![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবার্ট এফ কেনেডি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির অনুজ ছিলেন। রভার্ট ও এথেল কেনেডি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৯৫০ সালে। ১৯৬৮সালে রবার্টের হত্যাকাণ্ডের সময় তাদের দাম্পত্যজীবন মাত্র ১৮ তম বসন্ত অতিক্রম করছিলো। অথচ এই স্বল্প সময়েই উভয়ে এগারো জন সন্তানের জন্ম দেন! এর মধ্যে সর্বশেষ সন্তানের জন্ম হয় রবার্ট এফ কেনেডির মৃত্যুর পর।
তথ্যটা জেনে অবাক না হয়ে উপায় নেই। যখন দেখা যাচ্ছে জন্ম নিয়ন্ত্রণের মতো বিষয় একটি আধুনিক ধারণা, যার উদ্ভব বা বিকাশ মূলত পশ্চিম থেকে শুরু হয়, সেখানকার একজন উঁচুদরের রাজনীতিবিদ জন্ম নিয়ন্ত্রণকে এভাবে চৌচির করে ফেলেছিলেন নিজের ব্যক্তিগত জীবনে! এমন নয় যে রবার্ট কেনেডি একজন রক্ষণশীল ছিলেন। একে তো তিনি ডেমোক্রেট, তার উপর তিনি ছিলেন উদারবাদী। তিনি যে সময়টায় আমেরিকার রাজনীতিতে ছিলেন, তখন আমেরিকায় ধর্মনিরপেক্ষতার একটি জোরালো বাতাবরণ চলমান ছিল। পশ্চিমা সমাজে ধর্মের আবেদন ক্ষুণ্ণ হতে শুরু করেছিলো। আর রবার্ট নিজেও তরুণ সমাজের নিকট গ্রহণযোগ্য ছিলেন।
যারা রক্ষণশীল, তারাই কেবল গর্ভপাতের বিরোধিতা হেতু অধিক সন্তানের জন্ম দেয় বলে ভেবেছিলাম। রবার্ট কেনেডি মৃত্যুর আটত্রিশ বছর পর আমার সেই ভুলকে ভেঙ্গে খানখান করে দিলেন...!
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫০
রুপালী কাবিন বলেছেন: তাদের তৈরি করা নিয়ম তারাই মানেনা দেখছি!