![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না
বেচারা ডটু ক্যান্সারের
কাছে হেরে গেল
নাকি ক্যান্সার এসে ওকে বাঁচিয়ে দিলো?
দেশে মুড়িমুড়কির একদর
বেনিয়া আমলা থেকে ব্যাংকের চাকুরে
সবাই বই ছাপায়, কাব্য ও কবির ছড়াছড়ি
সে দেশে আমি তুমি কি ছাইপাশ লিখি না বলি
তাতে কার কি আসে যায়?
অনলাইনের লেখাগুলো হাওয়াই মিঠাইয়ের মত
সার্ভার মরে গেলেই মুছে যাবে
মানুষই থাকে না, আবার তার ত্যানাপেচানি?
হাসলাম, একদিন সবাই চলে যাবে। তারপর?
২| ০৫ ই মার্চ, ২০২০ ভোর ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের গরীব মানুষেরা ক্যান্সারের কাছে একেবারেই অসহায়; ক্যান্সার হলে মানুষ বেশীদিন বাঁচে না; কিন্তু সবাই বাঁচার আশায় ভালো চিকিৎসা চায়; বাংলাদেশের ক্যান্সার রোগীদের শতকরা ৫/১০ জন সঠিক চিকিৎসা পায়। বাংলাদেশের ধনীরা চিকিৎসা পাচ্ছে; আবার এসব ধনীদের শতকরা ৯৫ জন অসৎ, এরা অন্যদের পাওনা দখল করে ধনী হচ্ছে; অর্থাৎ অসত লোকজন ভালো চিকিৎসা পাচ্ছে।
২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭
দেশী পোলা বলেছেন: ঠিক বলেছেন, তবে আমেরিকার অবস্থা যা দেখছি, তথৈবচ
৩| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩২
অরণি বলেছেন: ক্যান্সার হলে বাংলাদেশে ৯৫% মানুষ চিকিৎসার পায়না।
২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৯
দেশী পোলা বলেছেন: ১০০% ই পায় না, শত শত টাকাপয়সা দিয়েও এই রোগের মোকাবিলা দেশে সম্ভব না
৪| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: দুটোতেই চরম সত্য প্রকাশিত।
কষ্ট এলে ভাবনারা পুষ্ট হয়...
বেদনার পূন্যস্নানে
সত্যানুভব- স্ফটিক স্বচ্ছ।
++++
৫| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৫১
একজন নিষ্ঠাবান বলেছেন: সুন্দর।
৬| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: একদিন সবাই চলে যাবে।
তার পর বিচার শুরু হবে। ভয়াবহ সব শাস্তি অপেক্ষা করে আছে।
২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৮
দেশী পোলা বলেছেন: উপরওয়ালা ক্ষমাশীল
৭| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৮
সাইন বোর্ড বলেছেন: চমৎকার ভাবনায় বর্তমানকে দেখা ।
৮| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬
নেওয়াজ আলি বলেছেন: সুশোভন শ্রুতিমধুর লেখা ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০২০ ভোর ৫:১৬
দেশী পোলা বলেছেন: মানুষের প্রতি অবিচার দেখে আমার ঈশ্বরে বিশ্বাস জন্মেছে।
আশা করি মরনের পরে এইসব অবিচারের বিচার করার জন্য
কেউ আছেন,
তা না হইলে এই পৃথিবীতে মানুষের আসলেই দরকার নাই।
মানুষের সভ্যতারও কোন দরকার নেই,
মানুষ ছাড়াই পৃথিবীটা ভাল চলত।
যে সর্বশক্তিমান এই মানুষ সৃষ্টি করেছে,
সে যদি আসলেই না থাকে,
পৃথিবীতে বেঁচে থাকা,
সংসার করা, জীবনের বাকি মূল্য, সবই অর্থহীন।
কারণ আমি মরলেই তখন সব শেষ,
আমার অভিযোগ অনুযোগ, সবই তখন মূল্যহীন।
কেউ আমার উপর কোন অবিচার করলে,
বা আমার প্রতি কারো কোন অভিযোগ থাকলে,
তার জওয়াব দেবার জন্য তো কেউ
আমার দেহকে ধরে রাখবে না।
তাই আন্তরিকভাবেই আমি কামনা করি যে
সৃষ্টিকর্তা বলে কেউ আছেন, বিচার করবার কেউ আছেন,
তা না হলে এই মানবজীবনের অবিচার অনুযোগ অভিযোগ
গুলো এক জনমে কেউ প্রতিকার করতে পারবে না।