নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন তুই কৃষ্ণ কথা বল

সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে

দেশী পোলা

হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না

দেশী পোলা › বিস্তারিত পোস্টঃ

নয়জন মহিলা একমাসে একটা শিশু প্রসব করে না

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪০

সফটওয়্যার ইন্জিনিয়ারিং এর একটা সূত্র আছে, এইটারে ব্রুক'স ল বলে, উপরে দেয়া এই সূত্রটারে সোজা বাংলা করলে হয় অতি সন্যাসীতে গাজন নষ্ট- এর কাছাকাছি কিছু একটা। সফটওয়্যার ইন্জিনিয়ারিং এর সূত্র আউরাইতেছি বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের কথা ভাইবা। ইনটারনেটের কল্যানে অথবা ইন্টারনেটের দোষেই হউক, প্রাচ্য ও পাশ্চাত্যে যা কিছু ঘটে, সবই বাংলাদেশে দেখা যায়। ফলে সানি লিওন এর ভিডিও থেইকা শুরু কইরা বাকস্বাধীনতা, উগ্র ধর্মান্ধতা, দেশপ্রেঘটিত ফটোসেশন, তাহরীর স্কয়ার সবই একে একে আমদানী হইতেছে।

সমস্যা হইল, আমরা যে পরিমান বৈদেশিক আমদানী করি সেই পরিমান রপ্তানী করতে পারতেছি না। প্রবাসী বাঙালী সেকেন্ড জেনারেশন এর কাছে এখনও ইন্ডিয়ান কালচার আর বাংলাদেশের কালচারের মধ্যে বেশি ডিফারেন্স নাই।

কথা হইতেছিল ব্রুকস ল নিয়া, ব্যাপারটা মাথায় ঢুকছে ইদানীংকার কিছু ঘটনা নিয়া।

ঘটনা নাম্বার ওয়ান, কোন এক পাবলিক বাসে বইসা বাংলাদেশের মেজরিটির ধর্ম নিয়া কটুক্তি করায় লোকজন তাহারে গনধোলাই দিছে। আমেরিকা বা ইংল্যান্ডের পাবলিকের বাকস্বাধীনতার অধিকার ঈর্ষনীয়, তারা তাদের দেশে বইসা যারে ইচ্ছা গালিগালাজ করতে পারে, কিন্তু বাংলাদেশে এই প্রসেস শুরু হইতে এখনও বহুত দেরী। ইউরোপের বাকস্বাধীনতা এই লেভেল আসতে তাদের দুইটা বিশ্বযুদ্ধ পার হইতে হইছে। বাংলাদেশ ছয় সাত বছর অনলাইনে ঈশ্বরের গুস্টি কিলাইয়া যদি কেউ মনে করে বাকস্বাধীনতার লেভেল এইখানে ইউরোপের সমান হইতে হবে, উহার মাথায় গোবর আছে। যে পরিবেশ ইউরোপ বা আমেরিকা শত শত বছরের পরিশ্রমে তৈরি করছে মানুষের অধিকারকে সমুন্নত রাখার জন্য, সেই অধিকার বাংলাদেশে কারোই নাই, বরং সেই পরিবেশ তারাহুড়া কইরা আমদানী করলে হীতে বিপরীত হইতে পারে। ফ্রীস্পীচ এর বদৌলতে ফ্রী কিলাকিলি ও ডান্ডাপিটানীও মিলিবে, ব্রুকস ল অনুযায়ী, নয়জন মহিলা একমাসে একটা শিশু প্রসব করে না

ঘটনা নাম্বার টু, ফেলানী হত্যার বিচার। আমেরিকা বা ইংল্যান্ডে এ ধরনের ঘটনা হইলে বিচার ব্যবস্থা কাইপা উঠতো। যদিও ঐসব দেশে এইসব সুবিচারের ধারা একদিনে আসে নাই, শত শত বছর ধইরা চেস্টা কইরা ওরা আজকের এই পর্যায়ে গেছে, এখন বিচারকক্ষে যতই ক্যামেরা আসুক বা নয়া নয়া বিচারক জয়েন করুক, আইন তো বদলায় নাই। ভারত বা বাংলাদেশের মধ্যে কাটাতারের বেড়া এখনও আছে, বিনা ভিসায় কাটাতার পার হইলে ভারতীয়রা এখনও গুলিই করে, ফুল ছুইড়া মারে না। এখন হটাৎ কইরা ভারত বাংলাদেশের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের মত বিনা ভিসায় চলাচল দাবী করলেই সেই টা নাজেল হবে না। ভিসা না নিয়া কাটাতাড় পার হইলে ফেলানীর মত মরার সম্ভাবনাও প্রচুর, এর থেইকা প্রতিদান একদিনে আসবে না, আমরা যতই চিল্লাই, ব্রুকস ল অনুযায়ী, নয়জন মহিলা একমাসে একটা শিশু প্রসব করে না

ঘটনা নাম্বার থ্রি, সরকার পরিবর্তন। আমাদের দেশের সরকার পরিবর্তন করতে গেলেই লাশ পড়ে, আমেরিকা বৃটেনে ভোটবুথে লোকজন কাজের পরে ধীরে সুস্থে গিয়া ভোট দিয়া আসে, ঝামেলা নাই, ঝগড় নাই, যে পার্টি জিতছে, সেই পার্টি পরের দিন গিয়া অফিসে ঢুইকা অন্য পার্টিরে থেংকু দিয়া কাম শুরু করে। পার্টি আসে পার্টি যায়, দেশের পলিসি এক থাকে। এখন বাংলাদেশে তারেক যুবরাজ, বা বঙভাতিজা জয়রে আনলেই যে ফট কইরা এই রকম সুশাসন সুশীলতা শুরু হইবে, এইটা সোনার পাথর বাটি। বাংলাদেশেও একদিন পরিবর্তন আসবে, সরকার পরিবর্তন হবে শান্তিতে, আমরা ঈদের জামাতে যাওয়ার মত নতুন জামা পইড়া দল বাইন্ধা ভোট দিতে যাবো, বিজিত দল পরাজয়ী দলকে কাঠাল দিয়া বিদায় দেবে, তবে এইখানেও টাইম লাগবে একদিনে আসবে না, আমরা যতই চিল্লাই, ব্রুকস ল অনুযায়ী, নয়জন মহিলা একমাসে একটা শিশু প্রসব করে না

আমাদের জাতীয় দাবিগুলা আমাদের শিশুর মত, জাতির গর্ভ হইতে নানা রকমের টানাপোড়নের মধ্য থেইকা এইসব দাবীগুলা প্রসব হয়। দেশের দাবী, গনতন্ত্রের দাবী, সামরিক সরকারকে বিদায় করার দাবী, শিক্ষার দাবী, সেতুর দাবী, যুদ্ধপরাধীদের বিচারের দাবী, এগুলা সবই ফলপ্রসু হইছে এবং হবে যখন আমরা ধৈর্য ধরবো। একটা গ্রুপ দাবী নিয়া আগায় আসবে, লোকজনকে বোঝাবে, তারপর দাবীটার গ্রহনযোগ্য হইলেই দেশের জনগন সেইটার জন্য জান দেবে, প্রাণ দেবে। ফট কইরা ফেসবুকে প্রফাইল পাল্টাইয়া দেশ উদ্ধার করছি টাইপের লোকজনের এইসব হার্ডওয়ার্ক পছনদ না, উহারা স্ট্যাটাস দিয়া মনে করে দেশরে ভালবাইসা ফাটায়া ফালাইলাম, অথচ একটাও গুপ্তকেশ খরচ হইল না। এইসবে কাম হইবো না।

জীবন দিয়া সবাই নিজের দাবীর যোগ্যতা প্রমান করতে হয়, একজন মা তার গর্ভের সন্তানের জন্য কি না করতে পারে, আমাদের জাতির গর্ভের স্বপগুলার জন্য, আমাদের জাতির দাবিগুলার জন্য আমরা কি কি করছি??

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:২৪

গ্রীনলাভার বলেছেন: :D :D :D
ভাই, মজা করে সত্যি কথাই লিখেছেন।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ২:৩৩

নতুন বলেছেন: আমরা যতই চিল্লাই, ব্রুকস ল অনুযায়ী, নয়জন মহিলা একমাসে একটা শিশু প্রসব করে না


চরম সত্য কথা... কিন্তু মুরুব্বিরা তো এইটা বুজবোনা.... টাইম লাগবো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.