নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন তুই কৃষ্ণ কথা বল

সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে

দেশী পোলা

হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না

দেশী পোলা › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকদের একপেশে মানবতাবাদ কবে বন্ধ হইবো?

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:০২

ধর্মান্ধ সন্ত্রাসীদের হাতে মাসাল খান পাকিস্তানে মরছে আর পেহলু খান ইন্ডিয়াতে মরছে।
মাসাল খান মরছে ছাগুদের হাতে, তার অপরাধ ছিল ফেসবুকে ধর্ম নিয়া বাহাস করার লাইগা,
আর পেহলু খান মরছে বজ্রংবলী গোরক্ষকদের হাতে, তার অপরাধ ছিল গরু বেচা আর গরুর মাংস খাওয়া

আমগো বাংলাভাষায় নাস্তিকতার মানবতাবাদের শিরোমনিরা খালি মাসাল খানের লাইগা কুম্ভিরাশ্রু বিসর্জন করছে,
পেহলু খান এর লাইগা তাদের কোন কান্দন নাই।
দুই ব্যাক্তিই ধর্মান্ধ সন্ত্রাসীদের হাতে খুন হইছে, লেকিন এক্সট্রা খাতির কে পাইল সেটা মুক্তমনা দেখলেই বোঝা যায়
নাস্তিকদের এমুন একপেশে মানবতাবাদ রে দিক্কার জানাই

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৯

চাঁদগাজী বলেছেন:


জাপান, সুইডেন, নরওয়ে, আমেরিকা, কানাডাসহ কোন পশ্চিম দেশে কেহ নিজকে আস্তিক বা নাস্তিক হিসেবে পরিচয় দেয় না; বাংলাদেশ ও পাকিস্তানে কেন লোকজন নিজকে আস্তিক, বা নাস্তিক হিসেবে দাবী করছে; আবার, অনেকে নিজে দাবী না করলেও তাকে নাস্তিক ডাকা হচ্ছে! এসমস্যার মুলে কি?

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫২

দেশী পোলা বলেছেন: পশ্চিমা দেশেও আস্তিক নাস্তিক বিতর্ক চলে, কিন্তু সেটা হয় মার্জিতভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে

আপনি এটা দেখতে পারেন
Does God Exist? The Craig-Flew Debate - Anthony Flood
https://www.youtube.com/watch?v=NixhL0CoH2s

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৭

কানিজ রিনা বলেছেন: পেহেলু খান মাসাল খান কিছু বুঝলামনা।
তয় প্রগতিশীল নাস্তিক, আর প্রগতিশীল
জঙ্গির ঘর্ষনের দাবানলের শেষ কোথায়।
আমরা এই দুই দলের চিপা খাইতে আছি।

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯

দেশী পোলা বলেছেন: ব্লগে আসার আগে আপনার কিছু পড়াশুনা করা উচিত ছিল, তাহলে বুঝতেন
শিক্ষাই ব্লগের মেরুদন্ড

৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:২২

উম্মু আবদুল্লাহ বলেছেন: ঠিক। ঈশ্বরবাদী কিংবা নিরীশ্বরবাদী হওয়াটা মানবতাবাদী হবার জন্য শর্ত নয়। কবি নজরুলের মত মানবতাবাদী খুব কমই হয়, কিন্তু তিনি প্রচন্ড রকমের আস্তিক।

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৫

দেশী পোলা বলেছেন: আপনি শিবিরের সাথে সম্পৃক্ত, আপনার মতামত টিপিক্যাল শিবিরের মতই হইছে
কবি নজরুল বাইচা থাকলে তিনি কৃষ্ণ লীলার উপর অসংখ্য গান বা শ্যামা সঙ্গীত রচনার জন্য শিবিরের কোপ খাইতেন আর আপনি আসতেন ইনায় বিনায় ব্লগে সেইটার সাপোর্ট দিতে

৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:২৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: অন্যদিকে আহমদ ছফা একজন নাস্তিক, কিন্তু তিনিও সত্যিকারের মানবতাবাদী।


দুঃখিত। অন্যপক্ষের উদাহরন দেবার আগেই আগের মন্তব্যটি "সাবমিট" করেছি।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৯

টারজান০০০০৭ বলেছেন: @উম্মু আবদুল্লাহ : আহমেদ সফা নাস্তিক ছিল ? বিশ্বাস করতে পারলাম না।

তাহাদের এক চক্ষে পট্টি বাঁধা কিনা তাই !

৬| ১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২২

অেসন বলেছেন: কাউকে নাস্তিক নামে আখ্যায়িত করা কোন ধরনের মানবতাবাদি আচরন ?

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

দেশী পোলা বলেছেন: আপনে কষ্ট কইরা একটা পুস্ট দেন, সবাই পইড়া বুঝুক, কতদিন আর কমেন্ট মারাইবেন?

৭| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: "আপনি শিবিরের সাথে সম্পৃক্ত, আপনার মতামত টিপিক্যাল শিবিরের মতই হইছে"

আরে, আপনি দেখছি টিপিক্যাল আওয়ামী সংকীর্নতার বাইরে যেতে পারছেন না। কিন্তু আমি তা পারি, কারন একাডেমিক রিসার্চ আমার প্রিয় বিষয়। আমার ভেতরের বিশ্বাস অবশ্যই গুরুত্ববহ, কিন্তু তার চেয়ে বেশী গুরুত্ব পায় জ্ঞানভিত্তিক গবেষনা।

যাক, শিবির প্রসংগ যখন টানলেনই তখন বলছি। এক সময় জামাত আর ছাত্র সংঘ নজরুলের প্রচন্ড বিরোধী ছিল। তাদের পুরোনো বইপত্রে "কাফের কবি কাজী নজরুলের সমস্ত রচনা বর্জন করিতে হইবে" জাতীয় কথাগুলো এখনও পাওয়া যেতে পারে। এখন আবার জামাতের মানুষজনকে কবি নজরুলের দারুন প্রশংসা হতে দেখি। সময়ের সাথে সাথে মানুষের বিশ্বাস, আচরন বদলায়। এটাই স্বাভাবিক, এ থেকে চরম আদর্শবাদীরাও মুক্ত নন।

নজরুল মনে প্রানে মুসলিম হওয়া সত্ত্বেও হিন্দু ধর্মের শ্রদ্ধাবিহীন ছিলেন না। তার সাহিত্যে সেটা প্রবল ভাবেই রয়েছে। তার পারিবারিক জীবনেও রয়েছে। প্রমীলার সাথে তার বিয়ে মুসলিম রীতিতে অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে প্রমীলার মুসলিম হবার বিরোধিতা করেন স্বয়ং নজরুল। "আমার ধর্ম যদি আমার কাছে প্রিয় হয়, তবে তার ধর্ম তো তার কাছেও প্রিয়" - এই ছিল নজরুলের কথা। যারা বিয়ে পড়ান তারা হিন্দুধর্মকে আহলে কিতাব হিসেবে ব্যাখা দিয়ে এই বিয়ে পড়ান। এই ব্যাখা আহলুল সুন্নাতের ব্যাখার বিপরীত - কারন আহলুল সুন্নাতের মতে শুধু ইহুদী এবং খ্রীষ্টানরা আহলে কিতাবের মধ্যে পড়ে, হিন্দুরা নয়।
এই কারনে নজরুল বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন নিজ সম্প্রদায় কর্তৃক, কিন্তু বিরোধিতায় দমে যাওয়াটা নজরুলের চরিত্র বৈশিষ্ট নয়। আর "কোপ" নিয়ে বলছেন। সেইটা শুরু হয়েছে খুব সাম্প্রতিক সময়ে। নজরুল কিংবা আরজ আলী মাতুব্বরদের কেউ কোপ মারেনি। লালনও স্বাভাবিক মৃত্যুবরন করেছেন। কিন্তু এখন সামান্য কথাতেই দেখি বিরাট ঘটনা ঘটে যায়। বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতি এক ধরনের উগ্রবাদের জন্ম দিয়েছে। যার ভিকটিম হয়েছে মুসলিম সম্প্রদায়।

"আহমেদ সফা নাস্তিক ছিল ?"

আমি তো তাই জানি। নাস্তিক হলেও তিনি মানবীয় আবেগ বিসর্জিত কোন ব্যক্তি ছিলেন না। যেমন, তিনি মুজিবের একজন কঠোর সমালোচক যিনি মনে করেন শেখ মুজিব আসলে স্বাধীনতা চান নি । তার ভাষ্য: "মুজিব একজন সাম্প্রদায়িক এবং মুসলিম লীগার। তার পক্ষে পাকিস্তান ভাংগা অসম্ভব।" কিন্তু মুজিবের মৃত্যুর পর মুজিবের প্রতি তার সমালোচনার সুর অনেক নরম হয়ে যায়।

১৯ শে মে, ২০১৭ ভোর ৫:০১

দেশী পোলা বলেছেন: ইতিহাস বিকৃত কইরেন না, শিবিরের কোপাকুপি সেই সত্তরের দশক থেইকা চইলা আসতেছে, ইদানীংকার কোপাকুপি সেই পুরান কোপেরই ফলাফল

৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৭

মুশি-১৯৯৪ বলেছেন:

অনেকদিন পর লিখলেন। ভাল লাগল বড়ভাই।
আজকাল অনেক বুদ্ধিজীবিদের দেখছি মতামত বদলাতে। তারা বলেন ------ সনে কী যেন বলেছিলাম আমি, তার দ্বারা আমি চিরকাল বন্দি থাকবো কেন? আমি তো বন্দি থাকতে বাধ্য নই। আই হ্যাভ এ রাইট টু চেঞ্জ মাই ওপিনিয়ন। প্রত্যেকে নিজের মতামত বদলাতে পারে।

কিন্তু আমার অনুসন্ধান করে দেখিনা যে উনি কোন যুুক্তি দেখিয়ে নিজের মতামত বদলালেন? সত্যি বদলেছেন কি নিজের মতবাদ?

৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৯

মুক্তমনা বাতাস বলেছেন: হুম। ভাই আপনার প্রফাইল পিক কি আপনার।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৩

সৌমিক আহমেদ খান বলেছেন: সৌদি মুসলিম গোড়া, আলজিরন মুসলিম উদার। এরকম সব নাস্তিক এক কাতারে ফেলতেসেন?
৭১-এ গণহত্যার সময় সৌদিরা টু শব্দ করসে?
সিরিয়ায় মুসলিম মরতেসে কলেমার পতাকায়ালা সৌদির মুখে শব্দ করতেসে?
সব দোষ নাস্তিকের

১৯ শে মে, ২০১৭ ভোর ৫:০২

দেশী পোলা বলেছেন: ঠিক, সবই নাস্তিকের দোষ

১১| ১৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:২৮

কানিজ রিনা বলেছেন: শিক্ষা আপনার মাথার উপরে দিয়া যায়তেছে
বেয়াদবের শিক্ষা ব্লগ বাড়ি না।

১৯ শে মে, ২০১৭ ভোর ৪:৫৮

দেশী পোলা বলেছেন: আপনের ব্লগে আপনের কাহিনী পড়লাম, সংসারে এত দাগা খাইয়াও কম্পিউটার কিনছেন দেইখা আলহামদুলিল্লাহ কইলাম

১২| ১৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:১২

কলাবাগান১ বলেছেন: জামাতি-রাজাকার দের যারা সাপোর্ট করে তাদের শিক্ষার দৌড় ও সেই পর্যন্ত্য ই পোস্টে পোস্টে আমিন সুম্মা আমিন বলা পর্যন্ত্যই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.