![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোরবানি এলে বাটপাররা কেবল স্টেরয়েড হরমোন ইঞ্জেকশন, বড়ি নিয়েই গরুর উপর হামলে পড়ে না। আজ দেখলাম বাংলা মদ, আর তাঁড়িও গরুর উপরে প্রয়োগ করা হয়। উদ্দেশ্য বৃদ্ধ আর অসুস্থ গরুকে ক্রেতার সামনে সজীব ও চটপটে দেখানো। এতোটুকু আগেই জানতাম, কিন্তু যেই শুনলাম বুড়ো আর অসুস্থ গরুকে আজকাল বাজারে তোলার আগে যৌন উত্তেজক মাদক ইয়াবা দ্বারাও আপ্যায়িত করা হচ্ছে, তখন থেকে মনে হয় আমি দুনিয়ায় নাই!
তাই তো বলি, ইদানিং হাটে গেলে একে অপরের উপর লাফিয়ে উঠা মত্ত গরু কেন বেশি দেখা যায়...!
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯
একজন দেশপ্রেমীক বলেছেন: প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করেই সব হচ্ছে।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০
ভ্রমরের ডানা বলেছেন: এসব ব্যবসায়ীদের ধরার মত প্রশাসনে কি কেউ নেই! অদ্ভুত!