![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশা-হতাশার বেড়াজালে আবদ্ধ এ জীবন।
একটা ছেলে একটা মেয়েকে বললঃ তুমি আমার হৃদয়ের মধ্যে আসো, সারাজীবন এখানে থাকো
রাগান্বিত হয়ে মেয়েটিঃ আমি কি আমার জুতা খুলবো??
ছেলেটিঃ নো হানি, এটা মন্দির নয়, তুমি জুতা পায়ে আসো।
অনেকদিন পর বাল্যকালের বান্ধবী মাইশার সাথে দেখা হলো মুহিতের ।
দেখা হতেই মাইশা মুহিতকে বললঃ বয়সতো ৩৫ ছুইছুই। এতদিন পার হয়ে গেল, বিয়ে করিসনা কেন?? এখনো উপযুক্ত কোন মেয়েকেই খুঁজে পাসনি!
মুহিতঃ আসলে কি, অনেক মেয়েকেই আমার পছন্দ হয়েছে। সমস্যাটা হলো, আমার মায়ের কাঊকেই পছন্দ হয়না।
কিছুক্ষণ চুপ করে থেকে মাইশাঃ শোন, এবার এমন একটা মেয়ে পছন্দ কর, যে মেয়েটা আচার-আচরণে ঠিক তোর মায়ের মত।
মাস ছয়েক পর মাইশার সাথে মুহিতের আবার দেখা হলো।
দেখা হতেই মাইশাঃ উপযুক্ত মেয়ে পেয়েছিস? তোর মায়ের কি মেয়েকে পছন্দ হয়েছে ? তোর কপালে বউ কি জুটেছে?
ভুরু কুঁচকিয়ে মুহিত মাইশাকেঃ হ্যা, উপযুক্ত মেয়ে পেয়েছি, বিয়ে করে বউও ঘরে এনেছি। আর, মায়েরও ওকে খুব পছন্দ হয়েছে।
কিছুটা অবাক হয়ে মাইশাঃ তাহলে সমস্যা কোথায়?
প্রত্যুত্তরে মুহিতঃ বাবার ওকে পছন্দ হয়নি।
বিয়ের প্রথম বছর; স্বামী বলে, স্ত্রী শুনে।
বিয়ের দ্বিতীয় বছর; স্ত্রী বলে, স্বামী শুনে।
বিয়ের তৃতীয় বছর; স্বামী-স্ত্রী দুজনেই বলে, এবং প্রতিবেশিরা শুনে।
প্রথম মহিলাঃ আমার একটি উপযুক্ত ছেলে আছে
দ্বিতীয় মহিলাঃ আপনার ছেলে কি ধূমপান করে?
প্রথম মহিলাঃ না, আমার ছেলে ধূমপান করে না।
দ্বিতীয় মহিলাঃ আপনার ছেলে কি মদ্যপান করে?
প্রথম মহিলাঃ না, আমার ছেলে মদ্যপান করে না।
দ্বিতীয় মহিলাঃ আপনার ছেলে কি কখনো গভীর রাত করে বাড়িতে ফেরে?
প্রথম মহিলাঃ না, আমার ছেলে কখনো রাত করে বাড়িতে ফেরে না।
দ্বিতীয় মহিলাঃ আপনার সৌভাগ্য, আপনার ছেলেটি অনেক ভালো। আপনার ছেলের বয়স কত?
প্রথম মহিলাঃ আমার ছেলের মাত্র বয়স ১২ মাস।
ছোট্ট মিশু খুব আনন্দের সাথে শিক্ষকের দেওয়া হোমওয়ার্ক A থেকে Z মুখস্ত করলো। কিন্তু তার মধ্যে কিছুটা ভঁয় কাজ করছিলো। কারণ ক্লাসে সবার সামনে তাকে মুখস্ত বলতে হবে।
পরেরদিন ক্লাসে;
স্যারঃ মিশু সামনে আসো এবং A থেকে Z মুখস্ত বলো।
ভয়ে জড়সড় হয়ে মিশু ক্লাসে সবার সামনে গিয়ে দাঁড়ালো এবং চোখ বন্ধ করে বলতে শুরু করলো "ABCDEFGHIJLKMNOQRSTUVWXYZ."
কিছুটা হাসিমুখে স্যারঃ মিশু, তুমি খুব ভালো বলেছো। কিন্ত পি (P) বলতে ভুলে গেছো। P কোথায়?
কিছুটা কাঁচুমাচু হয়ে মিশুঃ স্যার, এটি আমার দু’পায় বেয়ে নেমে যাচ্ছে।
পুনশ্চঃ নিজ দায়িত্বে হেসে নিবেন।
২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৯
আনলাকি ব্রিলিয়ান্ট বলেছেন: শুনতে পাচ্ছি কিনা?? এটা বলা যাবে না, এটা সিক্রেট। তবে দেখতে পাচ্ছি। আপনি হাসছেন। ধন্যবাদ।
২| ২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
রাবার বলেছেন:
৩| ২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
ছাসা ডোনার বলেছেন: খুব ভাল লেগেছে, অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
সুমন কর বলেছেন: মজার ছিল। ধন্যবাদ।
৫| ২১ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লেগেছে!
৬| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫২
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: শেষেরটা সব চেয়ে ভালো লেগেছে..
৭| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
৮| ২২ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
টয়ম্যান বলেছেন: ভালোলাগছে
৯| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৪
আরণ্যক রাখাল বলেছেন:
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৫
কাবিল বলেছেন: আমি হাসছি, আপনি শুনতে পাচ্ছেন?
ভাল, সব গুলোই ভাল হয়েছে।