নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বিমত

বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিয়ো না।

দ্বিমত:

আমার সম্পর্কে লেখার মত তেমন কিছুই নাই, হয়ত ব্লগিং করতে করতে একসময় নিজের ব্লগার পরিচয় নিয়ে দু চারটা কথা লিখার যোগ্যতা হবে, তখন লিখব আরকি.......!

দ্বিমত: › বিস্তারিত পোস্টঃ

আঞ্চলিকতার বিষ বাষ্পে কলুষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং একজন শিক্ষক আনোয়ার চৌধুরী।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

আঞ্চলিকতার বিষ বাষ্পে কলুষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় পরশ্রীকাতর শিক্ষক নামধারী গ্রুপিং বাজদের প্রতিহিংসার এক বলির নাম শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরী।

চট্টগ্রামের বাহিরের জেলার মানুষ (তাদের ভাষায় "ভইংগা") হয়েও ভিসি তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আনোয়ারের বাড়তে থাকা প্রভাব স্থানীয় কিছু সুবিধাবাদি এবং স্বার্থান্বেষী (অবশ্যই সবাই নয়) শিক্ষকবেশী কূপমুন্ডককে আনোয়ার ঠেকাও নামক অনৈতিক ষড়যন্ত্রে শামিল করেছে।

চট্টগ্রামের অনেক মানুষের মেজবান আর মেহমানদারি যেমন সর্বজনবিদীত ঠিক তেমনি চট্টগ্রামের কিছু কিছু মানুষের আঞ্চলিকতা আর কূপমুন্ডকতাও সারাদেশে পরিচিত। যারা এসবের শিকার হয়েছেন তারাই কেবল এর প্রকৃত স্বরুপ বুঝতে পারবেন।

এই কূপমুন্ডকদের দল গত ২০ বছর ধরে চট্টগ্রামের বাহিরের জেলার অনেক যোগ্যতম একাডেমেশিয়ান অধ্যাপককে সরকারের সদিচ্ছা থাকার পরও উপাচার্য হতে দেয়নি কেবল চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা নয় বলে। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনে কোন ভইংগা শিক্ষককে প্রভাবশালী হতে দেখলে ছলে বলে কৌশলে সদলবলে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে অপদস্থ্ ও নিগৃহীত করতেও ওরা পিছপা হয়না।

এভাবে আঞ্চলিকতার বিষ বাষ্পে কলুষিত করে এসব কূপমুন্ডকের দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে "বিশ্ববিদ্যালয়" শব্দটির অর্থই বদলে দিয়ে আঞ্চলিক বিদ্যালয়ে পরিণত করেছে।

বর্তমানে শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্রীদের ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হচ্ছেন খুন হয়ে যাওয়া ছাত্রনেতা দিয়াজের স্থল-কুলহীন পরিবার। জেনে হোক আর না জেনে হোক, এসব নোংরা ষড়যন্ত্রে শামিল হয়ে পরিবারটি বরং তাদের সন্তান এবং ভাইয়ের প্রকৃত খুনিদের আড়াল হতেই সহযোগিতা করছে।

এদেশে ফাঁসির আসামিও জেল থেকে ছাড়া পেয়ে যায় অথচ কোন প্রকার চা্জশীট বা অভিযোগপত্র হওয়ার আগেই আঞ্চলিকতায় কলুষিত কূপমুন্ডক ষড়যন্ত্রী শিক্ষককদের দল আর স্থানীয় সাংবাদিকদের অপপ্রচারের মাধ্যমে শিক্ষক আনোয়ার চৌধুরীকে হাজতবাস করিয়ে ওরা বিকৃত আনন্দ পাচ্ছে!

সবাই জানে প্রকৃত খুনি কারা, এবং এও জানে প্রকৃত খুনিরা সবসময় বীরদর্পে বিচরণ করে যাবে আর বার বার বলি হবে আনোয়ারের মত গিনিপিগ ব্যক্তিরাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.