নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

সময়ের ব্যবধানে আমি ভূলে গিয়েছিলাম, আমার সেই সব সত্যিকারের বন্ধুদের!

২১ শে জুলাই, ২০১৬ রাত ৩:৩৮

বাহঃ কি দারুন দুদিন পূর্বেও আমায় ভালোবাসার কত মানুষ, আমার জন্য হাজার মানুষ জিবন দিতে সদা প্রস্তুত, কি তরুন যুবক অথবা বৃদ্ধ! মনে হতো এখনি কলিজা ছিড়ে আমার হাতে দিতে পারলে বুঝি ওরা একটু শান্তি পেতো! চারিদিকে শুধু সালাম আর জ্বী ভাই জ্বী ভাই!
আমিও তাদের দু'হাতে উজার করে দিয়েছি,বরং কি দেইনি তা তারা বলতে পারবে না,
মনে হতো সবাই আমার কত আপন, আমার পক্ষে পেপার,পোষ্টার, আর অনলাইনে প্রচারের যেন ধুম লেগেই থাকতো!
এমন পপুলার জিবন সময় আর তোষামোদের ভিরে সত্যিই আমি ভুলে গিয়েছিলাম আমার সেই সব সত্যিকারের অকৃত্রিম বন্ধুদের,যারা শৈশব হতে বিভন্ন প্রান্ত থেকে এসে আমার রাজনৈতিক ভীত গড়তে সর্বদা নিঃস্বার্থ ভবে সকল প্রকার সহযোগিতা করতো, তারা আমার সুখের সময় কখনও তাদের সেই প্রতিদান নিতে আসেনি, আমিও সময়ের ব্যবধানে তাদের কনো খোঁজ রাখতে পরিনি......, অথচ তারা এখনো আমাকে ঠিক সেই আগের মতোই ভালোবাসে,তারা এখনো সদা প্রস্তুত, মুখে নয় কাজে প্রমান দিয়ে আমার পাশে দাঁড়াতে,

পক্ষান্তরে যাদের আমি দলীয় পদ, টাকা পয়সা ব্যবসা আর ক্ষমতা দিয়ে ভরপুর করে রেখেছিলাম,যারা আমার চারিপাশে ভীনভীন করতো চব্বিশ ঘন্টা,
........
আজ আমার জিবনে সামান্য রাজনৈতিক ঝড়ে, তারা সবাই হারিয়ে গেছে,ভীর করেছে অন্য পাড়ে, এবার নিশ্চয় আমি তাদের চিনে রাখবো নিশ্চিত করে,
খাঁটি ভালোবাসার মানুষ যেনো কভু হারিয়ে না যায় আমার মন হতে, ঐ সকল মেকি তোষামোদীদের ভীরে, জয় হোক সত্যিকারের দেশপ্রমিকের,

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৩

ইন্দ্রনাথ বলেছেন: পৃথিবীর মানুষগুরা বড় স্বার্থন্বেসী।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৫

অর্ধ চন্দ্র বলেছেন: এ যাত্রাপথে যেন মানুষ পঙ্গপালের মতোন ছুটছে, সামন্য কিছু,ক'দিনের জন্যই মাত্র এ বিবেকহীন পথচলা,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.