![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না
চিপ ক্যালোফর্নিয়ান ওয়াইন খাইয়া ভারতীয় চানাচুর চিবাইতে চিবাইতে বাংলা ব্লগে বাল ফালাইতেছিলেন সৌদি বংশের সৈয়দ আকাশ মালিক, হটাৎ কইরা উনার মনে হইল মনিটরটা আন্ধার হইয়া যাইতেছে, ক্ষনখানিক সবই আন্ধার হইল, পরে পরে ঘুটঘুটে আন্ধারের মধ্যে এক বায়বীয় অশরীরি আসিয়া উনারে এক বিন্দু আলোর দিকে লইয়া যাইতে লাগিলেন। ঘটনা এতই দ্রুত ঘটিল যে উনি যে নাস্তিক, পরলোকে উনার বিশ্বাস নাই, এই কথা কওয়ার সময় হয় নাই।
যাই হউক, পরলোক বইলা কথা। সবই টাইম মত হয়। উনারেও যথারীতি মুনকার নাকিরের সুপারিশে মৃত্যু পরবর্তী ব্যাপার স্যাপার দেখানো হইলো। নেংটা কাল দিয়া গত হওয়ার টাইম পর্যন্ত উনি যা যা করছেন, যেসব খ্রাপ খ্রাপ কথা লিখেছেন, চুরিদারি টাংকিবাজি করছেন, সবই দেখানো হইলো গায়েবী মুভি কম্পানীর সৌজন্যে। ফট করিয়া মরিয়া যাওয়াতে এতক্ষন উনার জবান ফুটিয়া উঠে নাই। হটাৎ করিয়া জবান ফুটিল, উনি হুংকারিয়া উঠিলেন, এইসব চুদুরবুদুর চলিবে না, সারা জীবন নাস্তিকতা প্রচার করিয়াছি, এখন দেখি আপনারা এইখানে পরলৌকিক দুকান খুলিয়াছেন। ঘটনা কি? আপনেরা কেডা? সমস্যা কি? আমি এখানে কেন? গড কই? দেবী কই? কোন চিপায় আল্লাহ লুকায় আছে? ডাকেন আপনাদের যত আলেম উলেমাদের আজকে দফারফা কইরা দেব।
এত হুলস্থুল শুইনা চিফ ইন্টোরেগেটোর আগাইয়া বলিলেন, মালিক সাহেব, এত উচাটন হইতেছেন কেন? পৃথিবীর চেচামেচি পৃথিবীতেই রাখিয়া আসিয়াছেন, এখন অন্য জগত, এখানে আপনি যা হযরত হয়রান সাহেবও তা। আপনাদের কৃতকর্মের একটা ভিডিও না দেখাইয়া আপনাদের নেক্সট এসাইনমেন্টে পাঠানো যাবে না।
নেক্সট এসাইনমেন্ট? আকাশ মিয়ার চক্ষু ছানাবড়া হইয়া গেল, তার মানে বুদ্ধ হারামজাদা ইজ দা রিয়েল থিং?? খাইছে, খালি খালি বিবি আয়েশারে নিয়া প্যাচাল পাড়ছি।
-না না ভুল বুঝছেন, আপনি আসলে যা ভাবতেন তার কোনটাই ঠিক না।
-মানে?
-মানে হইল গিয়া, আপনে একটা সফটওয়্যার।
-এ্যাঁ??
-জ্বি, আপনার বডি হলো হার্ডও্য়্যার, সেটার লিমিট শেষ হয়ে গেলে কম্পিউটার ফেলে দেয়ার মতো করে আপনার দেহ কে ফেলে দেয়া হয়েছে, লেকিন আপকা চেতনা, সেইটাকে মেইন সার্ভারে টেনে এনেছি।
-তাহলে আপনি একটা??
-জ্বী, আমিও সফটওয়্যার, সবাই সফটওয়্যার। জগতে যা দেখেন, ফিজিক্যাল নন ফিজিক্যাল, সবই মায়া। গ্র্যান্ড আর্কিটেক্ট যখন অনু পরমানু দিয়ে মহাবিশ্ব বানালেন, তখন কিছুটা বোরড ছিলেন, এজন্য উনি আমাদের বানিয়েছেন। আমরা সেই অনু পরমানুর চেতনা। মানুষদের বানানো হয়েছে ৩০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ এটম দিয়ে, এর মধ্যে অক্সিজেন আর কার্বন কিছু বাড়াবাড়ি করছিল, তো সেজন্যই হায়ার ইন্টেলিজেন্স দিয়ে আপনাদের বানানো হয়ছে। এক বডিতে এতগুলা এলিমেন্ট, মেনেজ করতেও তো সমস্যা, তাই প্রসেসরটা লাগানো হয়েছে সুপার ক্লাস। সমস্যা হলো গিয়ে কিছু কিছু মানুষ সেলফ এওয়ার হয়ে নিজে নিজের প্রসেসর বাদ দিয়েই সার্ভারের সাথে যোগাযোগ শুরু করেছিল। এত ভজঘট থামাতে আপনাদের মত কিছু সফটওয়্যারকে নাস্তিক ফ্লেবার দেওয়া হয়েছে। সবাই ভগবান বৌদ্ধ হতে গেলে জগত সংসার কে দেখবে?
-জগত সংসার মানে? গ্রানড ডিজাইনারটা কে?? বানাইছেই যখন এত কিছু, আমাদের সাথে সরাসরি কথা বললেই পারত। এত বাইছলামির কারণ দেখি না।
- কি করবো বলেন, আপনাদের সৃষ্টি করার পরে এত কৌতুক দিতে শুরু করলেন। গ্রান্ড ডিজাইনার আপনাদের মানব শিশুর মত নিটোল, আবার আপনাদের ধুর্ত এরশাদের মত চতুর। আপনাদের কাজকর্ম ওনাকে আমোদ দেয়। এজন্যই আপনাদের রাখা। যেদিন আপনারা আমোদ দেয়া বন্ধ করবেন, এন্ড্রোমিডার সুন্ডারিডা গ্রহের মত আপনাদেরকেও ধ্বংস করে দিয়ে অন্য কিছু বানাতে পারেন তিনি।
-এ্যাঁ?
- এখন আপনাকে ফিনাজি গ্রহের একটা সাতপেয়ে কচ্ছপের ডিমের মধ্যে পাঠানো হবে। ইদানীং ওদের মধ্যে ঈশ্বরভাব পেয়েছে, আপনার মানুষ হিসাবে ট্রেনিং এ আমরা মুগ্ধ, আশা করি নাস্তিক কচ্ছপ হিসাবে আপনার ফিউচার পারফরমেন্স চমৎকার হবে। আলবিদা
২| ১২ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৮
আলী আকবার লিটন বলেছেন: হাহাহা ! লুল
৩| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৪০
হাসান মাহবুব বলেছেন: +++
৪| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: ভালু
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
কানা বাবা বলেছেন: ল
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬
কানা বাবা বলেছেন: 'ইসোটেরিক সাইফাই' নামে নয়া জেনার পয়দা কৈরা ফ্যালেন একটা, দেশী পোলা...
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৫ সকাল ১১:০৯
যোগী বলেছেন: ইউনিক একটা সাইফাই।