![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না
ইন্টারনেট, বিশেষ কইরা ফেসবুকে তর্কবিতর্কের কালে মানুষজন হটাৎ হটাৎ কইরা জ্ঞানী লোকজনের কোটেশন বা নামকরা কোন পুস্তকের বক্তব্য উপস্থাপনা করে নিজেদের যুক্তিরে জোরদার করার জন্য। বিশেষ কইরা জ্ঞানপাপী পাতিনাস্তিকেরা এইসব কাটপেস্টে উস্তাদ, কিছু একটা হইলেই অমুক লেখক বা তমুক মহাজ্ঞানীর কোট ব্যবহার কইরা তারা নিজেদের জাহির করে।
সব কোটেশন সঠিক না, অনেক ক্ষেত্রে নামীদামি লোকের নামে নিজের বক্তব্যকে ছাপায়া দেয় লোকজন। নিচে একটা উদাহরন দেওয়া হইল
Religion is regarded by the common people as true, by the wise as false, and by rulers as useful
(ধর্ম জ্ঞানী দ্বারা মিথ্যা হিসেবে , সাধারণ মানুষ দ্বারা সত্য হিসেবে , এবং শাসকদের দ্বারা দরকারী হিসাবে গণ্য হয়)
বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেট আপনারে বলবে যে এই কোটেশনটা করেছিল সেনেকা দে ইয়ংগার (Lucius Annaeus Seneca (often known as Seneca the Younger or simply Seneca ) , কিন্তু কথাটা ভুল
সেনেকার যেসব লেখা আধুনিক যুগে টিকে আছে তার কোথাও এই কোটেশনটা নাই।
তাহলে এইটা কোটেশনটা ইন্টারনেটে কেমনে আসিল??
১৭৭৬ সালে ইংরেক ইতিহাসবিদ Edward Gibbon, একটা বই লেখেন, Decline and Fall of the Roman Empire, সেখানে নিচের কোটেশনটা আছে
"The policy of the emperors and the senate, as far as it concerned religion, was happily seconded by the reflections of the enlightened, and by the habits of the superstitious, part of their subjects. The various modes of worship which prevailed in the Roman world were all considered by the people as equally true; by the philosopher as equally false; and by the magistrate as equally useful. And thus toleration produced not only mutual indulgence, but even religious concord."
(সম্রাট এবং সেনেট-এর ধর্ম নীতিমালা তাঁদের প্রজাদের কুসংস্কারাচ্ছন্ন অভ্যাস এবং দার্শনিকদের মতবাদের সমর্থনে গঠিত হয়েছিল।. রোমান বিশ্বের বিভিন্ন পূজা-আচারকে সাধারন মানুষ সমানভাবে সত্য হিসেবে বিবেচনা করত ; দার্শনিকরা সেটাকে মিথ্যা হিসাবে বিবেচনা করত; এবং শাষকরা সমানভাবে দরকারী হিসাবে বিবেচনা করত। এমন সহিষ্ণুতা শুধুমাত্র পারস্পরিক ইচ্ছাপূরণকেই সাহায্য করেনি ধর্মীয় ক্ষেত্রে সম্প্রীতিরও সৃষ্ঠি করেছিল)
সেই উপরের কোটেশনটাই ১৯১৬ সালে Elbert Hubbard নামে এক লেখক Little Journeys: To the homes of great philosophers" Volume 8 নামের বইতে সেনেকার নামে ছাপায় দেয়, কোন উল্লেখযোগ্য রেফারেন্স ছাড়া
The Emperor was the head of the Church, and he usually encouraged the idea that he was something different from common men —that his mission was from On High and that he should be worshiped. Gibbon, making a free translation from Seneca, says, " Religion was regarded by the common people as true, by the philosophers as false, and by the rulers as useful."
( সম্রাট চার্চের প্রধান ছিলেন , এবং তিনি সাধারণত এই ধারণা উত্সাহ দিতেন যে তিনি সাধারণ মানুষের কাছ থেকে ভিন্ন কিছু এবং তার মিশন উর্দ্ধ থেকে আসা এবং তাকে পূজা করতে হবে । . গিবন , সেনেকা থেকে একটি মুক্তঅনুবাদ করে যেখানে সে বলেছে, "ধর্ম জ্ঞানী দ্বারা মিথ্যা হিসেবে , সাধারণ মানুষ দ্বারা সত্য হিসেবে , এবং শাসকদের দ্বারা দরকারী হিসাবে গণ্য হয়" )
যদিও Elbert Hubbard এখানে Gibbon এর নাম উল্লেখ করেছে, Edward Gibbon তার নিজের বইতে কখনই বলেনি যে এই উক্তিটা সেনেকা দা ইয়ংগার এর করা।. সেনেকার কোন লেখাতেই এই উক্তিটা পাওয়া যায় না।
তাইলে ইন্টারনেট ভরা সব উক্তির পাতায় পাতায় সেনেকার নাম লেখা কেন?? কারণ মানুষজন কষ্ট কইরা গবেষনা করতে চায় না, আর ইন্টারনেটে প্রকাশ হইলেই সেটা সত্য- এই ভ্রান্ত ধারণা বহুত লোকজনের আছে
.
.
তবে এইটা একটা আসল খাটি উক্তি, রেফারেনস লিংক সহকারে দেয়া হইলো
"আজকে আকাশ মালিক বা সুষুপ্ত পাঠকেরা নিজেদের অদৃশ্যতার সুযোগ নিয়ে যে সব ভয়াবহ মন্তব্য সেগুলোর ফল কিন্তু তারা ভোগ করবে না, করবে দেশে আটকে পড়া মুক্তমনা লোকেরা। ওই সব মন্তব্যের স্ক্রিনশট প্রকাশিত হলে, খুনিরা না, সাধারণ মানুষই তাদের পিটিয়ে মেরে ফেলবে। "
লিখেছেন ফরিদ আহমেদ মে ১৮, ২০১৫
http://blog.mukto-mona.com/2015/05/16/46343/
২| ২৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
মোঃমোজাম হক বলেছেন: শুধু ইন্টারনেট কেন,যেকোন ব্যাপারই বুঝে শুনে বিশ্বাস করতে হবে।
৩| ৩০ শে মে, ২০১৫ সকাল ৯:৩৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: যোগী বলেছেন:
জব্বর একটা দারুন পোষ্ট +
৪| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
*কুনোব্যাঙ* বলেছেন: সেজন্যই আব্রাহাম লিংকন বলে গেছেন, ডোন্ট বিলিভ এভরিথিং ইউ রিড অন দ্যা ইন্টারনেট
সেজন্যই আব্রাহাম লিংকন বলে গেছেন, ডোন্ট বিলিভ এভরিথিং ইউ রিড অন দ্যা ইন্টারনেট
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৫ সকাল ৮:১৯
যোগী বলেছেন:
জব্বর একটা দারুন পোষ্ট +