![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশা-হতাশার বেড়াজালে আবদ্ধ এ জীবন।
প্রথম ব্যক্তিঃ ব্যাটারে এমন মার মারলো, একটু নড়াচড়া করলো না।
দ্বিতীয় ব্যক্তিঃ এটা কি করে সম্ভব??
প্রথম ব্যাক্তিঃ ঐ ব্যাটারেতো আচ্ছা করে খুটির সাথে বেধে মেরেছে। ওর বাপের সাধ্য আছে যে একচুল নড়বে !!
হাত-পা বেঁধে নির্যাতনের সংস্কৃতি আমাদের চারপাশে অক্টপাশের জালের মত জড়িয়ে আছে। রাজন হত্যা এর প্রকৃষ্ট উদাহারণ। এর সাথে যোগ হলো গাজীপুরের ৫৭ বছরের বৃদ্ধা রওশানারা আক্তার। দিন দিন কোথায় নেমে যাচ্ছি আমরা??
জেলার কালিয়াকৈরে জমি নিয়ে দু’পক্ষের কোন্দলের জের ধরে চায়ের দোকানে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে মারধর করা হয় ৫৭ বছরের রওশানারা আক্তারকে।
উপজেলার রশিদপুর এলাকার আনিছুর রহমান সিকদার ও কাশেম সিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে রশিদপুর বাজারে আনিছুর রহমানের দখলে থাকা মার্কেটে গিয়ে কাশেম সিকদারের লোকজন অতর্কিত হামলা চালায়।
খবর পেয়ে আনিছ সিকদারের পরিবারের লোকজনও পাল্টা হামলা চালায়। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। একপর্যায়ে কাশেম সিকদারের লোকজন আনিছ সিকদারের ছেলে কাওছার হোসেন (২২) ও বড় বোন রওশানারা আক্তারকে (৫৭) পাশের চায়ের দোকানে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে মারধর করতে থাকে।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে আনিছুর রহমান সিকদার (৫৫), কাওছার সিকদার, কুলছুম বেগম (৪৫) ও রওশানারাকে কালিয়াকৈর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আনিছুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র জমি নিয়ে দ্বন্দ্ব, হাত-পা বেঁধে নির্যাতন
২০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫১
আনলাকি ব্রিলিয়ান্ট বলেছেন: আসলে গ্রামে মারধরের সংস্কৃতি অনেক দিনের। ইদানীং কালে এগুলি জনসমক্ষে আসা শুরু করেছে। যেটি অবশ্যি আশাব্যাঞ্জক।
২| ২০ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৩
গোধুলী রঙ বলেছেন: আমাদের আমজনতা দিন দিন নপুংসক হয়ে যাচ্ছে , পারে খালি দুর্বল কে খুটির সাথে বেধে পিডাইতে। এইদিকে বড়বড় চোরেরা পাছার কাপড় পর্যন্ত খুলে নিয়া যাইতেছে তখন মিউ মিউ করে। সব কেমন জানি সাইকো, এই ধরনের নৃশংসতার ক্ষেত্রে অবশ্য শিক্ষিত, অশিক্ষিত, কু শিক্ষিত কোন তফাত নাইক্কা।
২০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৩
আনলাকি ব্রিলিয়ান্ট বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৬
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট হিংস্র অসভ্য লোভী পরশ্রীকাতর অশিক্ষিত জাত হলাম আমরা বাংলাদেশীরা।