নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন তুই কৃষ্ণ কথা বল

সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে

দেশী পোলা

হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না

দেশী পোলা › বিস্তারিত পোস্টঃ

দেয়ার আর লাইফ হ্যাকার। এন্ড দেয়ার আর ওয়ানা বি জ

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৩


হ্যাকার শব্দটার সাথে কম্পিউটার কালচার শুরু হবার পরে বাঙালীর পরিচয়। ইদানীং নানা ধরনের পোলাপান দূর্বল ওয়েবসাইটগুলাতে গুতাইয়া নিজের নাম ছাপাইয়া নিজেদের হ্যাকার পরিচয় দিতে ভালবাসে। তবে হ্যাকার শব্দের আসল উৎপত্তি তাহারা জানে না। হ্যাকার হইল সেই লোক যে anti-authoritarian approach দিয়া লক্ষ্যবস্তু হাসিল করে। আমাদের চারপাশে অনেক অনেক লোক কনভেনশনাল পদ্ধতি বাদ দিয়া ভিন্ন ভিন্ন পথে জীবনের লক্ষ্যপথে আগাইতেছে, ইহারাই লাইফ হ্যাকার

বাঙালী মধ্যবিত্ত জীবনের লক্ষ্য একটাই, একটা বিয়া, দুইটা পোলাপান, এক টুকরা জমি বা ফ্ল্যাট, মরার আগে কালচার বা ধর্ম নিয়া হাদুমপাদুম করা। তারপর আজরাইলে আসলে মিরপুর বা যাত্রাবাড়ীর গোরস্তান বা শশ্মানে ঠাই নেওয়া। এই টুকু হাসিল করার জন্য তারা স্কুলে যায়, গোল্ডেন জিপিএ পায়, কলেজে যাইয়া চোথা বানাইয়া কোচিং করে, ইউনিভার্সিটিতে যাইয়া প্রেম পিরীতির ফাকে ফাকে পরীক্ষা পিছানোর আন্দোলন করে, সবশেষে দুইটা পয়সার জন্য বিসিএস দিয়া সরকারী ঘুষের চাকরী অথবা বিদেশী ফোনের কুম্পানীতে কুলিগীরি করে।

এখন ধরা যাক একজন লোক তার জীবনের অর্ধেকটা এইসব ফাতরামিতে ব্যয় কইরা ফোন কোম্পানীর ম্যানেজার বা সরকারী মেজিস্ট্রেট হইল। আয় হয়ত দুই তিন লাখ টাকা। হটাৎ দেখে তার পাশের বাসার অর্ধেক বয়সের মেয়ে পড়াশুনা না কইরা লাইফ হ্যাকিং করছে, হয়তোবা ব্যবসা বা প্রভার মতো পর্ণ বানাইয়া, কিংবা কোন এক বিদেশী কোটিপতি বিয়া কইরা ১৮ বছরের মেয়েটা গাড়ি ফ্ল্যাট বিদেশী পাসপোর্ট সবই হাসিল করছে। তখন সেই ৩০ বছরের মধ্যবিত্ত পোলার মনের অবস্থা কি হবে? অবশ্যই সে চাইবে মাইয়ার নামে কুকথা কইয়া দমাইয়া রাখতে। এজন্যই আনকনভেনশনাল পদ্ধতিতে বাঙালীর বড় ভয়।

প্রথম দিকে বিদেশে যখন আসি, তখন বেশির ভাগ লোকজন বিদেশে আইসা ট্যাক্সি চালাইতো বা মুদি দোকানদারী করত। এইচ ওয়ান বি এর নামই শোনে নাই তখন বাঙু জনগন। সেই থেইকা আজকে পোলাপান ঢাকা থেইকা গুগলে চাকরি নিয়া আসে, এই যে দিন বদলাইছে, এটার জন্য দায়ী কে? লাইফ হ্যাকার রা

একজন লাইফ হ্যাকার হইল ডক্টর ইউনুস এর মত, সমাজের কোন খানে কোন ফাটা ফোকর দিয়া ঢুইকা সমাজের মাথায় চইড়া সমাজরেই জুতা দিয়া বাইরায়। লাইফ হ্যাকার আরজ আলী মাতুব্বর, মুল্লারা মায়ের জানাজা পড়তে দিবে না দেইখা নিজেই জানাজা পইড়া নাস্তিকতা নিয়া বই লেখে, যেইটা এখনও এমএ বিএ পাশ নাস্তিকরা কপিপেস্ট কইরা পেট চালায়। শেখ মুজিব বা জিয়াউর রহমানও লাইফ হ্যাকার। এরা প্রেসিডেন্ট হইতে পারছে দেইখাই এদের পোলাপানরা এখন মিলিয়ন ডলারের মুখ দেখছে।

তাইলে কথা আইতে পারে, রাজনীতিবিদ, চোরাচালানী বা ডাকাতরাও তো লাইফ হ্যাকার। কথা ঠিক, তয় ইহারা স্ক্রিপ্ট কিডি দের মত কপিপেস্ট হ্যাকার। আগে কেউ চোরাচালানী শুরু করছে, তারটা দেইখা চোথা মাইরা আরেকজন শুরু করছে। আসল লাইফ হ্যাকার হল ট্রেইল ব্লেজার, ইহারা দধিচী টাইপের রিস্ক টেকার, বাকিরা সব এদের কপি পেস্ট।

নয়া নয়া লাইফ হ্যাকার প্রতিদিনই জন্মাইতেছে দেশে, আজকে যেই ট্রেন্ড চলতাছে, কয়দিন পরে নয়া ট্রেন্ড এর জন্ম দিয়া সেই ট্রেন্ড বেইচা ক্লাস ডিভিশন টপকাইয়া সমাজের মাথা হবার জন্য যারা বড় হইতেছে তাদের জন্য আমার টুপি খোলা লাল সালাম রইল। বাকিরা আন্ডা বেইচা খাউক

মন্তব্য ৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২০

মুক্তকণ্ঠ বলেছেন: +++++++++++++

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৪

আহসানের ব্লগ বলেছেন: পুতাটাই মাথার নিচ দিয়ে গেলো ।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

আহমেদ জী এস বলেছেন: দেশী পোলা ,




দেশী পোলা বিদেশি ঢংয়ে কতা কইলেন । এডাও হ্যাকিং অইবে কি ?

দারুন লিখেছেন । খুব ভালো লাগলো এমন বাস্তবময় কথোপকথন ।

বাঙালী মধ্যবিত্ত জীবনের লক্ষ্য একটাই, একটা বিয়া, দুইটা পোলাপান,................. .................................................................................................. দুইটা পয়সার জন্য বিসিএস দিয়া সরকারী ঘুষের চাকরী অথবা বিদেশী ফোনের কুম্পানীতে কুলিগীরি করে।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

কলাবাগান১ বলেছেন: " বাকিরা আন্ডা বেইচা খাউক"

অথবা খাম্বার সাথে তাবিজ বেধে রাখলে ভুমিকম্প নিজেই ভয়ে আগাবে না এই ত্বত্ত বেইচা খাওয়ার লোকজন ও বাড়ছে কিন্তু আপনি টের পান না

৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫১

মি.সিম্পলম্যান বলেছেন: উপরের বেক্তিটি কে ?

৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৭

মোঃ সোহানুর রহমান বলেছেন: নাগরিক ব্লগে ডোকা যাচ্ছে না । এটা ডিস্ট্রয়েড হয়ে গেছে ।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫০

নিয়েল হিমু বলেছেন: সমাজের মাথা হতে চাই না স্বপ্নও দেখি না । স্বপ্ন দেখি জাত কুল শ্রেণীর উর্ধে অবস্থান রত একটা সমাজ ব্যবস্থার ।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৬

ইমোশনাল কিলার বলেছেন: ভাল লাগছে। দারুণ লিখছেন। আসলেই বাঙালী এজন্যই কথা রটায়। কেউ বেশী বড় হোক এটা সহ্য করতে পারেনা।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

সুমন কর বলেছেন: চমৎকার বলেছেন।

প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.