ে আজকের লেখা। যদি কোন ভাই ব্যাপারটা ক্লিয়ার করতেন তবে খুশি হতাম।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
মোঃ দেলোয়ার হোসেন বলেছেন: ভাই বিপদের সময় কিছু স্মরন থাকেনা। সাবধান এ সব সমাজের কীট থেকে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
লেখাজোকা শামীম বলেছেন: ভবিষ্যতে এই ধরনের হারামজাদার মুখোমুখি হলে তার ছবি তুলবেন। তারপর ছবিসহ ব্লগে পোস্ট করবেন। এই সব হারামজাদাদের চিনে রাখা দরকার।