![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না
ভারতের কর্ণাটকে মুক্তমনা গৌরী লংকেশকে গুলি করে হত্যা করা হল। আজব ঘটনা হল, এইনিয়ে বাংলাদেশের এসাইলামপ্রার্থী নাস্তিকদের কারও কোন ফেসবুক বা টুইটারে কোন উচ্চবাচ্য নেই, মানববন্ধন নেই, আর যেটা নেই সেটা হচ্ছে হত্যাকারীদের ধর্ম ও দেবদেবীদের নিয়ে কটুক্তি। সাধারনত পৃথিবীর কোথাও কোন উগ্রপন্থী সন্ত্রাসের সাথে ইসলামের যোগসাজগ পেলে ধর্ম নিয়ে কটুক্তি করা মন্তব্য ও পোস্টে ব্লগ টুইটার ও ফেসবুক সয়লাব হয়ে যায়, কিন্তু এই খানে ঘটনা ভিন্ন, যেহেতু গৌরী লংকেশ হিন্দুবাদীদের হাতে নিহত হয়েছেন , তাদের ধর্ম নিয়ে কোন বাংগাল নাস্তিক টু শব্দ করবে না। ঠিক তসলিমা যেমন করছেন
এতদিন ধরে ভারতে থেকে তসলিমা ঠিকই বুঝেছেন তার ভাত-পানি আসে উগ্রবাদী হিন্দুধর্মীয়গোষ্ঠী থেকে, এ এখন বজ্রংবলীর সন্ত্রাসীরা কালবুর্গী বা গৌরী লংকেশকে মেরে ঝাঝড়া করে দিলেও তসলিমা টু শব্দ করবেন না, হাজার হলেও যার নুন খাচ্ছেন তাদের বদনাম করার মত মানুষ না উনি। তসলিমা কেবল বাংলাদেশ ও তার ইমেজকে বেঁচে রুজিরোজগারে বিশ্বাসী
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪১
কুকরা বলেছেন: সমস্ত নাস্তিক হিপোক্রেট
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাংলাদেশে খাটি নাস্তিক নাই। সবই ইসলাম বিদ্বেষী।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২১
নীল আকাশ বলেছেন: সমস্ত নাস্তিক হিপোক্রেট ????
বাংলাদেশে খাটি নাস্তিক নাই। সবই ইসলাম বিদ্বেষী ????
আসলে এরা কেউ নাস্তিক ফাস্তিক না। এরা হচ্ছে বাটপার। বিদেশে যাবার ভিসার ধান্দায় এসব করে।
আজ পর্যন্ত এদের কখনো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলতে দেখেছেন?
সবই করে পেটের ধান্দায়!
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
রুহুল আমিন খান বলেছেন: কবিরা দেখি সব নিরব
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
এ আর ১৫ বলেছেন: প্রশ্ন ::: বাংলাদেশে সুশীল , বুদ্ধিজীবি , নাস্তিক, প্রগতিশীল আস্তিকদের কেন কোন প্রতিক্রীয়া নেই একজন হিন্দুত্ববাদী বিরুধী লেখকের হত্যাকান্ডের পর ( হ্ত্যার দায় এখনো কেউ স্বীকার করে নি কিন্তু উগ্র মৌলবাদী হিন্দুরা সন্দেহের তালিকায় ) ????
উত্তর ::::: এই ধরনের হত্যাকান্ড অন্য ধর্মের মৌলবাদীদের হাতে যদি একটা হয় দুই তিন বৎসরে তাহোলে মুসলমান মৌলবাদীদের হাতে তাদের আদর্শ বিরুধীদের হত্যা কান্ড মাসে কম পক্ষে ১০০০ এবং এটা প্রতি নিয়ত , শত শত দল গ্রুপ মিলে বিশ্বের সকল দেশে চালাচ্ছে , সেই দেশ মুসলিম বা অমুসলিম দেশ হোক না কেন ।
তাহোলে দেখা যাচ্ছে অন্য ধর্মের মৌলবাদীদের হাতে হত্যা কান্ড একটা বিচ্ছিন্ন ঘটনা সেই কারনে এই ধরনে অমুসলিম মৌলবাদীদের হত্যা কান্ড নিয়ে মিডিয়াতে মাতামাতি তুলনা মুলক ভাবে অনেক কম কারন বিচ্ছিন্ন কোন ঘটনা প্রতিনিয়ত ঘটনা নহে এবং এর ব্যপ্তি বিশ্বব্যাপি নহে ।
পক্ষান্তের মুসলিম মৌলবাদীর ঘটনা একটা প্রতিনিয়ত ঘটনা এবং বিশ্বব্যাপি তাই এই সমস্ত ঘটনা মিডিয়ায় হটকেকের মত ছড়িয়ে পরে ।
এবার দেখা যাক মুসলিম মৌলবাদী ও অমুসলিম মৌলবাদীদের হত্যার ধরনের পার্থক্যটা কি -
--- আমরা দেখেছি অমুসলিম মৌলবাদীদের টার্গেটেড মাডার গুলো খুব সাধারন ভাবে করে থাকে , যেমন আততায়ী গিয়ে টার্গেটেড ব্যক্তিকে গুলি করে হত্যা করে ।
-- এবার দেখা যাক মুসলিম মৌলবাদীদের হাতে টার্গেটেড হত্যা কান্ডের ধরন কি রকম --- মুসলিম মৌলবাদীরা টার্গেটেড ব্যক্তিকে খুব কম গুলি করে,তাদের কে চাপাতি দিয়ে খুচি খুচি করে কুপিয়ে বিভৎসভাবে রক্তাক্ত করে হত্যা করে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
দেশী পোলা বলেছেন: আপনে ভারতের শিখ হত্যাযজ্ঞ দেখেন নাই? ইন্দিরা হত্যার পরে প্রচুর শিখকে নয়াদিল্লীর রাস্তায় খুচি খুচি করে কুপিয়ে বিভৎসভাবে রক্তাক্ত করে হত্যা করেছিল কারা? সেই সব শিখ হত্যাকারীদের ধর্ম কি ছিল?
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাংলাদেশে কোন নাস্টেক নাই, সবাই নাস্তিকতার অভিনয় করে!
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫
সেয়ানা পাগল বলেছেন: উপড়ে উল্লিখত বেশিরবাগ ছিলেন অনুসন্ধানী সাংবাদিক। তারা নিহত হয়েছিলেন কয়লা মাফিয়া, চোরা কারবারি , অসৎ রাজনীতিবিদ ও ভণ্ড সাধুর চেলা দ্বারা !
দাভোলকর, কালবুর্গি, পানসারে বাদ দিয়ে। ভারতে এর প্রতিবাদ হয় বেশিরবাগ মানুষের দ্বারা গুটিকয়েক মৌলবাদীদের বিরুধে কিন্তু বাংলাদেশের ৮৫% লোকই হল মৌলবাদী, তাই এখানে কোণ প্রতিবাদ হয় না ।
আর বাকিটা এ আর ১৫ বলে দিয়েছেন।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬
ত্রিকোণমিতি বলেছেন: এক মিনিট নিরবতা তাদের জন্য যারা মনে করেন জিহাদ আর সন্ত্রাসবাদ একই।
কিছু মুসলিম নামধারী সন্ত্রাসীরা সারা বিশ্বে সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে।
এরা মুস্লিম নয়, ইসলামের নাম নিয়ে নিজের আসল পরিচয়টা লুকাতে চায় মাত্র
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮
এই আমি রবীন বলেছেন: যারা খুন করছে তারা কি 'জয় শ্রীরাম বলে' গুলি করছে?
আপনি নিশ্চিত যে ধর্মীয় কারণেই খুন করা হয়েছে, রাজনৈতিক বা মাফিয়া জনিত কারণে নয়?
তারা কি কোন সতর্কতা মূলক বাণী ছেড়েছে? যথা: কৃষ্ঞকে ধর্ষক বলা যাবে না / সাঁই বাবা মহান?
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
ভারতেও নাস্তিক আছে? এত ভগবানের মাঝে একজনকেও মানছে না? সমস্যা
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
দেশী পোলা বলেছেন: আসলেই বিশাল সমস্যা
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৮
জাহিদ অনিক বলেছেন: চাঁদগাজী বলেছেন:
ভারতেও নাস্তিক আছে? এত ভগবানের মাঝে একজনকেও মানছে না? সমস্যা ----- হুম্মম্ম !!! বিরাট সমুস্যা
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমাদের এখানে নাস্তিকতার অভিনয় শুধুই এসাইলামকে উদ্দেশ্য করে................
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯
এ আর ১৫ বলেছেন: আপনে ভারতের শিখ হত্যাযজ্ঞ দেখেন নাই ?
জী দেখছি -- শিখ দেহ রক্ষী ধর্মের নামে ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল .. তবে ধর্মের নামে শিখদের এই হত্যা বোধ হয় একটাই এবং এখন পর্যন্ত শিখ ধর্মের লোকদের ধর্মের নামে হত্যার কোন নজির চোখে আসেনি মুমিন মুসলমানদের মত প্রতিনিয়ত বিশ্বব্যপি ।
ইন্দিরা হত্যার পরে প্রচুর শিখকে নয়াদিল্লীর রাস্তায় খুচি খুচি করে কুপিয়ে বিভৎসভাবে রক্তাক্ত করে হত্যা করেছিল কারা?
ইন্দিরার সমর্থকরা কোন ধর্মের নামে নহে প্রিয় নেত্রীর হত্যা প্রতিশোধ হিসাবে
সেই সব শিখ হত্যাকারীদের ধর্ম কি ছিল?
তারা ইন্দিরার সমর্থক তারা হিন্দু হতে পারে, মুসলমান ও হতে পারে , খৃষ্টান হতে পারে তবে ইন্দিরা সমর্থক শিখ নহে ।
------ এই শিখ হত্যাকান্ডের ব্যপক সমালোচনা হয়ে ছিল যদি ও এইটা মুমিনদের মত প্রতিনিয়ত বিশ্বব্যপি ঘটনা নহে ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
দেশী পোলা বলেছেন: আর কত শিবসেনার দালালী করবেন?
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮
এ আর ১৫ বলেছেন: আর কত শিবসেনার দালালী করবেন?
আপনি আর কতো ছাগোলের মত আচরন করবেন ??? কোন ধর্মীয় মৌলবাদের সাথে আমার কোন সম্পর্ক নেই । শিবসেনারা ও মাঝে মাঝে ধর্মের নামে সন্ত্রাস করে তাও ভারতে সব রাজ্যে নহে কয়েকটা রাজ্যে কিন্তু মুমিন মুসলমানরা ভারতের প্রায় সব রাজ্যে সহ পৃথিবীর সব দেশে ঘণ ঘণ সন্ত্রাস করে ।
শিব সেনার সন্ত্রাস যদি পুকুর হয় ?
তাহোলে মুমিনদের সন্ত্রাস হবে মহাসমুদ্র !!!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৯
দেশী পোলা বলেছেন: শিবসেনার দালালরে ব্লক করা হইল, মোদির কোলে বইসা মুমিন ধরার স্বপ্ন দেখুক
১৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনি কেমন আছেন?
২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:০৪
দেশী পোলা বলেছেন: জ্বি, বেঁচে আছি উপরওয়ালার কৃপায়
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫০
মাহিরাহি বলেছেন: আপনার এই পোষ্ট পড়ার পর যদি একটু শব্দ করে।