নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন তুই কৃষ্ণ কথা বল

সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে

দেশী পোলা

হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না

দেশী পোলা › বিস্তারিত পোস্টঃ

ছৌদি রাজতন্ত্রে গলা কাটা মৃত্যুদন্ড অমানবিক, চাইনীজ সমাজতন্ত্রে মাথায় গুলি কইরা মৃত্যুদন্ড মানবিক

১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:১১

বেশ কয়েকটা গলাবাজিমার্কা পোস্ট দেখলাম, সৌদীতে বাংলাদেশীদের মৃত্যুদন্ড নিয়া, এখন সৌদী গলা কাটে বইলা নাস্তিকেরা চেচামেচি লাগায়া দিছে, ভালা কথা, গলা কাটা বড়ই অমানবিক, সব মানলাম।



তয় কোশ্চেন হইলো, আপনাদের গুরুভাই চাইনীজরা যখন মাথায় গুল্লি কইরা কয়েদীদের হত্যা করে, আপনাদের মানবিকতা তখন কই যায়? না কি চাইনীজ সরকার নাস্তিক বইলা তাদের মানবিকতা বেশী?



একটা দেশে মৃত্যুদন্ড যদি থাইকা থাকে, তারা কয়েদীদের কিভাবে মারবে সেইটা অবশ্যই তাদের আইনের ব্যাপার। তয় একজন প্রবাসী হিসাবে যেটুকু জানি, বিদেশে আইনের হাতে মারপ্যাচ খাওয়া একজন বাংলাদেশীর সাহায্যে বাংলাদেশের সরকার তো দূরের কথা, আপন বাংলাদেশীরা পর্যন্ত সহজে আগায়া আসে না। আটজনরে যখন ধরা হইছিল, সেই সময়ে এদের আইনী সহায়তা বা উকিল ব্যারিস্টার দেয়ার কেউ তো ছিলো না, এখন মইরা গেছে আর ব্লগে ব্লগে গুপ্তকেশ ফালানী শুরু হইছে।



মাঝে মাঝে মনে হয় বৈদেশে এরকম চিপায় পর্লে সবুজ পাসপোর্টটা পুড়ায় ফেলুম। আমি বাকি যেইসব দেশের নাগরিক, তারা এটলিস্ট আমি চিপায় পরলে দূতাবাস দিয়া লোক পাঠাইবো। খাটি বাংলাদেশের কোন নাগরিকের সেই সৌভাগ্য কবে হইতারে, আল্লায় জানে। আমাগো দেশে খালি তারেক জিয়া বা জয় ওয়াজেদ এর লাইগ্যা সরকারের পরান পোরে, বাকি শালারা সব চ্যাটের বাল X((

মন্তব্য ২৯ টি রেটিং +১৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:১৪

ওসমাণ বলেছেন: সৌদী আল্লার আইন ব্রিটিশ ও কানাডিয়ানদের জন্য নয় !!!
Click This Link

১২ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:৫৯

দেশী পোলা বলেছেন: আমাগো দেশে খালি তারেক জিয়া বা জয় ওয়াজেদ এর লাইগ্যা সরকারের পরান পোরে, বাকি শালারা সব চ্যাটের বাল X(

২| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:১৭

শিক কাবাব বলেছেন: কল্লা কাটা থেইকা মাথায় গুলিতে মরতে মজা আছে। বুঝেন না ক্যান? একটু আরাম পাওয়া যায়। মারবেনই যখন আরামের মরণ দেন না রে ভাই !

কতগুলি প্রস্তাবিত আরামের মৃত্যু :
১. ২৫০ ভোল্ট কারেন্ট লাগায়া দেন।
২. বিষ খাওয়ায়ে দেন / ইনজেকশন পুশ করেন।
৩. ওরে আগে অপারেশন করতে যেমন বেহুশ করে তেমন বেহুশ করেন। তারপর বেহুশ অবস্থায় রক্ত ফালায়া দেন (রগ কেটে)।
৪. বেহুশ কইরা বেহুশ অবস্থায় একটা কয়েকশত টন বড় পাথর দিয়া ছেইচা ফালান, (আমরা যেমন পায়ের তলায় দিয়া মাছি বা তেলাচোরা মারি)।

আমি একজনরে খুন করতে চাই। কিন্তু কষ্টদায়ক মরনের ভয়ে খুন করতে পারতাছি না। যদি আরামের মরন দেন, গ্যারান্টি দেন তাইলে কাজটা সারায়া ফেলতে পারি।

উহ ! মরতে যে কি আরাম !!! আমি বুঝলাম কি কইরা? আমি যারে মারছিলাম, সে মার পর, মরা অবস্থায় আমারে লিখিত বয়ান দিয়া গেছে।

৩| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:২১

সোহান মুরাদ বলেছেন: কিছু বলতে গেলে সমস্যা।সৌদি দালাল বানিয়ে দেয়।এই সৌদিয়ানরা অমানুষ আর আমরা মানুষ : শুধু ৮ বাংলাদেশী না আরো ৮০০০ বাংলাদেশীর কল্লা ফেলে দেওয়া দরকার পোষ্টটার কারণে আমি রীতিমত সৌদি দালাল হয়ে গেছি ।কমেন্টে কানাডয় থাকে দুবাইতে থাকে তাকে এমন কয়েকজনও প্রবাসে বাংলাদেশীদের অপকর্ম তুলে ধরেছে ।তাদের কেউ দালাল বললনা।দালাল হয়ে গেলাম আমি ।এতেই বোঝা যায় আমাদের রাগটা কোথায়।


অনেককেই প্রশ্ন করলাম বিভিন্ন পোষ্টে ১০বছর আগে আমাদের যে সম্মান সৌদির দিত তারা এখন দেয়না কেন?দোষ কার? অনেককে জিজ্ঞাসা করলাম ভাই কি সৌদিতে ছিলেন?বলে না ।

৪| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:২৯

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
নাস্তিকরা বড়ই মানবিক। বড়ই দয়ালু। তাদের মৃত্যুদণ্ড বড়ই মানবিক ছিলো নাস্তিক সমাজতান্ত্রিক সোভিয়েত আমলে। কোটি কোটি মানুষকে শ্রম শিবিরে, তিলে তিলে, ধুঁকে ধুঁকে কষ্টদায়ক মৃত্যুদণ্ড দানকারী, দণ্ডাদাশে স্বাক্ষরকারী ষ্টালিন, লেলিন, ট্রটস্কি, মাও সেতুং, পল পট প্রভৃতি পিশাচ নরঘাতকরা নাস্তিকদের খোদা বলে তাদেরগুলো মানবিক আর সভ্য। আর সৌদি আরবে হলে অসভ্য, অমানবিক। যত্তোসব উজবুক, ভণ্ড। মূর্খ শয়তানের দঙ্গল কোথাকার!

১২ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:৩৩

দেশী পোলা বলেছেন: সৌদিরা আসলেই অসভ্য, তয় অগো পয়সা বেশী, নাস্তিক কম্যুনিস্টদের পয়সা নাই, একটু হিংসা তো করবেই

৫| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩০

চেলসি ফ্যান বলেছেন: দূরে গিয়া মর।

১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩৪

দেশী পোলা বলেছেন: একটু আগে রাকাই আর প্রজন্ম৮৬ এর নিক মিলে গেছে, আপনে কার নিক?

৬| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩৩

শুভ রাত্রি বলেছেন: দূরে গিয়া মর।

১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩৮

দেশী পোলা বলেছেন: আসল নিকে আইসো

৭| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩৩

ক্ষ্যাপা বালক বলেছেন: আমি একজনরে খুন করতে চাই। কিন্তু কষ্টদায়ক মরনের ভয়ে খুন করতে পারতাছি না। যদি আরামের মরন দেন, গ্যারান্টি দেন তাইলে কাজটা সারায়া ফেলতে পারি।

৮| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩৬

শয়তান বলেছেন: যে কোনো ধরনেরই মৃত্যু দন্ডের এগেনস্টে আমি .আমেরিকান ইলেকট্রিক চেয়ার ,চৌদি কল্লা কাটা অথবা বৌধিস্ট ওয়েতে কাপড় মোড়ানো অবস্থায় গুলি করে মারা .. সব গুলি এক

১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩৮

দেশী পোলা বলেছেন: আরে আপনে? বিয়া শাদী কইরা আর এই দিকে মুখ দেখান না

আমি তো ভাবলাম বোরখা পড়া শুরু করছেন

৯| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩৯

শিক কাবাব বলেছেন:
শয়তান বলেছেন: যে কোনো ধরনেরই মৃত্যু দন্ডের এগেনস্টে আমি

আপনের পোলারে খুন করলেও তার মৃত্যুদন্ড দিবেন না? আপনিতো মহামানব ! পুত্রের চাইতে পুত্রের খুনি আপনার কাছে প্রিয় ! মাশাল্লাহ !

১০| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:৪৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনার পোস্ট পড়লাম ।
তবে পোস্টের লেখা দেখে কোন মন্তব্য করলাম না, কারন এটা আস্তিক নাস্তিক ব্যাপার । এই বিষয়ে তর্কে যেতে চাইনা
শিরোনামের উপর বক্তব্য হলো,

"সৌদিরটা অমানবিক ,কারন ওদের আইন শুধু আমাদের মত গরীব মানুষদের জন্য, আমেরিকান ,কানাডিয়ান বা ইন্ডিয়ান বা অন্যান্য দেশের জন্য ওদের আইন কেনো প্রযোজ্য হয়না? এমনকি সৌদি রাজ পরিবারের সমকামীতা , বা গৃহপরিচারিকা নির্যাতনের ক্ষেত্রে কেনো এই আইন কার্যকর হয়না? "

১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:৪৬

দেশী পোলা বলেছেন: এই জন্যই তো বললাম, গরীব দেশের জনগনরে উকিল ব্যারিস্টার না পাঠাইয়া ব্লগে ব্লগে ইসলামের গুস্টি চুদাইলে কার কি লাভ হয়?
মগা বা ছাগফুর পুলিশের হাতে ধরা খাইলে মানববন্ধন করা হয়, বহুত কালা মিয়া এখনও সৌদি পুলিশের হাতে ধরা খাইয়া বইসা আছে, তাদের জন্য উকিলের টেকা যোগাড় করবো কেডায়?

১১| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:৫৫

শয়তান বলেছেন: শিক কাবাব @ সন্তান রে হত্যা করলেও কিন্তু প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার আইন বাবা মা রে কট করে .. খুব খিয়াল কইরা ...

কোনো মানুষের জীবনের প্রতি কারোর কোনো অধিকার নেই .যেমন বাস্তবের বাবা /মা য়েরও নাই , ঠিক তেমনি বায়বীয় ঈশ্বরেরও নাই

১২| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ২:০৭

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আ[পনাকে ধন্যবাদ যে আপনি ব্যলেন্সড একটা লেখা লিখেছেন। এই ব্যাপারটা একটা উভয় সংকটে ফেলে দিয়েছে। ব্লগে যখন এটা নিয়ে লিখি বাংলাদেশি ভাই হিসেবে এসব হতভাগ্যদের কিছুটা হলেও আমাদের সাহায্য পাওয়া উচিত ছিল ( আমার ভাই খুনি হলেও আমি যদি নীতিবান আদর্শবান মানুষ হই তাহলে আশা করব তার সঠিক বিচার হবে একই সাথে তাকে যথাযথ আইনি সাহায্য দিব এবং সহমর্মিতা জানাব, তার পাশে থাকব) তখন কিছু নাস্তিক এসে আমার সাথে সহমত জানানো শুরু করে আর ইসলামের চৌদ্দগুস্টি উদ্ধার করা শুরু করে। একই সাথে কেন কল্লা কেটে মৃত্যদন্ড কার্যকর করা হল তা নিয়ে হাউকাউ লাগায়। আর অন্যদিকে কিছু মুসলমান এসে হাউকাউ শুরু করে ন্যায়বিচার হইছে, সৌদিরা কখনো অন্যায় করে না, তারা সবসময় ন্যায়বিচার করে, এটা আল্লাহর আইন সবার জন্য সমান ( যদিও ভুরি ভুরি উদাহরন আছে আল্লাহর আইনও মানুষ ভেদে পরিবর্তিত হয়) এরা ডাকাত, উচিত শিক্ষা হইছে। ইত্যাদি ইত্যাদি। এসব করতে গিয়ে ঐ বেচারাগুলা যতটুকু সন্মান বা সহমর্মিতা পাইত তাও হারায়।আর মাঝখান দিয়ে আমাদের ইসলাম নিয়ে কয়েকটা কুলাঙ্গার হাউকাউ করার সুযোগ পায়। এর একই সাথে আমরা কখনো সৌদির দালাল আবার কখনো যামানবাধিকার কর্মি হয়ে যাই।

১৩| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ২:৩১

নষ্ট ছেলে বলেছেন: আমার মনে হয় মানবিকতা শব্দটা নাস্তিকদের জন্য বরাদ্দ! বিন লাদেন, চে গুয়েভারা উভয়েই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু চে গুয়েভারা নাস্তিক কমুনিস্ট হওয়ার কারণে নাস্তিকরা তাকে বলে বিপ্লবী আর বিন লাদেনকে সন্ত্রাসী! নিরীহ সাধারণ মানুষ হত্যার অপরাধে উভয়কেই সন্ত্রাসী বলা যায় সেটা তারা চে গুয়েভারার জন্য মানতে নারাজ।
২য় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের নাস্তিক কমুনিস্টরা প্রায় ২০ লাখ জার্মান নারী ধর্ষণ করছে, এতো ধর্ষণের ঘটনা ইতিহাসের আর কোথায় নাই! তখন স্ট্যালিন কইছিল ধর্ষণ নাকি একটা সৈন্যের জন্য পুরস্কার! এইসব ব্যাপারেও নাস্তিকরা নিশ্চুপ। হয়তো বিবেকরে কোনভাবে বুঝাইয়া এইগুলাও তারা জায়েজ কইরা নিছে।
২০১০ সালে চাইনিজরা ৫০০০ জনের মৃত্যুদন্ড কার্যকর করছে! এর ধারে কাছেও অন্য কোন দেশ নাই। এখানেও নাস্তিকদের মানবতবোধ জন্মায় না।

১৪| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ২:৩৪

সিংহরাজ বলেছেন: দুইটাই মারাত্নক অমানবিক।

আচ্ছা চায়নাতেকি এখনো গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়? বিষয়টা জানা দরকার।

১২ ই অক্টোবর, ২০১১ রাত ২:৩৯

দেশী পোলা বলেছেন: এই লিংকটা দেখতে পারেন

Click This Link

China currently uses two methods of execution. Since 1949, the most common method was execution by firing squad, which has been largely superseded by lethal injection, using the same three-drug cocktail pioneered by the United States, introduced in 1997. Execution vans are unique to China though. Lethal injection is more commonly used for "economic crimes", such as corruption, while firing squads are used for more common crimes, like murder. There is a general trend towards moving to lethal injection, though. The cost of a lethal injection is cheaper, and according to a court official in Kunming, it lessens the risk of HIV in the cleanup of the firing squad. This method is promoted by the Central People's Government as less painful and more humane, and it plans to phase out the use of firing squads by 2010

১৫| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ২:৩৯

সিংহরাজ বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: আমার মনে হয় মানবিকতা শব্দটা নাস্তিকদের জন্য বরাদ্দ! বিন লাদেন, চে গুয়েভারা উভয়েই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে

পার্থক্যটা একটু স্টাডি করলেই খুজে পাবেন। একজন ধর্মীয় ভুল ব্যাখ্যা দিয়ে হাজার হাজার তরুনকে বিপথে নিয়ে গেছে। নিজ দেশ, সরকার, এমনকি নিজ ধর্মের লোকদেরও ধর্মের দোহাই দিয়ে শতে শতে কতল করেছে। নিহতদের ৯০% নিরপরাধ সাধারণ মানুষ। আবার তার বিরুদ্ধে অভিযোগ আছে আমেরিকার সাথে যোগসাজসের।

চে সমাজনন্ত্রবাদী ছিলো। তার সংগ্রামটাও ছিলো সেই কেন্দ্রীক।




১৬| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ২:৫৫

নষ্ট ছেলে বলেছেন: @সিংহরাজ,
৯০% সংখ্যাটা কিভাবে হিসাব করলেন?
এদের মধ্যে কি আমেরিকার আর সোভিয়েত ইউনিয়নের সোলজার আছে? তা না হলে তো কোন ভাবেই ৯০% হওয়ার কথা না। নাকি টুইন টাওয়ারে নিহতদের ধরেছেন যেটা বিন লাদেনও স্বীকার করে নাই আমেরিকাও প্রমাণ করতে পারে নাই।
আমেরিকার সাথে যোগসাজস ছিল সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ করার সময়। পরে যে ছিল না সেটা তো নিজের চোখেই দেখেছেন।

সংগ্রাম করতে গিয়ে সাধারণ নিরীহ মানুষ মারলে সেটা উগ্রবাদের মধ্যেই পড়ে। হোক সেটা সামাজতান্ত্রিক অথবা ধর্মীয়।

১৭| ১২ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:৪৬

ম্যাকানিক বলেছেন: দেশী পোলা ভাই সৌদিতে বাংলাদেশীরা অপরাধ কইরা বিপদে পড়ুক আর ভিক্টিম হইয়া বিপদে পড়ুক তাদের দেখার কেউ নাই।
তাদের কথা শোনার কেউ নাই।
তাদের সাহায্যে আরব এনজিও আমেরিকান এনজিও আগায় আসে অথচ নিজের দেশের দুতাবাস খবরও লয় না।
সৌদী সরকারের বিচার বা পুলিশি তদন্ত নিয়া বাংলাদেশের মানবাধিকার সংস্থা যেইভাবে প্রশ্ন তুলছে ঘটনা তা না সৌদি পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এবং তাদের ফরেনসিক বিভাগ বৃটিশ আমেরিকান ট্রেইনড।বাংলাদেশ সরকার চ্যালেঞ্জ করলে তারা খুবই সুন্দর করে তাদের ফাইন্ডিংস দিয়ে প্রমান করে দিতে পারবে যে সেই আটজন আসলেই অপরাধী।তাদের সেই টেকনোলজি আছে ক্যাপাবিলিটি আছে।কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশী নাগরিক হিসেবে একজন প্রবাসী রেমিটেন্স উপার্জনকারী হিসেবে বাংলাদেশ সরকার কেনো তার নাগরিকদের দেখভাল করে না। ঘটনা ঘটছে ২০০৭ এ এর মধ্যে বাংলাদেশ হাই কমিশন কি কোনদিন গিয়েছিলো সেই লোকদের খোজ করতে।
অপরাধী হিসেবে যাইয়া দুইটা চটকোনা দিয়া আসতো তারপরেও বলতে পারতো যে হ্যা আমার দেশের সরকার আমাদের দেখে।
এই খুনা খুনি আরব দেশে নতুন কিছু না এর আগেও হইছে সামনেও হইবো কিন্তু এর পেছনে আরবদেরো একটা ভুমিকা আছে যেইটা নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা এবং অধিকার এবং সুযোগ একটা দেশের হাই কমিশনের থাকে ম্যাংগো পাবলিকের চাইতে বেশী হাইকমিশন সেই কাজটা করলে দেশ ও দশের সকলের উপকার হয়।

১৮| ১২ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:৫৭

জিসান শা ইকরাম বলেছেন:
পোষ্ট দেইখ্যা ডড়াইছি।
বিনা বিচার অথবা প্রায় বিনা বিচারে এমন দন্ড চাইনা।

আট বাংলাদেশী যদি বাংলাদেশের না হইত, তবে হয়ত এমন বিচার হইত না। আমাগো দেশের রাস্ট্রনায়করা মার্কিন , সৌদি , ব্রিটিশ রাস্ট্র দুতদের কাছে গিয়ে উরচুংগার মত চু চু করে। গিনিপিগ তো আমরাই হমু দেশী।

আমাদের দেশের বাচ্চারা হবে উটের জকি , বাচ্চাদের চিৎকার হবে আন্দের খোরাক
আমাদের দেশের সন্তানরা পরিচিত হবে মিসকিন হিসেবে .....
এটাই আমাদের নিয়তি.....

এরপরো আমরা মুসলিম উম্মাহ নিয়ে গলাবাজি করবো ......

১৯| ১২ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:০৮

মেহেদী_বিএনসিসি বলেছেন: ফাঁর্সি,ইলেক্ট্রিক চেয়ার কিংবা গুলি করে মারাটার চেয়ে ঘাড়ের পেছন থেকে গলা কাটাটা অনেক কম কষ্টদায়ক, যেহেতু আমাদের সব নার্ভগুলোই ঘাড়ের পেছনে থাকে, তাই ভিডিও অনুযায়ী ওই নার্ভগুলো কাটতে ১সেকেন্ডের ১০ভাগেরও কম সময় লাগে। তাই অন্তত ওই মৃত্যুর মুহুর্তের কথা হিসেব করলে এটাই সবচেয়ে কম কষ্টদায়ক।
আর প্রকাশ্যে করা হয় বলেই এটা নিয়ে এতো শোরগোল...........এই প্রকাশ্যে করার একমাত্র কারনই হলো অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করা।
অনেকে এই বাংলাদেশিদের শাস্তির সাথে সৌদি যুবরাজের হত্যাকান্ডের তুলনা করছেন.........কিন্তু চিন্তা করেন........আপনি যে দেশের লোক.......সেদেশের একজন ছাত্রদল-ছাত্রলীগ নেতারা খুনের মামলা থেকে রেহাই পায় রাষ্ট্রপতির কথায়..........আর আমাদের জয় বা তারেক অমন ১০০খুন করলেও যে তাদের ১টি গুপ্তকেশও কাটা হবেনা........সোটা আমরা ভালোকরেই জানি। এখন আমারা ওদের শাসনের সমালোচনা করি কোন বিবেচনায় ?
তাই সমালোচনাতো অশিক্ষিত রিক্সাওয়ালারাও করতে পারে কিন্তু বাস্তব সমালোচনা সবাই করেনা.......বা পারেনা........। এতোই যদি পারেন.......তবে ওই বঙ্গবন্ধুর আইনি লড়াইতে শত কোটি খরচ না করে এই প্রবাসীদের আইনি সহায়তার জন্য একটা ফান্ড খুলে দেন........

২০| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৭

স্পেলবাইন্ডার বলেছেন: সহমত।

২১| ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৫৩

জিসান শা ইকরাম বলেছেন:
অ:ট: ঘটনা কি ?

১৪ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:০১

দেশী পোলা বলেছেন: ঘটনা নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.