![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে লেখার মত তেমন কিছুই নাই, হয়ত ব্লগিং করতে করতে একসময় নিজের ব্লগার পরিচয় নিয়ে দু চারটা কথা লিখার যোগ্যতা হবে, তখন লিখব আরকি.......!
একটা ব্যাপার লক্ষ্য করলাম,
ডিজেল (সেচ পাম্পে লাগে) ও কেরোসিন (বিদ্যুৎ বিহীন এলাকায় বাতি জালাতে) এর দাম বাড়ল ৭ টাকা করে যেগুলা কিনা গরীব বা নিম্ন বিত্তের মানুষের নিত্ত প্রয়োজন।
আর পেট্রোল (গাড়ীতে লাগে) ও অকটেন (শুধুই গাড়ীর জন্য) এর দাম বাড়ল ৫ টাকা করে।
অথচ যদি জ্বালানী তেলের দাম বাড়ানোটা নিতান্তই অবশ্যক হয় তাহলে উল্টাটাই করা উচিত ছিল।
গরীবকে আর কত স্টিম রোলারের নীচে পিষ্ট করবে এই বর্জোয়া শ্রেণী???
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
ঢাকাবাসী বলেছেন: পরিচিত কোন বিশেষজ্ঞ জানা থাকলে জানতে পারবেন এই দাম বাড়ানোটা শ্রেফ শাসক শ্রেনীর পকেট ভারি করার জন্য। আইএমএফ এর লোন না নিলেই হয়, রেন্টাল পাওয়ার প্লান্ট না চালালেই হয়, অন্য খরচ কমালেই হয়.. ইত্যাদি অনেক কিছু।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
ভিটামিন সি বলেছেন: যাতার দেখছেন কি? আপনাদের শরীরে যত তেল আছে তা পিইষ্যা পিইষ্যা বাইর করবাম। শরীরের যেখানে ফুটা আছে সেই দিক দিয়াই তেল বাইর হইবো। আমরা এখণ সরকার।