![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। এ আন্দোলনের শুরুতে দল, মত নির্বিশেষে দেশের সকল ছাত্রসমাজ, ছাত্র সংগঠন, রাজনৈতিক দল প্রকাশ্য কিংবা মৌন সমর্থন দিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীও দাবী মানতে বাধ্য হয়েছিলেন।
কিন্ত প্রজ্ঞাপন জারী না করে টালবাহানা ও সময়ক্ষেপনের নীতি গ্রহণ করে সরকার। একের পর চাকুরীর সার্কুলার হচ্ছে পূর্ববতী কোটা পদ্ধতিতেই। ফলশ্রুতিতে ছাত্রসমাজ আবার রাজপথে নেমে আসার চেষ্টা চালাতে থাকে।
ছাত্র সমাজের যৌক্তিক দাবীটির কার্যকরণের আন্দোলন যেন আর কোন ভাবেই দানা বাঁধতে না পারে সে জন্য বাংলাদেশের সন্ত্রসীদের ভুমিকায় অবতীর্ণ ছাত্র সংগঠন ছাত্রলীগকে লেলিয়ে দেয় সরকার।
একের পর এক ছাত্রের রক্তে রঞ্জিত হচ্ছে ক্যাম্পাস। ছাত্র নির্যাতনের ভিডিও ফুটেজ দেখে প্রতিটি সচেতন ব্যক্তির গা শিহরে উঠার কথা। সকলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ার তথা। কিন্তু চিত্র ভিন্ন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে মানবাধিকার কর্মী; সুশিল থেকে রাজনৈতিক দল; ছাত্র অধিকারের কথা বলেন এমন সব ছাত্র সংগঠন সকলেই আজ নিরব। কেউ কেউ শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।
ঘটনা বিশ্লেষণ করে আর কিছু করার ছিল কী রাজনৈতিক দলগুলোর ??
মানবাধিকার কর্মী , সুশীল, বুদ্ধিজীবী, শিক্ষক, অভিভাবক তাদের কী কিছুই করার নেই??
তাহলে কী দেশে সরকার যা করবে সেটিই সকলে মুখ বুজে সহ্য করবে ????
ছেলেগুলো রক্তাক্ত হবে, সুচিকিৎসা পাবে না, জীবনের নিরাপত্তা পাবে না, ভয় আতংকে দিন কাটাবে আর জনগণের অধিকার আদায়ে সংগ্রাম রত (!?) রাজনৈতিক দলগুলো নিজের অসাহয়ত্ব বোধ করে বসে থাকবে ???
এমন রাজনৈতিক দলের কী কোন প্রয়োজন আছে বাংলাদেশে ???
এমন নেতাদের কী প্রয়োজন যারা শুধু সুসময়ে মানুষের অধিকার আদায়ের কথা বলবে ???
আর সময় ক্ষেপণ নয় বাংলাদেশের চার কোটি ছাত্রের প্রাণের দাবী কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে গর্জে উঠার সময় এখনই।
দেশের প্রতিটি সংগঠন, দল, ক্লাব, মিডিয়াকে এগিয়ে আসতে হবে ছাত্রদের অধিকার আদায়ে।
কন্ঠস্বর উচুঁ করতে হবে গ্রেফতারকৃত সকল ছাত্রের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহাররের।
সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আহতদের।
জয় হোক নায্যতার।
জয় হোক মানবতার।
দূর হোক বৈষম্য।
সুযোগ পাক মেধা মূল্যায়ণের।।।।।
০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯
একজন দেশপ্রেমীক বলেছেন: থাকলেও থাকতে পারে তবে আমি কনফিউজড। যদি থেকেও থাকে তাহলে সেটার সুযোগ করে দিয়েছে সরকারই। সরকার দাবি মেনে নিলেই তো হয়! এত বেশি বৈষম্য নিয়ে একটা সভ্য রাষ্ট্র চলতে পারেনা।
২| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২২
নির্লিপ্ত হিমু বলেছেন: ফ্যাসিবাদী রাষ্ট্রে এমনই হয়ে থাকে। আতঙ্কে কেউ কিছু বলে না। যারা সাহসী, তারাও চুপসে যায়।
৩| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৪
রাকু হাসান বলেছেন: নতুন নাটক..নতুন কমিটি গঠন .কালক্ষেপণ .করা .......।আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা ...
০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০০
একজন দেশপ্রেমীক বলেছেন: এর আগে দশ থেকে পনের দিনের মধ্যে গেজেট পাশ করবে বলেও দুই মাসেও কিছু করেনি। এখন তাদের কথায় ভরশা রাখা যায় কি করে!
৪| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫
হোয়াইট ফায়ার বলেছেন: চলুন আমরা চাল উৎপাদন করা বন্ধ করে দেই। জামাত শিবির তো আবার ভাত খায়।
ভালো কোনো উদ্যোগ দেখলেই তাদের জামাত শিবিরের কথা মনে পরে যায়। এক তেনা কয় জায়গায় পেঁচাবেন?
৫| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: যে হাসপাতাল নূরকে রাতে বের করে দেয় সেই আনোয়ার খান হাসপাতাল বর্জন করুন।
ঢাকা মেডিকেলের সাহস হয় কী করে নূরের চিকিৎসা না করার? জনগণের টাকায় চলে, এত্তবড় সাহস?
০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪
একজন দেশপ্রেমীক বলেছেন: শুনলাম সেই আনোয়ার খান নাকি রামগঞ্জ উপজেলা আওমীলীগের সভাপতি!
৬| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭
ঢাবিয়ান বলেছেন: সারা দেশ রাজাকার, জামাত শিবির শুধু আওয়ামি দালালরা ছাড়া। ক্ষমতা হারালে এই মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কি হয় তা দেখে যাবার সৌভাগ্য যেন হয়।
০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০
একজন দেশপ্রেমীক বলেছেন: এসব কারনে দিনেদিনে মুক্তিযুদ্ধের প্রতি মানুষের ঘৃণা ধরে যাচ্ছে।
৭| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১
কানিজ রিনা বলেছেন: জনগন যখন ভোটাধিকার হাড়িয়েছে সেখানে
আর কোনও অধিকার করতে যাওয়া অতিবও
বোকামী। ভোট বিহিন অপরাজনীতি ভোট
চোরের দলের সন্ত্রাস ক্যাডারদের হাতে শুধু
শুধু ভদ্র ছেলেরা অধিকার আদায় করতে
গিয়ে মার খাচ্ছে রক্তাক্ত হচ্ছে সাথে মামলা
করে জেলে পুরে দেওয়া হচ্ছে। কিসের
অধিকার তোমরা চুপ থাকো চুপ থাকো।
তোমাদের ভাতে মারব পানিতে মারব।
পোষ্টের জন্য ধন্যবাদ।
০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩
একজন দেশপ্রেমীক বলেছেন: মন্তব্যের জন্যও ধন্যবাদ!
৮| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:২৭
আলআমিন১২৩ বলেছেন: অনেক মুক্তিযোদ্ধা কিন্তু ছাএদের আন্দোলনের প্রতি সমথন জানিয়েছেন। বেশ কিছু মুক্তিযোদ্বা সন্তানও সহমমিতা জানিয়েছে।মুক্তিযোদ্ধাদের নিয়ে গনহারে কটুক্তি শোভনীয় নয়। সরকারী কাজ সিস্টেমের কারনে কিছুটা সময়সাপেক্ষ। ধৈয ধরা উচিৎ।
০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭
একজন দেশপ্রেমীক বলেছেন: সরকার এর আগে দশ থেকে পনের দিনের সময় নিয়ে দুমাস পরেও গেজেট প্রকাশ করেনি, এখন করবে তার নিশ্চয়তা কি?
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, সরকার সন্দেহ করছে যে, কোটা আন্দোলনকারীদের মাঝে জামাত-শিবিরের হাত আছে; আপনার কি মনে হয়?