![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বিষয় জানতে ইচ্ছে করছে, যুদ্ধাবস্থা বিরাজমান আফগানিস্তান ,ইরাক বা সিরিয়ার রাজধানী অর্থাৎ গ্রিন জোনে কি কোন সন্ত্রাসী নির্বিগ্নে তাদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে পারে? অথবা আগ্নেয়াস্ত্র প্রদর্শনের পর সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি প্রদর্শিত অস্ত্রের লাইসেন্স আছে কিনা তা খতিয়ে দেখার নাম করে দিনের পর দিন কাটিয়ে দেয়? একান্ত জানার ইচ্ছে থেকেই প্রশ্নগুলো মনে ঘোরপাক খাচ্ছে। কারণ আওয়ামীলীগ নেতারা তাদের বক্তব্য বিবৃতিতে প্রায়ই বলে বিএনপি-জামায়াত নাকি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়! বাংলাদেশ আফগানিস্তান হইতে আর কত দেরি তা জানতে মন চায়।
গত বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের উপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ও যুবলীগ-ছাত্রলীগ দফায় দফায় হামলা চালায়। ওই ঘটনার সময় ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এ নিয়ে সবাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করছে আমাদের পুলিশ তখন নির্বিকার?? সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের পরিবর্তে তারা এখনো অস্ত্রের লাইসেন্স চেক করছেন!!
কেন্দ্রীয় ছাত্রলীগ আজ তাদের সেই অস্ত্রধারী ক্যাডারদেরকে বহিষ্কার করেছে। অর্থাৎ তারা যে অপরাধ করেছে তা এখন দলীয় ভাবে স্বীকৃত। কিন্তু কার ইশারায় তারা সেদিন অস্ত্র হাতে ঝাপিয়ে পড়েছিলো? কে সেই গডফাদার? সাংবাদিক গোলাম মোর্তোজা এক কলামে লিখেছেন,
“হকারদের সঙ্গে উচ্ছেদ নিয়ে বাক-বিতণ্ডা চলার সময় মেয়র সাঈদ খোকন বলেছেন, হকারদের সঙ্গে এত কথা কিসের? ছাত্রলীগ-যুবলীগের ছেলেদের খবর দাও।এই বক্তব্য যদি সত্যি হয়, মেয়র সাঈদ খোকন যদি এ কথা বলে থাকেন, দায় কার? শুধু ছাত্রলীগের?”
বিস্তারিত জানতে,
https://goo.gl/0KFCwJ
ছাত্রলীগের অস্ত্রধারীদের বহিষ্কার করা হয়েছে, হয়তো খুব দ্রুত তারা গ্রেপ্তারও হবে। কিন্তু গডফাদার সাইদ খোকনের কি হবে? তাকে কে বহিষ্কার করবে?
৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০৫
একজন দেশপ্রেমীক বলেছেন: বহষ্কার করা মানেই হল অপরাধ স্বীকার করে নেওয়া। আর অপরাধ প্রমাণীত হওয়ার পরেও কেনো এখনো তাদের গ্রেপতার করা হচ্ছেনা!
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
ঢাকাবাসী বলেছেন: এসব বহিষ্কার টহিষ্কার আই ওয়াশ, লোক দেখানো। যেখানে ফোজদারী আইনে মামলা হবে সেখানে লাইসেন্সের খোজে তথাকথিত পুল.. হয়রাণ!