নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

একজন দেশপ্রেমীক

একজন দেশপ্রেমীক › বিস্তারিত পোস্টঃ

চীনে G20 সম্মেলনে ওবামাকে অপমান

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর মতে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দেখা সবচেয়ে ভদ্রলোক, যিনি ওয়াশিংটন ডিসির তখতে আরোহণ করেছেন। এই বিষয়ে আমারও দ্বিমত নেই। বরং আগ বাড়িয়ে আমি এও বলতে পারি, হিলারী ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্প বা তারও পরে ওবামার মতো ব্যক্তিগত গুণাবলীর অধিকারী কারো প্রেসিডেন্ট হবার সম্ভবনা কম।
অথচ এই ওবামাই এই মাসে দূরপ্রাচ্য সফরে এসে যেভাবে রাষ্ট্রীয় প্রযোজনায় অপদস্থ হলেন, তা নজিরহীন। আমি জানিনা, ১৯৪৫ সালের পর বিদেশে কোন মার্কিন প্রেসিডেন্ট এতো অপমানিত হয়েছেন কিনা। ২০০৮ সালে বোগদাদে জর্জ ডব্লিউ বুশের দিকে ইরাকী সাংবাদিক মুনতাযার আল জায়েদীর ছুঁড়ে মারা 'বিদায়ী চুম্বন' এখানে অপ্রাসঙ্গিক। কারণ এটি রাষ্ট্রীয় প্রযোজনায় তো ঘটেইনি, উল্টা ঘটনার সময় পাশে দাঁড়ানো ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকী শেষ জুতাকে লুফে নিয়ে বুশকে বাঁচাতে চেয়েছিলেন!
কিন্তু চীনের হেংঝোতে আয়োজিত জি-২০ সম্মেলনে নজিরবিহীন কূটনৈতিক অসৌজন্যতা দেখিয়ে বারাক ওবামাকে লাল গালিচা অভ্যর্থনা না দেয়া, এবং লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে আয়োজিত আসিয়ান সম্মেলনে ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে কতৃক প্রেসিডেন্ট ওবামাকে বেশ্যার ছেলে বলে প্রকাশ্য গালমন্দের ব্যাপারটা সম্পূর্ণ নজিরবিহীন। এটা আরো অনেককে সাহস যোগাবে এই কারণে যে, আজকাল খোদ মার্কিন প্রেসিডেন্টকেও বাপমা তুলে গালি দেয়া সম্ভব!
ফিলিপাইন ছিলো মার্কিন উপনিবেশ। কখনো ফিলিপাইন থেকে এতো তাড়াতাড়ি এমন আচরণ বোধকরি পেন্টাগনে থাকা সবচেয়ে ঘাগু ব্যক্তিটিও আশা করেননি। এসব ঘটনা বিশ্বজুড়ে গত ১০০ বছর ধরে স্থাপন করা বিভিন্ন রাজনৈতিক কাল্ট ও ট্যাবুর ধ্বসে পড়ার বজ্রনির্ঘোষ...!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: ওবামা প্রশাসন ভাল কিছুই করে গেছে। ট্রাম্প হলে বিশ্ব যুদ্ধ লাগায় দিত!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৩

একজন দেশপ্রেমীক বলেছেন: ট্রাম্প আসলে সত্যি বিশ্বে কপালে দূর্ভোগ আছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.