নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন তুই কৃষ্ণ কথা বল

সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে

দেশী পোলা

হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না

দেশী পোলা › বিস্তারিত পোস্টঃ

ব্লগ লিখেছি: ১৭ বছর ১ মাস

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫


ব্লগে নাম লিখিয়াছিলাম সূদূর ১৭ বছর আগে, এখন লেখালেখির চ্যানেল চেন্জ হয়ে গেছে। ছাগুভাদানাস্তিকমুল্লা সব্বাই ফেসবুকেই ল্যাদালেদি করে। আমি মাঝে মাঝে এখানে এসে ঘুরে যাই।

যারা যারা এখনও জিন্দা আছেন তাদের জন্য বিপ্লবী লাল সালাম, যারা যারা ইন্তেকাল ফরমাইয়াছেন, তাহাদের জন্য ঈশ্বরের মহত্ত্ব ও ক্ষমার প্রার্থনা করি।

বাংলায় ব্লগ লেখার টাইমে সমাজের উপর নিচের অনেকের সাথে মিথস্ক্রিয়া হয়েছে। এবং এই অভিজ্ঞতার আলোকে আমি বাংলাদেশের সুভবিষ্যতের জন্য চরম আশাবাদী। বঙদেশের মানুষের উপর খাস আল্লাহর রহমত আছে, আট কোটি লোকজন সাইক্লোন, বন্যা, খরা, দুর্ভিক্ষ, কলেরা, উলাউঠা, ডায়রিয়া, ডেঙু, কোভিড, মশা, ফরমালিন, ট্রাকের দুষন, ঈভা রহমানের গান, সেফুদার লেকচার, দেওয়ানবাগীর কারিশমা সত্ত্বেও জনসংখ্যা বাড়াইতে বাড়াইতে আঠারো কোটি বানাইছে। এই আঠার কোটির মধ্যে যদি এক পার্সেন্টও দেশের ভাল চায়, দেশটাকে সুইজারল্যান্ড বানায় দিতে কোন সমস্যা দেখি না।

আমি ব্লগে যাদের সাথেই কথা বলেছি, উঠবস করেছি, সবার মধ্যেই দেশের জন্য একটা বিশেষ ভালবাসা কাজ করে। এই ভালবাসা যারা ব্লগ করে না, তাদের মধ্যেও আছে। এজন্য আমি দেশটাকে নিয়ে চরম আশাবাদী, হয়ত আগামী এক দুই বছরে কিছু হবে না, কিন্তু নিকট ভবিষ্যতেই আমরা মাথা তুলে দাড়াবো। আমাদের দেশে তখন ভিসা নিয়ে ইউরোপিয়ানরা কামলার কাজ খুজতে আসবে। দেশের সবকয়টা মেয়ে মাস্টার্স পিএইচডি করে সমাজের কুপমুন্ডকতাগুলোকে দূর করে দেবে, আমাদের বৈজ্ঞানিক আর সমাজসেবকদের নিয়ে হলিউড বলিউড সিনেমা বানাবে, আমেরিকাআফ্রিকার মেয়েগুলা বাঙালী মডেলদের ফলো করে ফ্যাশান করবে। আমি এই স্বপ্ন দেখি

আমি বাংলাদেশের সুভবিষ্যতের জন্য চরম আশাবাদী, আমাদের বিজয় হবেই!


মন্তব্য ১৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০০

অপু তানভীর বলেছেন: আমি কোন কালেই আশাবাদীদের দলে ছিলাম না । যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই কেবল দেখেছি যে আমাদের দেশে সবাই সব কিছু নিয়ে কেবল আশাই ব্যক্ত করে বাস্তবে আসলে ছিটে ফোটাও হয় না কিছু । এভাবেই বড় হয়েছি । হয়তো এভাবেই বুড়োও হব ।

১৭ বছর দীর্ঘ সময় । আপনাকে অভিনন্দন !

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩

শেরজা তপন বলেছেন: ১৭ বছর ১ মাস সুদীর্ঘ সময় -এমন ব্লগারের বাংলা ব্লগিং যাদুঘর যদি হয় সেখানে তার প্রবেশ পথে সোনার একখানা ভাস্কর্য থাকার দাবি থাকবে :)
আপনি আমাদের গর্ব ব্রাদার। ভাল থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন এভাবে চিরকাল।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: স্বপ্ন দেখতে দোষ নাই কিন্তু সেটা পূরণ হবে বলে আমার মনে হয়না। স্বাধীনতার এত বছর পরেও যেহেতু আমরা আগাইতে পারিনি সেটা অদূর ভবিষ্যতে সম্ভব বলে মনে হয়না।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন: ওয়েলকাম ব্যাক।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

কালো যাদুকর বলেছেন: আপানার আশাবাদ সত্যি হোক। ফিরে আসুন, নিয়মিত লিখুন।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৯

অধীতি বলেছেন: আপনার আশাবাদ পূর্ণতা পাক। সুদীর্ঘ বছর ব্লগে নিজেকে সংযুক্ত রাখার জন্য শুভকামনা।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১১

নতুন বলেছেন: ১৭ বছর পূর্তির শুভেচ্ছা। আর মাত্র ৩ বছর ১ কুড়ি হবে :)

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৯

সোনাগাজী বলেছেন:





১৭ বছর ব্লগিং'এর অভিনন্দন।
ব্লগের হাইব্রিড গল্পকারের মন্তব্য পেয়েছেন ( ১নং মন্তব্য ); মন্তব্য থেকে বুঝতে পারছেন যে, লেখক কত বড় আশাবাদী, জীবিত থাকতেই মরে গেছে।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন সতেরো বছর পূর্তির :)

দীর্ঘসময়তো বটেই।

আপনার দারুন ইউটোপিয়ান চরম আশাবাদ সত্যি হোক।
স্বপ্ন থেকেই তো যাত্রা শুরু হয়..............

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

শায়মা বলেছেন: বাপরে!!! তুমিও দেখছি ব্লগের প্রাচীন যুগের আদিম মানুষদের একজন!!

অনেক অনেক শুভকামনা। এখন নিশ্চয় অনেক বেশি বিজি হয়ে গেছো তাইনা?

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৬

চারাগাছ বলেছেন:
একসময় আপনার প্রোফাইল ছবিটা নিয়মিত ছিল ব্লগে।

১২| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১:৫৯

কামাল১৮ বলেছেন: আপনার আশা পূর্ণ হোক।

১৩| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৫

মিরোরডডল বলেছেন:




আট কোটি লোকজন সাইক্লোন, বন্যা, খরা, দুর্ভিক্ষ, কলেরা, উলাউঠা, ডায়রিয়া, ডেঙু, কোভিড, মশা, ফরমালিন, ট্রাকের দুষন, ঈভা রহমানের গান, সেফুদার লেকচার, দেওয়ানবাগীর কারিশমা সত্ত্বেও জনসংখ্যা বাড়াইতে বাড়াইতে আঠারো কোটি বানাইছে।

:)

দেশের সবকয়টা মেয়ে মাস্টার্স পিএইচডি করে সমাজের কুপমুন্ডকতাগুলোকে দূর করে দেবে, আমাদের বৈজ্ঞানিক আর সমাজসেবকদের নিয়ে হলিউড বলিউড সিনেমা বানাবে, আমেরিকাআফ্রিকার মেয়েগুলা বাঙালী মডেলদের ফলো করে ফ্যাশান করবে। আমি এই স্বপ্ন দেখি

ভেরি ওয়েল সেইড।
স্বপ্ন পূরণ হোক।

সতেরো বছর পূর্তির অভিনন্দন!


১৪| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই আচানক ঘটনা।
১৭ বছর দীর্ঘ সময় ।
আপনাকে অভিনন্দন !

১৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩০

গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার আশাবাদ। আপনার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই আমি বাংলাদেশের সুভবিষ্যতের জন্য চরম আশাবাদী, আমাদের বিজয় হবেই!

তবে যারা বলেন "কোন কালেই আশাবাদীদের দলে ছিলাম না"। তাদেরকে শুধু এটুকু বলতে চাই বিশ বছর আগের বাংলাদেশের দিকে একটু ফিরে তাকান, দেখুন আমরা কোথায় ছিলাম, যদি চোখে টিনের চশমা না থাকে তাহলে অবশ্যই পরিবর্তন গুলো চোখে পরার কথা। সমস্যা আছে, অনেক ভুলও হয়ে থাকতে পারে, তারপরেও শতবাধা বিপত্তি অতিক্রম করে দেশ এগিয়ে যাবে এটাই আশাবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.