নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন তুই কৃষ্ণ কথা বল

সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে

দেশী পোলা

হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না

দেশী পোলা › বিস্তারিত পোস্টঃ

এই গানটার ভাবার্থ বলেন কেউ

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬

ষোল বছর হইলে নারী হয় যুবতী,
রসিকে দেখলে করতে চায় পিরীতি
সে সময়ে বন্ধু আমার খবর লইও
আমি এখন ফুলের কলি আমায় না জ্বালাইও

আরে মুচি তো কাঠাল নয়, কোসর না বাধলে
দুধ তো দধি নয়, দুই দিন না গেলে
প্রেমের বয়স হইলে তুমি ভালবাসিও
আমি এখন ফুলের কলি আমায় না জ্বালাইও
ও ভ্রমোরা, আমায় না জ্বালাইও

জৈষ্ঠ মাসের গরম ছাড়া তাল তো পাকে না,
ফাল্গুন না আসিলে কোকিল তো ডাকে না
খড় পাকিলে বন্ধু তুমি কাছে আসিও
আমি এখন ফুলের কলি আমায় না জ্বালাইও
ও ভ্রমোরা, আমায় না জ্বালাইও

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩

সত্যের পথে আরিফ বলেছেন: ছি ছি ছি!!!!! সরম করেনা

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৮

নজরুল ইসলাম টিপু বলেছেন: জানিনা এই কবিতা কখন লিখা হয়েছে, তবে আগের দিনে এমনকি আমাদের সময়েও মেয়েরাও কৌশলে তার মনের কথা পংতির মাধ্যমে বলে দিত। হয়ত তখনকার দিনে ডিজিটাল বখাটেপনা ছিলনা তাই কিশোরী নিজের কথাটি এভাবে বলেছে। সুন্দর কবিতা ও দারুন অভিব্যক্তি। ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৯

দেশী পোলা বলেছেন: খুব সুন্দর একটা মন্তব্য করেছেন

৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪

এম এ কাশেম বলেছেন: ১৬ বছরের আগে বা নাবালিকা অবস্থায় না জ্বালানোর কথাই বলেছে।

০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৪

দেশী পোলা বলেছেন: ঠিক, তবে এর মারেফতি ভাবার্থটা মনে হয় কেউ এখনও বোঝেনি

প্রাকৃতিক নিয়মের উদাহরন দিয়ে বলা হয়েছে, প্রকৃতির ঋতুর মত জীবনে প্রেমেরও ঋতুর সময় আছে, সময়ের আগে প্রেম করলে ইচড়ে পাকা প্রেম হবে কাঠালের মুচির মতো, আর সময় মত প্রেমে কোকিল ডাকবে, সুখ ও শান্তি আসবে

এটাই আসল ভাবার্থ

৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: সোন্দর গান।

০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫

দেশী পোলা বলেছেন: তা তো বটেই

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

কানা বাবা বলেছেন: 'নিশিথে যাইয়ো ফুলবনে'ও কিন্তুক একই ঘরানার গীত; তয় ঐটার আবেদন বেশী...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.