![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না
ব্লগে নাম লিখিয়েছিলাম ১৫ বছর আগে এক খামখেয়ালী চিন্তার বশে। প্রবাসে চাকরী করে খেয়ে দেয়ে সুখে থাকার পরে ভূতে কিলাইলে যা হয়, লোকজন রাজনীতি করে, ধর্মকর্মে মননিবেশ করে, আমি বাংলায় লেখালেখি শুরু করলাম
প্রথম প্রথম ব্লগে বসে ফোনেটিকে টাইপ করার এই ইন্টারফেস পেয়ে তো মহা খুশি ছিলাম, টাইপিং করাটা পড়াশুনা আর কাজের জন্য একটা নেসেসারি ইভিল ছিল, এজন্য হটাৎ করে এইরকম একটা পোর্টাল পেয়ে তো আনন্দে লিখে লিখে ভাসিয়ে দেবার জন্য রেডি হলাম।
বিধিবাম এর পরেই পাসওয়ার্ড হারিয়ে ফেলি, আর সেটা পুনরুদ্ধার হয় বেশ কিছুদিন পরে
পরবর্তীতে নানা ঘাত প্রতিঘাতের কারণে অনেক বছর ব্যানড ছিলাম, সে সময় অন্যান্য বাংলা ব্লগ গুলোতে লেখালেখি করেছি। পরে যখন সামু থেকে গ্রীন সিগন্যাল পেলাম, তখন আবার সামুতে এসে সেই লেখাগুলো দিয়েছি। আমি লেখালেখি করি আড্ডাবাজির জন্য। মাথার চিন্তাগুলো মাঝে মাঝে সাদাকালো অক্ষরে দেখতে ভালো লাগে, সে চিন্তাগুলোতে বাদবাকি পাঠকদের মন্তব্য মিথস্ক্রিয়াও ভালো লাগে। তবে বাংলা ব্লগে এসে আমাদের বাঙালি জাতির দৈন্যতা দেখতে ভালো লাগে না। বিশেষ করে ব্লগের প্রথম দিকে এসে বাকস্বাধীনতার নামে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কটাক্ষ করে পোস্টগুলো ভালো লাগেনি। সেই সাথে ধর্মের নামে জামাতশিবিরের আস্ফালন আর নাস্তিকতার নামে কিছু উগ্রবাদীদের বাড়াবাড়ি জাতি হিসাবে আমাদের অসহিষঞুতারই পরিচয় দেয়। সর্বোপরি বাংগালির সর্বোচ্চ আনন্দ বিনোদন যে পরচর্চায় সেটা ব্লগে এসে হাড়ে হাড়ে টের পাওয়া যায়
জানা আপা ও আরিল সাহেবকে অশেষ ধন্যবাদ আমাদের জন্য এরকম একটা পোর্টাল তৈরির জন্য। এখানে পনেরো বছর ধরে আছি, সেটাই একটা অত্যাশ্চর্য মিরাকল, উপরওয়ালা বাচায় রাখলে আরও পনের বছর পরে এরকম আরেকটা পোস্ট দেব
হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা
ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি অনেক সিনিয়র ব্লগার।
অভিনন্দন নিন।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৮
দেশী পোলা বলেছেন: ধন্যবাদ
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৭
মোহামমদ কামরুজজামান বলেছেন:
ভাল-খারাপ মিলিয়ে ব্লগে ১৫ বছরের জন্য দেশী পোলা ভাইজান শুভেচছা।
আপনার-আমার শুরুটাও একই রকম। প্রবাসে কামলা খাটার পর দিন শেষে আর কোন কাজ না থাকার কল্যাণে বাকী সময়টা ব্লগে কিংবা পড়া-লেখায় ব্যয় করার সুবাধে কিছু লেখালেখির ও পড়ার জন্যই ব্লগে আসা। তবে আমার জীবন কম সময়ের ।
বেঁচে থাকলে বাকী জীবন ব্লগের সাথে ,ব্লগের পাশে থাকবেন এবং আবার ১৫ বছর পরে এরকম একটা লেখা লিখবেন এবং আমিও বেচে থাকলে সেটা পড়ব - এ আশায়।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৮
দেশী পোলা বলেছেন: কাজ পড়াশুনা নিয়ে অনেক জার্নাল আর্টিকেল লিখেছি, যেগুলো আয় ইনকাম এ দরকার হয়, এখানে বাংলায় লিখি কারণ এটা আমার অবসরের হবি, এই লেখা যে গুটিকয়েক লোকজন পড়ে, তাতে তাদের মজা লাগলেই হল, আলহামদুলিল্লাহ
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: লেখাটা ভাল হইছে। গ্রিন সিগনালের অভাবে আমি লিখতে পারছি না। বছর দশেক টরে গ্রিন সিগনাল পাওয়া গেলে না হয় লিখব।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৮
দেশী পোলা বলেছেন: সবুরে মেওয়া ফলে, উপরওয়ালা আপনার সবুরের ফল দেবেন
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সবুরের দেখছেনটা কি? দরকার হয় আমি আমৃত্যু সবর করতে রাজি আছি।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৭
দেশী পোলা বলেছেন: Faith is the bird that feels the light and sings when the dawn is still dark.” ― Rabindranath Tagore
ঈমান সেই বস্তু যা চরম অসহায় আন্ধারেও আল্লার ভরসা কইরা গান গায় - ফকির রবীন্দ্রনাথ ঠাকুর
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০০
প্রতিদিন বাংলা বলেছেন: শুবেচ্ছা、অভ্র তখন ছিলো ?
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৬
দেশী পোলা বলেছেন: ফোনেটিক ছিল, অভ্র ছিল না
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হোক পথচলা
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৫
দেশী পোলা বলেছেন: ধন্যবাদ
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: 'আমার ব্লগ' থেকেই আপনাকে চিনি।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেশী পোলা নিকের ইতিবৃত্ত জানতে চাই।।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৯
দেশী পোলা বলেছেন: এটার উত্তর দশ বছর আগেই দেয়া হয়েছে
https://www.somewhereinblog.net/blog/deshipolablog/29557745
আমি নিজের এই নিকটা বানিয়েছিলাম ২৯ বছর আগে, তখন বাংগালী ইন্টারনেটে কম ছিল,
দেশী পোলা নিক দেখলেই লোকে বুঝে যেত আমার উপরে "মেড ইন বাংলাদেশ" এর সিল মারা আছে
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না !
সেকি আজকের কথা
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৬
সোনাগাজী বলেছেন:
অভিনন্দন ও অনেক শুভকামনা!
আপনাকে দীর্ঘ সময় ব্যান করে রেখেছিলো, আরো অনেককে দীর্ঘ সময় ব্যান করে রেখেছিলো বাংগা ব্লগগুলো; বাংলা ব্লগগুলো যারা চালাতো ও এখন চালায়, তারা ব্যানের মাধ্যমে অনেকের নাগরিক অধিকার হরণ করে; কিন্তু তারা ইহা বুঝে বলে মনে হয় না।
ব্লগ কত্তৃপক্ষগুলো ব্লগারদের সাংবিধানিক অধিকারকে খর্ব করে পার পেয়ে গেছে; কারণ, কেহ আইনী সাহায্য চাহেনী; কিন্তু আইনী সহায়তা চাওয়া সম্ভব।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৪
দেশী পোলা বলেছেন: ধন্যবাদ, আমি এসব নিয়ে এখন আর চিন্তা করি না। এইসব ব্লগ আর উচ্চমার্গীয় লেখালেখি সব ছেড়া ঠোঙায় লেখা কবিতার মতো, একদিন সবই কালের গর্ভে হারিয়ে যাবে।
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫০
সেলিম আনোয়ার বলেছেন: অনেক অভিনন্দন। শুভকামনা পনের বছর পূর্তিতে। হ্যাপী ব্লগিং ।
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৯
নেওয়াজ আলি বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা । পনর বছর কেনো আরো কম করা যায় না
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৩
মনিরা সুলতানা বলেছেন: আপনার অভিজ্ঞতার বর্ণনা তে ভালোলাগা।
শুভ কামনা।
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: অভিনন্দন আপনাকে।
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১২
কালো যাদুকর বলেছেন: আপনার লিখা আগে পড়তাম। আবার নিয়মিত হোন। ব্লগকে মাতিয়ে রাখুন। অভিনন্দন।
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১২
জটিল ভাই বলেছেন:
১৫ বার অভিনন্দন গ্রহণ করুন।
১৮| ০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৯
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: কি খবরাখবর?
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৪
দেশী পোলা বলেছেন: বারামদী, বাইচা আছি উপরওয়ালার দয়াতে, তুমি সহিসালামতে আছ দেইখা খুব খুশি হইলাম। কোলাকুলি রইল। এখনও কি পুতিন এর দেশে?
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২১
নাহল তরকারি বলেছেন: সুন্দর লেখা।