নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন তুই কৃষ্ণ কথা বল

সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে

দেশী পোলা

হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না

দেশী পোলা › বিস্তারিত পোস্টঃ

দেশের উন্নতির জন্য সর্বোৎকৃষ্ট ফর্মুলা

২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৫৬

সম্মানিত ব্লগার চাদগাজী কে অনেকদিন ধরেই চিনি, ফারমার নামে প্রথম দিকে ওনার কমেন্টের জন্য আমারব্লগ থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল, মুক্তকন্ঠে উচ্চকিত মতামত প্রদানের জন্য উনি অনেকেরই চক্ষুশূল। তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা হবার সুবাদেই উনি ভালমন্দ যাই বলেন, সেটা সবার শ্রদ্ধাভরে শোনা উচিত। ফারমার সাহেবের প্রত্যেকটা পোস্টই আমি পড়ি, মাঝে মাঝে কিছু বলার থাকলে বলি , না থাকলে মৌনতায় সমর্থন জানাই , তবে তার নতুন পোস্ট পড়ে কিছু চিন্তার খোরাক এল, সেটাই এখানে বলছি

ফারমার/চাদগাজী সাহেবের মত এদেশের সবাই মুক্তিযোদ্ধা ছিল না, কিণ্তু স্বাধীনতা চেয়েছিল অনেকেই। আজকে সবাই আওয়ামী লীগ করে না, কিণ্তু দেশে সুশাসন চায় অনেকেই। দেশে কুশাসন বজায় থাকলে যাদের সুবিধা হয়, তাদের অনেকেই আজকে নানা দলের হয়ে কেচাল বাড়াচ্ছে, কিণ্তু এদের মধ্যেকার কানেকশনের কিন্তু কোন কমতি নেই। রাজাকারের ছেলে আজ আওয়ামী লীগে বিয়ে করছে, বিএনপির বেয়াই আওয়ামী বেয়াইয়ের বাড়িতে কোরবানীর গরু পাঠাচ্ছে, আর জাতীয় পার্টি বা জামাতের মেম্বাররাও ঘি ভাতের শেয়ার পাচ্ছে।
চাদগাজীর মতো অভাগা কয়েকজন যারা স্বদেশ ছেড়ে চলে গেছেন, তারা দূর থেকে এসব খাওয়া খাওয়ি দেখে দেশের দুঃখে বুক চাপড়াচ্ছেন।

একটু প্যারাডাইম শিফট করি, এইসব দেশ নীতি নেতা ধর্ম নিয়ে যে বিভেদ ঘটছে দেশে, এইসব লোক আপনার বলা কথা শুনবেও বা কেন?
সামনের যে জেনারেশন এসব দলের হাল ধরবে, এদের জন্ম ৭১ এর পরেই। দশ বছর আগে যে শিশুর জন্ম হয়েছে সে শিশু আর আট বছর পরে দেশের ভোটার হবে, এই ভোটারকে স্বাধীনতার গপ্প শুনিয়ে উদ্বুদ্ধ করা যাবে? না কি টাকাপয়সার লোভ দেখিয়ে উদ্বুদ্ধ করা যাবে?? আজকাল আদর্শ বা নীতিবাদের কথা কেউ শুনতে চায় না, সকলেই আছে দেনা পাওনার হিসাবে। সেই দিক দিয়ে দেখতে গেলে দেশটাকে যারা চালাবে, তারা যদি দেশের মানুষকে ঠিকমত লাইফ ও লিবার্টির নিশ্চয়তা দিতে না পেরে মুজিব বা জিয়ার দোহাই দেয়, কোন শালায় সেটাকে মুখ বুজে মেনে নেবে?? দেশবাসীর সবাই তো তাবলীগের লোক না, দেশের জন্য জান দিলে হয়ত শহীদি খেতাব মেলে, দলের জন্য জান দিলে বেহেস্তেরও কোন গ্যারান্টি নাই।

মধ্যবিত্ত মানসিকতার লোকজন কে দিয়ে আর যাই হোক, দেশ ও সমাজকে সহজে পরিবর্তন করা যায় না। বাঙালী মধ্যবিত্ত জীবনের লক্ষ্য একটাই, একটা বিয়া, দুইটা পোলাপান, এক টুকরা জমি বা ফ্ল্যাট, মরার আগে কালচার বা ধর্ম নিয়া হাদুমপাদুম করা। তারপর আজরাইলে আসলে মিরপুর বা যাত্রাবাড়ীর গোরস্তান বা শশ্মানে ঠাই নেওয়া। এই টুকু হাসিল করার জন্য তারা স্কুলে যায়, গোল্ডেন জিপিএ পায়, কলেজে যাইয়া চোথা বানাইয়া কোচিং করে, ইউনিভার্সিটিতে যাইয়া প্রেম পিরীতির ফাকে ফাকে পরীক্ষা পিছানোর আন্দোলন করে, সবশেষে দুইটা পয়সার জন্য বিসিএস দিয়া সরকারী ঘুষের চাকরী অথবা বিদেশী ফোনের কুম্পানীতে কুলিগীরি করে।

এখন এই অলস জাতিকে সরাতে হলে কি করা উচিত? ব্লগে পোস্ট লিখে বা শাহবাগে মানববন্ধন করে এই সমাজকে চেন্জ করা সম্ভব হবে না। সবাই মিলে গড়বো দেশ, দু:খের দিনের হবে শেষ; দাসত্বের হোক শেষ, ব্উ ফেলে যাবো না বিদেশ; ভোট দিতে না দিলে, পাকাবো কাঁঠাল হাতের কিলে! এই রকম মনোভাবের কিছুই আজকে নেই

জাতি বিশাল এক স্বপ্নে বিভোর ছিল ১৯৭০ ও ১৯৭১ সালে; এই জাতির ছেলেরা যুদ্ধে গিয়েছিল, সেই প্রেরনা আজকে পাবেন না, জাতীয় প্রেরণা গড়ে উঠে যখন জাতির সামনে আশা থাকে, উদ্দীপনা থাকে, স্বপ্ন থাকে! নতুন আশা উদ্দীপনা স্বপ্ন গড়তে আরেকটা লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে আসুন

দেশের প্রত্যেকটা মেয়ের জন্য মাস্টার্স ডিগ্রী পর্যন্ত বিনে পয়সায় পড়াশোনা করার ব্যবস্থা করে দিন, দেশ পাল্টে যাবে

এই জেনারেশনের ছেলেগুলা বিদেশে গিয়ে কামলা খাটুক, অসুবিধা নেই, শ্রমের মর্যাদা শিখবে
দেশের প্রত্যেকটা মেয়ের জন্য মাস্টার্স ডিগ্রী পর্যন্ত পড়াশোনা করা বাধ্যতামূলক করা হলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসবে আর সেসব মাস্টার্স পড়া মায়েরাই শিক্ষিত হয়ে নেক্সট জেনারেশনগুলোকে শিক্ষা দিয়ে উপরে উঠিয়ে দেবে, বাঙালীকে আর আরব দেশে গিয়ে কামলা খাটতে হবে না ওটাই হবে দেশের উন্নতির জন্য সর্বোৎকৃষ্ট ফর্মুল।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৪৯

ডোডো পাখির বাচ্ছা বলেছেন: চাঁদগাজীর প্রতি সম্মান আছিল আগে। হের গণহারে বাজে ব্যাবহারের কারণেই সম্মানটা হারাইছে। চাঁদগাজীরে জ্বী হুজুর করে না এরকম সবার সাথেই সে অসংলগ্ন নাইলে বেহুদা খোঁচায়া গেছে। আমেরিকার ইলেকশন শুরু হওয়ার পর থেকে চাঁদগাজী বাংলাদেশরে যতটা ছোট কইরা দেখে আমেরিকার সাথে তুলনা কইরা, একজন মুক্তিযোদ্ধা এই কাজ কোনদিন করতে পারব চিন্তাতেও আসে না। গত বছর কালনী নদী আর সোজন বাদিয়া নামে দুই চিন্হিত ছাগুর সাপোর্ট নিয়া চলত এই লোক। পিছলামি মারত কারণ জিগাইলে। সামুতে সবচেয়ে বেশি হাতিঘোড়া চাঁদগাজীই মারে, বিচড়ায়া দেখেন।

২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৫৭

দেশী পোলা বলেছেন: এই নিকের প্রথম মন্তব্য হইল আমার পোস্টে!
চাদগাজীর উপ্রে এত রাগ যে খাইয়া না খাইয়া নয়া নয়া নিক আমদানী কইরা খাউজাইতেছেন, এই রকম পরচর্চা না কইটা তার চাইতে নিজে সমাজ ও দেশের উন্নতির জন্য কি কি হাতিঘোড়া মারছেন সেটার দুইলাইনের ফিরিস্তি দিতেন,

দেশ ও দশের উপকার হইত

২| ২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৫৩

ডোডো পাখির বাচ্ছা বলেছেন: "তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা হবার সুবাদেই উনি ভালমন্দ যাই বলেন, সেটা সবার শ্রদ্ধাভরে শোনা উচিত।"

দুনিয়ার কোন দেশে মুক্তিযোদ্ধাগরে সবাইরে খেয়াল খুশিমত গালি দেয়ার অধিকার দেওয়া হৈসে? প্রাপ্য সম্মানের অধিকার মানুষরে খোঁচায়া, গালি দিয়া আদায় করতে হৈব? ব্লগে কেডা হের পাকা ধানে মই দিসিল? ছাগু আর মানসীক রুগি ছাড়া সামুর মত একটা ব্লগে একজন ১০-১২বার ব্যান খায় কেমনে?

২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৫৯

দেশী পোলা বলেছেন: বাংলাদেশে মুক্তিযোদ্ধারা সবাইরে খেয়াল খুশিমত গালি দিতে পারে, আপনার এই নিয়ম ভাল না লাগলে অন্য দেশে চইলা যান, কেউ দুইফোটা চক্ষের পানি খরচা করবে বইলা মনে হয় না

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০২

চাঁদগাজী বলেছেন:

"দেশের প্রত্যেকটা মেয়ের জন্য মাস্টার্স ডিগ্রী পর্যন্ত বিনে পয়সায় পড়াশোনা করার ব্যবস্থা করে দিন, দেশ পাল্টে যাবে "

-এটা সম্ভব; এটা করতে পারলে, বা কাছাকাছি কিছু করতে পারলে সবকিছু বদলে যাবে নিজের থেকেই; এই ব্যাপারে আপনাকে জানানো হবে; সবার প্রচেস্টায় এটা, বা এর কাছাকাছি কিছু করা সম্ভব।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৭

ডোডো পাখির বাচ্ছা বলেছেন: "এই নিকের প্রথম মন্তব্য হইল আমার পোস্টে! "

জ্বী না, এই নিকের পয়লা কমেন্ট আছিল চাঁদগাজীর পোস্টেই, চিন্হিত ছাগুরে সাপোর্ট করার কারণ জিগায়া। উত্তরে কমেন্ট মুইছা ব্লক করা হৈসে মহামন্য মুক্তিযোদ্ধা চাঁদগাজীর পক্ষ হৈতে।

"বাংলাদেশে মুক্তিযোদ্ধারা সবাইরে খেয়াল খুশিমত গালি দিতে পারে, আপনার এই নিয়ম ভাল না লাগলে অন্য দেশে চইলা যান, কেউ দুইফোটা চক্ষের পানি খরচা করবে বইলা মনে হয় না "

স্বঘোষিত মুক্তিযোদ্ধা সাহেব যে দুই ছাগুর সাপোর্ট নিয়া ব্লগে সবাইরে গালি দিসে, সেই ব্যাপারে কোন কথা নাই, এক টানে আমারে দেশ ছাড়া কৈরা ফালাইলেন? সাবাশ। আপনার পরিবর্তন দেইখা অবাক হৈলাম। পরেরবার ব্যান খাইলে খুইজেন আমারে ব্লগে আপনেরে আনব্যান করার পোস্ট দেয়ার জন্য।

২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৬

দেশী পোলা বলেছেন: হ স্বার্থের লগে না জমলে সব শালাই ব্রুটাস ;)

নেক্সট টাইমে আমি ব্যান হইলে কান্নাকাটি কইরেন না, ব্লগে আমি না থাকলেও কারও কোন গুপ্তকেশের ঘাটতি হবে না

আর নিজে সমাজ ও দেশের উন্নতির জন্য কি কি হাতিঘোড়া মারছেন সেটার দুইলাইনের ফিরিস্তি দেন, দেশ ও দশের উপকার হইবে। ব্লগে আসছেন যখন নিজেরে উন্নত করেন, পরচর্চা কইরা নিজেরে ডুবাইয়েন না

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


@ডোডো পাখির বাচ্ছা ,

সেই কবে একটু টোকাটুকি হয়েছিো সেটার জন্য আজীবন মন খারাপ করে থাকবেন নাকি? ঠিক আছে, এখন থেকে খেয়াল রাখব, একটু হাসেন!

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


টাইপো:
হয়েছিো ------> হয়েছিলো

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৪০

মুন্সি পালোয়ান বলেছেন: জয় বাংলা

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B যাদের ভিতর এলমে তাসাউপ থাকে তারা কমেন্টস কে ভয় পায় না। চাঁদগাজীর মন্তব্যগুলো এলমে তাসাউফের লেভেলের। সেই জন্য সাধারণ পাঠকরা তার মন্তব্যের মর্ম বুঝতে পারে না।

আমাদের মনে রাখতে হবে ব্লগে কেউ কারো শত্রু নয়। মতের অমিল হতেই পারে, এজন্য সবাই কে বিনয়ী হতে হবে।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৫৬

দেশী পোলা বলেছেন: এলমে তাসাউফ আপনে বুঝেন?

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬

নতুন নকিব বলেছেন:


চাঁদগাজী ভাই বলেছেন-

"@ডোডো পাখির বাচ্ছা ,

সেই কবে একটু টোকাটুকি হয়েছিো সেটার জন্য আজীবন মন খারাপ করে থাকবেন নাকি? ঠিক আছে, এখন থেকে খেয়াল রাখব, একটু হাসেন!"


-ধন্যবাদ, ভাই চাঁদগাজী। আপনার এই 'চমকপ্রদ ম্যানেজ করার মানসিকতা'য় সত্যি মুগ্ধ। মানবিক এই সুন্দর বৈশিষ্ট্য যদি আমরা সকলেই অর্জন করতে পারতাম!

এই পোস্টের সম্মানিত লেখককে,

ভাই, কাউকে গালি দেয়া কিংবা দেশ থেকে বহিষ্কার করে দেয়ার ভিতরে মানবিকতার কোন পরিচয় থাকতে পারে কি?

মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। জাতির গৌরব। এ জনপদের ইতিহাস বদলে দিয়েছে তাদের অতুলনীয় আত্মত্যাগ, নজিরবিহীন প্রতিরোধ আর দেশ-মাটি-মানুষের জন্য হৃদয় উজার করা ভালবাসা।

জীবন বাজি রেখে সম্মুখ সমরে ঝাপিয়ে পড়া সেই সোনার মানুষগুলোর প্রতি অকুন্ঠ শ্রদ্ধা। কিন্তু, তাই বলে তারা যাকে তাকে যাচ্ছে তাই গালি দেয়ার অধিকার সংরক্ষন করেন, কথাটা কি রাগের মাথায় বলেছেন, না কি বুঝে শুনেই? ভাই, আমি অত বেশি বুঝি না, তবে ছোট্ট একটি কথা বিশ্বাস করি- স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন।

ভাল থাকবেন নিরন্তর।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

কানিজ রিনা বলেছেন: শাসন করা তাহারই সাজে যে ভাল বাসতে পারে। চাঁদগাজী লেখার বেলায় এব্লগে আলোক রশ্মী। মন্তব্য়ে একটু আদটু বিদ্রোহ করেন আবার সবাইকে ভালও বাসেন। আজকের মন্তব্য়
তারই প্রমান। দূঢ়চেতা সত সাহসী কয়জন হয় বলুন। ধন্য়বাদ।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

শেয়াল বলেছেন: ভাল আইডিয়া বটে

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: জাতীয় প্রেরণা গড়ে উঠে যখন জাতির সামনে আশা থাকে, উদ্দীপনা থাকে, স্বপ্ন থাকে আমার সেই আশা এবং প্রেরনা কিছুই নেই!! অবাক তাই না?? বাস্তবতা খুজলেই পেয়ে যাবেন।।
আগের হাল আসলেই আগে যায়।।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৫৪

দেশী পোলা বলেছেন: আপনার মন্তব্য থেকে কিছুই বুঝলাম না

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৫

নিষ বলেছেন: ১০০ ভাগ একমত ভাই। একাউন্ট তৈরি করে ফেললাম কথা বলার জন্য।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৬

সচেতনহ্যাপী বলেছেন: বাঙালীকে আর আরব দেশে গিয়ে কামলা খাটতে হবে না ওটাই হবে দেশের উন্নতির জন্য সর্বোৎকৃষ্ট ফর্মুল। তবে পশ্চিমা বিশ্বে যাওয়া যেতে পারে :( ।। আর অবাক হই না!!

১৫| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ২:০৯

শেয়াল বলেছেন: এই জেনারেশনের ছেলেগুলা বিদেশে গিয়ে কামলা খাটুক, অসুবিধা নেই, শ্রমের মর্যাদা শিখবে
দেশের প্রত্যেকটা মেয়ের জন্য মাস্টার্স ডিগ্রী পর্যন্ত পড়াশোনা করা বাধ্যতামূলক করা হলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসবে আর সেসব মাস্টার্স পড়া মায়েরাই শিক্ষিত হয়ে নেক্সট জেনারেশনগুলোকে শিক্ষা দিয়ে উপরে উঠিয়ে দেবে, বাঙালীকে আর আরব দেশে গিয়ে কামলা খাটতে হবে না ওটাই হবে দেশের উন্নতির জন্য সর্বোৎকৃষ্ট ফর্মুল।


একমত গো ভাই।

১৬| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫০

চানাচুর বলেছেন: "তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা হবার সুবাদেই উনি ভালমন্দ যাই বলেন, সেটা সবার শ্রদ্ধাভরে শোনা উচিত।"

সহমত নই।

১৯ শে মে, ২০১৭ ভোর ৫:০৪

দেশী পোলা বলেছেন: সবার মতামতরে সম্মান দিয়ে শুনতে চেষ্টা না করলে দেশে বাকস্বাধীনতার ব-ও হবে না

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৯

নিমচাঁদ বলেছেন: মেলাদিন পরে ব্লগে আইসা দেশীপোলারে দেখলাম, সাধু সাধু !

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১:১৩

দেশী পোলা বলেছেন: নিমচাদরে সেই কবে ডেন্টিস্টের সাথে সমুদ্র সৈকতে দেখেছিলাম, এক যুগ হয়ে গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.