![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না
আমার একটা স্বপ্ন আছে, দেশের জন্য নানা লোক নানা ধরনের স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখি ছোটখাট
আমার স্বপ্ন, দেশের প্রত্যেকটা মেয়ে মাস্টার্স পাশ করবে
মাস্টার্স মানে, এইচএসসির পর ব্যাচেলরস পাশ করে মাস্টার্স, এমএস, এমএ, এমবিএ এমফিল, যাই হোক সেই ডিগ্রীর নাম, প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক মেয়ের জন্য মাস্টার্স ডিগ্রী পর্যন্ত বিনে পয়সায় পড়াশোনা করার ব্যবস্থা করে দেবে এই দেশ।
কেন? এই অলস জাতিকে নড়াইতে হলে প্রেরনা লাগে। ধর্ম, দেশপ্রেম বা মিলিটারীর লাথি দিয়ে বাঙালী নড়ে না, বাঙালী নড়ে নিজের স্বার্থে। নিজের পরিবারের স্বার্থে। একটা কন্যাদায়গ্রস্ত পিতাকে বলেন যে আপনি তার মেয়েকে চাকরির উপযুক্ত করার মত করে পড়াবেন, সে আপনার জন্য, নিজের মেয়ের জন্য জীবন দিয়ে দিবে। আপনি দেশের সকল পিতাকে বলেন দেশের সকল কন্যাকে চরম শিক্ষায় শিক্ষিত করবেন, সকল পিতা সেই প্রেরনার জন্য নিজেকে উৎসর্গ করবে। আমরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করেছি, আমরা একটি কণ্যার শিক্ষার জন্য আমাদের নেক্সট যুদ্ধটার জন্য রেডি হই
জাতি বিশাল এক স্বপ্নে বিভোর ছিল ১৯৭০ ও ১৯৭১ সালে; এই জাতির ছেলেরা যুদ্ধে গিয়েছিল, সেই প্রেরনা আজকে পাবেন না, জাতীয় প্রেরণা গড়ে উঠে যখন জাতির সামনে আশা থাকে, উদ্দীপনা থাকে, স্বপ্ন থাকে! নতুন আশা উদ্দীপনা স্বপ্ন গড়তে আরেকটা লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে আসুন, আমাদের কণ্যাদেরকে শিক্ষিত করুন
ভাবছেন, ছেলেদের কি হবে? ছেলেদের কিছুই হবে না, বাঘা বাঙালীর পোলারা পিডাপিডি কইরা ঠিকই উপরে উঠবে, ইন্টারনেট দিয়া বই ডাউনলোড করে ইন্জিনিয়ার হবে, যেগুলা পড়াশুনা করবে না, সেই ছেলেগুলা বিদেশে গিয়ে কামলা খাটুক, অসুবিধা নেই, শ্রমের মর্যাদা শিখবে
দেশের প্রত্যেকটা মেয়ের জন্য মাস্টার্স ডিগ্রী পর্যন্ত পড়াশোনা করা বাধ্যতামূলক করা হলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসবে আর সেসব মাস্টার্স পড়া মায়েরাই শিক্ষিত হয়ে নেক্সট জেনারেশনগুলোকে শিক্ষা দিয়ে উপরে উঠিয়ে দেবে, বাঙালীকে আর আরব দেশে গিয়ে কামলা খাটতে হবে না ওটাই হবে দেশের উন্নতির জন্য সর্বোৎকৃষ্ট ফর্মুলা।
দেশের সকল মেয়েদের মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশুনা করা বাধ্যতামূলক করে দেন, দুর্ভিক্ষ জলোচ্ছাস সাইক্লোন বন্যা এমনকি কেয়ামত আসলেও আমাদের চিন্তা থাকবে না, ক্লাইমেট চেন্জ হয়ে সমুদ্র ভাসাইয়া গলা পর্যন্ত পানি আসলেও দেশের কিছুই হবে না
শিক্ষিত মেয়েরা দেশকে ভাসায় রাখবে, শিক্ষিত মায়েরা শক্তিশালী ও মেধাবী বাঙালি বানাবে,
বিদেশে কামলা খাটা ছেলে তার মায়ের জন্য রক্ত পানি করা টাকা পাঠাবে, মেধাবী মায়ের মেধাবী সন্তানেরা সেই টাকায় আকাশের উপরে ভাসমান বাংলাদেশ বানাবে। আমি স্বপ্ন দেখি, আপনিও আমার সাথে স্বপ্ন দেখুন। সব কন্যাগুলোকে শিক্ষিত করুন
০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৪৯
দেশী পোলা বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৪৪
নতুন বলেছেন: আমাদের দেশে এমএ পাশের চেয়ে কারিগরি শিক্ষা বেশি দরকার।
০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৫২
দেশী পোলা বলেছেন: কারিগরি শিক্ষা থেকেও মাস্টার্স করা যায়, কারিগরি শিক্ষা পাওয়া মেয়েদের ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি দেয়া যেতে পারে
৩| ০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৩
নগরবালক বলেছেন: অনার্স মাস্টার্স সফিস্টিকেটেড ডিগ্রী। আমাদের দেশে অনার্স মাস্টার্স থেকে যে পরিমান গ্রেজুয়েট বের হয় সেই পরিমান চাকুরী নেই। আমাদের দরকার কারিগরী শিক্ষা। এতে আমাদের দক্ষ জনবলের অভাব রয়েছে।
০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৪৯
দেশী পোলা বলেছেন: চাকরির জন্য নয়, মেয়েদের শিক্ষার জন্য প্রস্তাবটি আলোচনায় এনেছি
৪| ০৪ ঠা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৬
চাঁদগাজী বলেছেন:
সম্ভব।
আপনি এখন কোথায় আছেন?
৫| ০৪ ঠা নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
গার্মেন্টস'এর কি হবে, সরকার দর্জি পাবে কোথায়?
০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৪৪
দেশী পোলা বলেছেন: বিদেশ থেকে কামলা খাটার জন্য লোকজন আসবে
৬| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:১১
জুল ভার্ন বলেছেন: সবার মাস্টার্স ডিগ্রীর দরকার নাই।
০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৪৮
দেশী পোলা বলেছেন: সবার জন্য নয়, শুধুমাত্র মেয়েদের জন্য মাস্টার্স ডিগ্রির প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে
৭| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:৪২
চাঁদগাজী বলেছেন:
জুল ভার্ন বলেছেন: সবার মাস্টার্স ডিগ্রীর দরকার নাই।
-আপনার পর, আর নতুন করে মাষ্টার ডিগ্রির কি দরকার?
৮| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১১:৫৫
Abida-আবিদা বলেছেন: মেয়েদের উচ্চশিক্ষার জন্য সব প্রতিবন্ধকতা দূর করা হোক। বিনা পয়সায় শিক্ষা মেয়েদের আরও দক্ষ ও যোগ্য করবে। জাতি গঠনে মেয়েদের প্রতি সুবিচার প্রয়োজন।
৯| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:৩৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: দেশে আপনার মত বুদ্ধুজীবি কি করে বাড়ানো যায় সে বিষয়েও একটা পোষ্ট লিখবেন প্লিজ।
০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৪৭
দেশী পোলা বলেছেন: নিজের লেখা নিজে লেখুন, খাইটা খাওয়ার অভ্যাস করুন
১০| ০৫ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ইসলামিষ্টরা নারী শিক্ষা অনুমদন করে না,
বিশেষ করে খাটি ইসলাম, আরব আফ্রিকা আফগান, পাকিস্তান কোথাও খাটি ইসলামিষ্টরা নারী শিক্ষা অনুমদন করে না,
শিক্ষা তো দুরের কথা বৈধ অভিভাবক ছাড়া চলাফেরাই নিষেধ। আপাদমস্তক বস্তাবন্দি থাকলেও একা চলা নিষেধ।
বাংলাদেশের ইসলামিষ্টরা অবস্য একটু উদার। ৫ম শ্রেনী পর্যন্ত নারী শিক্ষা অনুমদন করে।
০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:০৪
দেশী পোলা বলেছেন: আপনার সাথে একমত না, ইউরোপ, সাউথ আমেরিকা , ইন্ডিয়া, মালয়েশিয়া, তুরস্ক ও মিশরের টপলেভেলের ধর্মীয় রাজনীতির পিছনে উচ্চশিক্ষিত নারীদের বিশাল সমর্থন আছে। সেটা ভিন্ন পোস্ট এর জন্য টপিক থাকলো। বাংলাদেশে সরকারি খরচে মাস্টার্সের ব্যবস্হা হলে জাতিধর্মনির্বিশেষে মেয়েদের শিক্ষার অগ্রগতি হবে, কারোই সেই উন্নতি প্রতিরোধ করার ক্ষমতা থাকবে না
ধর্ম ভিত্তিক রাজনীতি কমবেশি সব দেশের পলিটিকাল কালচারের অংশ, এটা শুধুমাত্র শিক্ষা দিয়ে দূরীভূত করতে পারবেন না
১১| ০৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: উচ্চ শিক্ষিত তো বটেই, নারীদের কর্মক্ষম করে তোলা দরকার।
১২| ০৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৬
রোকসানা লেইস বলেছেন: খুব ভালো প্রস্তাব। কিন্তু নামে ডিগ্রীধারী হয়ে কোন লাভ নাই যদি না শিক্ষা উপলব্ধি নিজের ভিতর থেকে না করতে পারে।
১৩| ০১ লা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শিক্ষা কারও জন্য ফ্রি আর কারও জন্য ব্যায় সর্বস্ব হলে মনে হয় না আপনার স্বপ্নটা আসলে সুখ স্বপ্ন থাকবে না সেটা তো দুঃস্বপ্ন হয়ে যাবে । নারী শিক্ষার মূল উদ্দেশ্য হলো তো একটি দেশের অর্ধেক জনগোষ্ঠীকে শিক্ষিত করে দেশের উন্নয়ন করা , তো একটা দেশের কিছূ জনগোষ্ঠীকে খুব সুযোগ দেয়া আর কিছু জনগোষ্ঠীকে অবহেলা করাটা আমার মনে হয় না খুব ভালো কিছু বয়ে আনবে বরঞ্চ আরও সমস্যা তৈরী করবে ।
দেশে অনেক মেয়ে এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে তো এই ধরনের অহেতুক উদ্যোগের মানে কী ? দেশে যদি নারী শিক্ষার একদম কোন নজির না থাকতো তবে আপনার কথাটা মেনে নেয়া যেত । এক দিকে আমরা সম অধিকারের কথা বলছি কিন্তু আবার যদি নাগরিক অধিকারের দিক থেকে কাউকে বেশি বা কম করা হয় তবে সেটা আর যাইহোক ভালো উদ্যোগ নয় কারণ এটা বিশৃঙ্খলার নামান্তর !!
০১ লা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫০
দেশী পোলা বলেছেন: দেশের অনেক মেয়েদের উচ্চ শিক্ষা দেওয়ার কথাটা গুজব এর সমতুল্য
বাংলাদেশের মোট জনসংখ্যার চার দশমিক আট শতাংশ ইউনিভার্সিটি লেভেলের শিক্ষায় শিক্ষিত
তার মধ্যে মেয়েদের পার্সেন্টেজ আরও কম
আমাদের সব মেয়েদের জন্য বিএ, বিকম, বিএসসির পর মাস্টার্স পর্যন্ত বিনামূল্য শিক্ষার ব্যবস্থা করলে সেটাই দেশকে এক জেনারেশন এর মধ্যে ইউরোপ আমেরিকার কাছাকাছি নিয়ে যাবে
১৪| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৮:০১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শুধুমাত্র নারীদের এমন ফ্রি শিক্ষা দিয়ে দেশকে ইউরোপ আমেরিকার মত বানানো অসম্ভব । এটা একটা শিশুতোষ কল্পনা বাদে আর কিছু না !!
০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৪
দেশী পোলা বলেছেন: ঠিক আছে কল্পনা করে প্রস্তাব পেশ করেছি
বাস্তবায়ন হলে বোঝা যাবে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি আপনার সাথে সম্পূর্ন একমত।