নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

সেই হতে এই দেশ,আমাদের বাংলাদেশ,

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

বাংলাদেশের এখনো অনেক সমস্যা আছে।

ব্যাপক দুর্নীতি আছে। নব্যধনীদের অনাচার ও লুণ্ঠন আছে। তবু চারদিকে ওঁৎ পাতা শত্রুদের ভয়াবহ ষড়যন্ত্র একটার পর একটা ব্যর্থ করে শেখ হাসিনা বাংলাদেশকে আজ যেখানে এনে দাঁড় করিয়েছেন, সেটা কি আর কোনো নেতা বা দলের নেতৃত্বে গঠিত সরকারের দ্বারা সম্ভব হতো? দেশের অধিকাংশ মানুষের মতে তা সম্ভব হতো না। এই অসম্ভবটিই সম্ভব করেছেন শেখ হাসিনা দক্ষিণ-পূর্ব এশিয়ায়। তাই তিনি আজ শুধু একজন লিডার নন, একজন স্টেটসম্যান হিসেবে বিশ্বময় স্বীকৃত। ভারত যেমন তার বন্ধু, তেমনি বন্ধু চীনও। আমেরিকা এবং সৌদি আরবও আর আগের মতো বৈরী নয়। দেশের ভেতরে যে কুইসলিংয়ের দল বিদেশী সাহায্যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাবেন ভেবে অপেক্ষা করছিলেন তারাও আজ হতাশ। তাদের ষড়যন্ত্র ব্যর্থ।

জাতীয় রাজনীতির সাফল্যের মতো আন্তর্জাতীয় রাজনীতিতেও শেখ হাসিনার সাফল্য চোখে পড়ার মতো। কেউ কেউ তাকে বঙ্গকন্যা বলে অভিহিত করেন। আমি বলি বঙ্গোপসাগর-কন্যা। তিনি এখন সারা দক্ষিণ এশিয়ারই একজন নেতা। ৭০তম জন্মদিনে আমি তার দীর্ঘ জীবন কামনা করি এবং বাংলাদেশে তার নেতৃত্বের একটি স্থায়ী প্রতিষ্ঠা দেখে যেতে চাই। জয়তু হাসিনা।

------------ আবদুল গাফ্ফার চৌধুরী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.