নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

কে দেখবে আর কারে দেখাবে, যখন নিজেই নিজের কফিনে শেষ পেরেক!!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

আপনারা কি জানেন না যে,মূলত এই ৫৭ধারায় কি/কাকে/কাদের বন্দী করছেন? কাদের জন্য আগামীতে সোঁনার বাংলাতে হিংস্রতা পথ সুগম করে দিচ্ছেন! কাদের জন্য ৩০লক্ষ প্রাণের দামে কেনা লাল সবুজের পতাকা,বার বার পদদলিত হওয়ার নিরব পথ বাতলে দিচ্ছেন!! আমরা জানতে চাই,আমাদের জানাতেই হবে আপনাদের,যে কোন প্রেতাত্মাদের অত্যান্ত নিরব সুকৌশলের কাছে,মহান চেতনা স্বপ্নের পরিপূর্ণতা অর্জন, বারবার রুদ্ধ হোঁচট খাচ্ছে! আপনারা কি জানেন না,যতই আগামী রাজনৈতিক প্লান করে দুধ কলা খাওয়ান না কেন,ওরা সেই ৭১'র ভয়ঙ্কর কেউটেই রয়ে যাবে! বারংবার চোখের সামনে ঘটমান হিংস্রতা সচিত্র দেখেও কি, একটু হুস হবে না আপনাদের?
আরে ভাই এটাতো চিরন্তনী সত্য যে, ওই পাকি প্রেতাত্মারা বর্তমানে একটা সূফী খোলসে আবৃত হায়েনা মাত্র,যারা সামনের দিনের সুযোগের অপেক্ষারত এবং বিন্দু পরিমান ফাঁক ফোঁকরে মাথা বেড় করবে,আর সমগ্র বাংলা দেখবে ওদের ভয়ঙ্কর জঘন্য হিংস্রতায় কেমনে লন্ডভন্ড সোঁনার বাংলার মাটি মানুষ! কেমনে অট্টহাসিতে ছিঁড়ে টুকরোটুকরো পদদলিত করবে লাল সবুজের পতাকা, মহান চেতনা স্বপ্নের বুকে অসহ্য যন্ত্রনার পেরেক ঠুকে রক্তে রঞ্জিত করবে মা মাটি।
মনে রাখবেন দিনের আলোর মত পরিষ্কার এই চিরজলন্ত সত্যকে, আপনার যতই আগামী নির্বাচনের একটা রাজনৈতিক মেরুকরণে বাস্তবতা ছাইচাপা দিয়ে পাকি প্রেতাত্মা ও তাদের দোসরদের জামায় আদর করেন এবং যদি ওদের স্বর্ণমহল ও তৈরি করে দেন, আর নিজেদের পক্ষে সমর্থন ও ভোট প্রত্যশা করেন!! তবে তা হবে এই দুনিয়াবি সবচেয়ে বড় হাস্যকর আর আপনারা হবেন নিজ হাতে ৩০লক্ষ শহীদের স্বপ্নের বুকে শেষ ছুড়ি চালানোর আপনা লজ্জিত ইতিহাস। আপনাদের কোমড় চিরদিনের মত এমন নুইয়ে যাবে যে,আর কখনও কোন দিন মেরুদন্ড সোঁজা করে দাঁড়ানো তো দুরের কথা,বরং ঘুমের মধ্যে সে স্বপ্ন কল্পনা করতেও শরীর শিউরে উঠবে।সতুরাং এখনো সময় আছে ধড়া কে সরা না ভেবে নিজেদের শুধরে নিন,নতুবা ঐ চোরাবালিই হবে বাংলায় আপনাদের চরম ভ্রান্ত কল্পনার শেষ ইতিহাস!!আর চিরকাল সকল দেশপ্রেমিকের উল্টো রাজাকারের তকমা লাগিয়ে নিচু মাথা হাঁটতে হবে খুঁড়িয়ে....! তাই আপনাদের যে কোন ভাবেই হোক না কেন, সে শুভ বুদ্ধির উদয় হোক, কারণ আপনারাই যে ৩০লক্ষ তাজা প্রাণ, দুলক্ষ মা বোনের সম্ভ্রমের উপরে দাঁড়িয়ে, একটি মহান স্বপ্ন,একটি মানচিত্র,একটি লাল সবুজের পতাকা আর সমগ্র পৃথিবীর বুকে বাংলার মাথা উঁচু করে দাঁড়াবার শেষ আশ্রয় স্থল!!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


আসাদ নুর কি প্রবাসে ছিলেন?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮

অর্ধ চন্দ্র বলেছেন: না,যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ধন্যবাদ

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮

নীল আকাশ বলেছেন: আপনি কি একটু খুলে বলবেন কি জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে ?
মহান স্বাধীনতা কে সব কিছুর মধ্যে টেনে আনবেন না।
এটা একটা স্বস্তা জনপ্রিয়তার কৌশল।
এভাবেই আজ সবাই স্বাধীনতার সুমহান সম্মান কে ভুল্নঠিত করছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০০

অর্ধ চন্দ্র বলেছেন: ধর্ম দন্ডে আঘাতে প্রেফতার! আর স্বাধীনতা স্বস্তা জনপ্রিয়তা হলে ৭৫ হতে ২০০৬ পর্যন্ত কি ছিলো?

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসাদ নূরকে গ্রেফতার করা হয়েছে
মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে
কটুক্তি করার জন্য।
গত ১১ জানুয়ারি আমতলী থানায় আসাদ নূর ও লিমন ফকিরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা হয়। এতে আসামিদের বিরুদ্ধে মহানবীর (সঃ) বিরুদ্ধে কটূক্তির অভিযোগ আনা হয়। ওই মামলার পর পুলিশ লিমন ফকিরকে গ্রেফতার করলেও আসাদ নূর এতদিন পলাতক ছিলেন।

একজন মুসলমান হয়ে একজন আল্লাহর প্রেরিত রসুল (সঃ) নিয়ে কেন কটুক্তি করবেন। হতে পারেন আপনি নাস্তিক
তাই বলে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত কেন করবেন?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

অর্ধ চন্দ্র বলেছেন: ঠিক ঠিক, তবে শুধু ইসলাম ধর্মের অনুভূতি আছে,, বাঁকী সব ধর্মরা শুন্য ভাগা!!

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: মানেকি???
বিস্তারিত জানতে চাই।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

অর্ধ চন্দ্র বলেছেন: ধর্ম অবমাননা মামলায় গ্রেপ্তারী!

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

সনেট কবি বলেছেন: নাস্তিক তার মতের প্রমাণ উপস্থাপন করুক। অন্যের মতকে কটাক্ষ করলে গন ধোলাই বা জুতা পিটা কপালে ঝুটলে কি করার আছে?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

অর্ধ চন্দ্র বলেছেন: কটাক্ষ কখনই সৃষ্টির সুন্দর সমাধান হতে পারে না এবং তা কারো হতেই কাম্য নয়। ধন্যবাদ

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

মুফাচিপ বলেছেন:
asole nastikra ektu besi rokomer attraction seeker hoye thake. ejonno tader mathai thake na tara ki korse.prokito sotto kotha to etai j aj porjonto kono nastik prithibite kono obodan rekhe jete pareni tai priothibi kokhono tader moneu rakheni. ektu poschima culture jibon kattanor neshay era sob kisu korte prostut. ekhon nijer paper fol nije vog koro.

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৯

অর্ধ চন্দ্র বলেছেন: আপনার জন্য চোখের সামনেই মজার নমুনা ব্যপার হলো, যে মোবাইল,কিবোর্ড,চার্জ ও সুত্র ব্যবহার করে আপনি আপনার মনের ভাষা প্রকাশ করলেন, তা কাদের আবিষ্কার জানেন কি?? জানেন কি যে পৃথিবীরবুকে আজ পর্যন্ত অধিকাংশ আবিষ্কার এই নাস্তিকদের দখলে!! আর হ্যা নাস্তিক হওয়াটা যারযার নিজস্ব ব্যপার,তবে সেই নাস্তিক কিংবা আস্তিকতা যেন উল্টোপাল্টা আক্রমণাত্বক না হয়ে, যথাযথ যুক্তিযুক্ত হয়।

ধন্যবাদ

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ঠিক ঠিক, তবে শুধু ইসলাম ধর্মের অনুভূতি আছে,, বাঁকী সব ধর্মরা শুন্য ভাগা!!

আমি আমার মন্তব্যে বলেছিলাম, "হতে পারেন আপনি নাস্তিক
তাই বলে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত কেন করবেন?"

তা হলে বাকী সব ধর্ম শুণ্য এই ভাগ ফল কি করে করলেন?

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪২

অর্ধ চন্দ্র বলেছেন: ওই যে, বিচার মানি তালগাছটি আমার! বলতে গেলেই যত দোষ... !

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.