![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিলারী ক্লিনটন যদি প্রেসিডেন্ট হন তাহলে ফার্স্ট লেডীর পদের কি হবে? এটা কি বিলুপ্ত হয়ে যাবে? উত্তর না, হিলারী ক্লিনটন যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে ফার্স্ট লেডীর পদটা বিলুপ্ত হবেনা। ক্লিনটন দম্পতির মেয়ে চেলসি হবেন তখন ফার্স্ট লেডী। এমন ফার্স্ট লেডী নজিরবিহীন নয়। এর আগে প্রেসিডেন্ট থমাস জেফারসনের মেয়ে মার্থা জেফারসন, অ্যান্ড্রু জ্যাকসনের আমলে প্রথমে তার ভাগ্নি এমিলি ডোনেলসন ও পরে পুত্রবধু সারাহ জ্যাকসন, জ্যাকরি টেইলরের আমলে প্রেসিডেন্টের মেয়ে মেরি টেইলর, বেঞ্জামিন হ্যারিসনের সময়ে স্ত্রী ক্যারোলিন হ্যারিসনের মৃত্যুর পর তার মেয়ে মেরি হ্যারিসন ম্যাককি ও জেমস বুকাননের সময়ে তার ভাতিজি হ্যারিয়ট জনস্টন মার্কিন ফার্স্ট লেডীর দায়িত্ব পালন করেন। তবে এসব অনেক আগের। এরকম শেষ ফার্স্ট লেডী হ্যারিয়ট জনস্টন দায়িত্ব পালন করেন উনবিংশ শতকের পঞ্চাশের দশকে। হিলারী প্রেসিডেন্ট হলে প্রায় দেড়শো বছর পর আবার তেমন একজন ফার্স্ট লেডী দেখা যাবে, যিনি প্রেসিডেন্টের স্ত্রী নন...।
২| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১
ঢাকাবাসী বলেছেন: যাক কোনটাই হয় নাই, হিলারী হারছে। ঝামেলা শেষ!
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৩
কালীদাস বলেছেন: আসলেই তো সমস্যা। হিলারী লেসবিয়ান হইলেও না হয় একটা সুরাহা করা যাইত