নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

* ** দামাল **

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০২



উৎসর্গঃ ১৯৭১ এর সকল তরুণ বীর সন্তানদের।

চারিদিকে ছিন্নভিন্ন লাশের স্তুপ
ছড়িয়ে ছিটিয়ে যত আপন প্রাণ,
আর টানা হেঁচড়ায় মত্ত
কুকুর শিয়ালের গগণ বিদারী চিৎকার।
ঝরছে অবিরত তাজা রক্ত
কতো শত প্রিয় নাম,
সদা উচ্ছল,দূর্বার স্বপ্নময় আগামী
ঝরছে তারুণ্য দেখ ঐ, করে শিনাটান।
দুচোখে আজি তার জ্বলছে অনল
আপন জীবন করেছে দান,
মায়ের অশ্রু শপথ, বোনের সম্ভ্রম
আর কাধে নিজ জন্মদাতা পিতার লাশ,
মাতৃভূমির তরে সবি করেছে উৎসর্গ
নিজেরে করেছে দ্বীধাহীন অবিচল।
মৃত্যুরে ডেকে করেছে আপন
লাল সবুজের পতাকা বুকে ধরেছে আঁকড়ে,
মৃত্যু দুপায়ে মাড়িয়ে,সারা বাংলা ঘেরাও করে
দিবে না হতে, এতটুকু তার অসম্মান।
শপথ,লক্ষ স্বপ্নবোনা এক ইঞ্চি মাটি আমার
হতে দেব না পরাধীন,
যতই চালাক গুলি ঐ শকুনের পাল।
হিংস্র্র হায়েনাদের করে চিরবিতারিত
দূর্বার যাত্রায়,আনবো ছিনিয়ে স্বাধীনতা,
হানাদার মুক্ত করবো করবো
সবুজ বাংলার, আমরা যে অতন্ত্র দামাল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৬

ধ্রুবক আলো বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা....

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৬

অর্ধ চন্দ্র বলেছেন: অনেক ধন্যবাদ, আপনি ও নিবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.