নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দেশ আমি গরবো

hopeful imran

আমার দেশ আমি গড়বো

hopeful imran › বিস্তারিত পোস্টঃ

এ যেনো এক নিরব কান্না

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৭


মানারাত ইনটারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের একটি সেমিনারে গিয়েছিলাম। সেমিনার এর বিষয় ছিলো, সংবাদপত্রে খবরের তথ্য-উপযোগিতা পর্যালোচনা।
এখানে একটি প্রধান আলোচক ছিলেন দৈনিক ‘মানবজমিন’ পত্রিকার সম্পাদক, তার আলোচনায় আমি আবেগ আপ্লুত হয়ে পরি।
আমরা ভাবি ,সাংবাদিকরা কেন যেনো এরিয়ে যাচ্ছে, কখনো কখনো আমরা গালিও দেই, কোন ব্যাপারে সাংবাদিক এড়িয়ে গেলে।
আসলে তারা যে কেন এড়িয়ে যায় সেটিতো আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু প্রতিনিয়ত তারা এই এরিয়ে যাওয়ার কারন টার মুখমুখি হয়। তিনি(সম্পাদক) একটি কথা বলেন, আসলে চাইলেও আমরা সাদা কে সাদা আর কালো কে কালো বলতে পারি না।
তাদের যে কত টা চাপের মুখে থেকে খবর ছাপতে হয় তা জানলাম এই সেমিনারে উনার(সম্পাদক) বক্ত্যব্য শুনে।
তাহলে কি সংবাদ মাধ্যমে স্বাধীনতা নেই?
কিছুতো একটা সমাধান খুজতে হবে।
কি হতে পারে সেই সমাধান? একজন প্রশ্ন করেছিলো বক্তাকে, উত্তরে বলেছিলেন, ধ্যর্য ধরতে হবে এবং উজ্জ্বল সকালের অপেক্ষায় থাকতে হবে,
তাহলে আমরা কি সকালের অই সুর্য কখন উঠবে অই অপেক্ষায় থাকব।
আমি যা মনে করি , এটাতো প্রভাতের লালিমা মাখা অই সুর্য না যে, অপেক্ষা করবো আর রাত ঘনিয়ে সকাল হবে, এই সুর্যকে নিজে হাতে উঠাতে হবে। তাহলে কে দায়িত্ব নিবে অই সুর্য উদয়ের?? নিজেদেরই নিতে হবে। কাওকে না কেওকে দ্বায়িত্ব নিতে হবে, শুধু একজন সম্পাদকের নামে শত মামলা হয়েছে, যদি তার সাথে সংক্ষাটা না বাড়ে তাহলে সকাল আসবে কিভাবে? পরিবর্তন টা নিজেদেরকেই আনতে হবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:


মানবজমিনও একটি পত্রিকা, উহার সম্পাদক আবার কি যেন বলেছেন, তাতে আপনি আবেগ-আপ্লুত হয়ে গেছেন! বাংলাদেশে ভালো কোন জার্নালিষ্ট আছে বলে মনে হয় না।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: বিশ্বের সব দেশেই, হু একেবারে সব দেশে, সংবাদ পত্রের উপর সরকারের সহ অনেক ক্ষেত্রের কন্ট্রোল থাকে। অনেক কিছুই তারা লিখতে চাইলেও লিখতে পারেন না। আবার লিখতে না চাইলেও লিখতে হয়।

তবে মজার বিষয় হচ্ছে প্রায় সব পত্রিকাই তাই লিখে যা তাদের মন চায়! জ্বী, এটাও একটা চরম সত্য। সত্যের সাথে যেমন খুশি মিথ্যা জড়িয়ে তারা লিখে চলতে পারেন, কাউকে খারাপ হিসাবে দেখাতে পারেন, যা খুশি তাই করতে পারেন।

সাংবাদিকদের মুখে চাপের কথা শুনলে আবেগাপ্লুত হবেন, আবার সাংবাদিকের মুখে দুর্নিতির ধারক বাহককে দুর্নিতির জম বলার ঝড় দেখলে চাটুকারিতা কাকে বলে তা বুঝবেন!!!

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: দেশের সব পত্রিকার একই অবস্থা। নিউজ করতে হয় সম্পাদকের ইচ্ছায়। সত্য নিউজও ছাপানো যায় না। পত্রিকাওয়ালারা চায় ব্যবসা করতে। ব্যবসায়ীদের চাপ আছে, সরকারের চাপ আছে।
তবে যারা টাকা দেয় মানে বিজ্ঞাপন দেয় - তাদের সাত খুন মাপ।

৪| ১০ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:১৯

hopeful imran বলেছেন: আছে আছে তারা আজ জিম্মি

৫| ১০ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:২০

hopeful imran বলেছেন: ঠিক বলছেন

৬| ১০ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:২০

hopeful imran বলেছেন: ঠিক বলছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.