নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

হিরের ঠুকরো

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫১

হ্যাঁ পুরুষ , তোমার মন কি এখন বলে !
তোমার আসলে কি প্রয়োজন ,
কতো সময়ের জন্য আমাকে ,
তুমি তো তোমার অন্তবাসে এনেছো
তোমার চরম কামনার বাসনা !
হ্যাঁ হ্যাঁ যানি তোমার মিষ্টি কথার হৃদয়ে
আছে নীল বিষের ছোবল !
দেহের প্রেমে তুমি দুদিনের পাখি,
সিন্ধু সেঁচে মুক্তর মালা দাও গলে পড়িয়ে ,
সমস্ত দুনিয়া দিতে পারো আমার পায়ের তলে,
শুধুই আমার এক টুকরো হাসির জন্য ,
আহ্ সে কি তোমার মধুমাখা মিষ্টি চেহারা !
তারপর এক গভীর স্বপ্নে বিভোর করে ....
মধুপান ..... ! এরপর আমি ডাষ্টবিন... !
তবুও তুমি হিরের ঠুকরো !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.