![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্শিয়া বার্নিকাটের চেয়ে ড্যান মোজিনা সততঃ উৎকৃষ্ট ও উঁচুমানের কূটনীতিক ছিলেন। ওয়াশিংটন অত্যন্ত ঘোলাটে এক সময়ে পরিপক্ব কূটনীতিজ্ঞ মোজিনার উত্তরসূরী হিসেবে সাধারণ মানের বার্নিকাটকে রাজদূত হিসেবে নিয়োগ দিয়েছিলো। এমনকি যদি দেখা যায়, বার্নিকাট আসলে কোন কোটায় মার্কিন ফরেন সার্ভিসে প্রবেশ করেছিলেন, তাহলে আমি অবাক হবো না! তবে আমার মনে হয়না, বার্নিকাটকে মোজিনার স্থলাভিষিক্ত করা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে কোন বিচ্ছিন্ন বা কাকতালীয় বিষয় ছিলো। ওয়াশিংটন সম্পূর্ণ ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছিলো, যে সিদ্ধান্তের ফল হয়তো ধীরে ধীরে প্রকাশ্য হতে শুরু করছে। আমেরিকা একজন সাধারণ মানের কূটনীতিককে ঢাকায় বসিয়ে ভারতকে ঢাকার কূটনৈতিক পাড়ায় ওয়াক ওভার দিতে চেয়েছিলো হয়তো।
কারণ মোজিনা একটু বেশি বুঝতেন। শোনা যায়, তিনি ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের প্রেক্ষিতে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছিলেন। এই লক্ষ্যে দূতিয়ালি চালাতে নজিরবিহীনভাবে মোজিনা বেইজিং ও দিল্লী উড়ে গেছিলেন। আমেরিকায় দেবযানী খোবড়াগারে নামে এক ভারতীয় কূটনীককে হেনস্থা করার আলোচিত ঘটনার পেছনে বাংলাদেশ প্রশ্নে ওয়াশিংটন ও দিল্লীর মতদ্বৈততা দায়ী ছিলো বলে শোনা যায়। আর এতে মোজিনার ভূমিকা ছিলো। ড্যান মোজিনার উপর প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ এতোই ক্ষুব্ধ ছিলেন যে, তিনি মোজিনার মেয়াদের শেষ দুই বছর তাকে কোনরূপ বৈঠকের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেননি। ঢাকা থেকে বিদায়ের কয়েক মাস আগে শেষবার বাংলাদেশ বিমানের নতুন বোয়িং ৭৭৭ বহর উদ্বোধনের অনুষ্ঠানে ড্যান মোজিনা হাসিনা ওয়াজেদের সামনে পড়েন। বলা বাহুল্য, প্রধানমন্ত্রী তাকে অগ্রাহ্য করেন।
এরপর মার্শিয়া বার্নিকাটের চলনবলন দেখুন! বাংলাদেশে মার্কিন দূতাবাসের অস্তিত্ব আজকাল স্রেফ কোন উৎসব আয়োজনে শাড়ী বা সালোয়ার কামিজ পরিহিত হাস্যজ্জ্বোল বার্নিকাটের ফটো অপুর্চুনিটি আর সেলফির মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। এমনকি বাংলাদেশে নিযুক্ত প্রথম মার্কিন রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টারের সময়ও মার্কিন দূতাবাস এতো নিষ্ক্রিয় ছিলোনা...!
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮
ঢাকাবাসী বলেছেন: আমার জানামতে বার্ণিকাট একজন অত্যন্ত দক্ষ অভিজ্ঞ সুশিক্ষিত উঁচুমানের কুটনীতিক। একজন কুটনীতিককে কিভাবে কাজ করতে হয় তা তিনি ভালই জানেন।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮
ঢাকাবাসী বলেছেন: আমার জানামতে বার্ণিকাট একজন অত্যন্ত দক্ষ অভিজ্ঞ সুশিক্ষিত উঁচুমানের কুটনীতিক। একজন কুটনীতিককে কিভাবে কাজ করতে হয় তা তিনি ভালই জানেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫১
কলাবাগান১ বলেছেন: এই সরকারকে সরানোর জন্য নীতি বহির্ভূত ভাবে যড়যন্ত্র শুরু করলেই জামাতি-রাজাকারদের চোখে বার্নিকাট হয়ে উঠবেন চৌকশ কুটনীতিক