নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

অমরত্ব

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭

চলো পথিক ইতিহাস গড়ি ,
অনন্ত কাল আপনা গর্বিত জনমের,
মানব মানবতার তরে আপনা বিলিয়ে ।
যারা পারে তারাই তো সার্থক
জন্ম ক্ষণিক এ পৃথিবীতরে ।
আপনি পারবেন এইতো সময়,
এখন উত্তাল সমুদ্রে অবিচল ,
আছে যত পেছনের ভীরুতা,
দূর্বার দু’পায়ে মাড়িয়ে তা,
ডাকছে ঐ আগামী
এখনই ভাঁসাও তোমার তরী,
সময় এখন তোমারী
চলো পথিক ইতিহাস গড়ি ।

হ্যাঁ বন্ধু যখন অনেকের মাঝে,
ভীরুতা লেপ্টে থাকে সময়ের সাথে,
সংকল্প ভাংতে তাড়া করে সকাল সাঁঝে,
বিজয়ীরা দুপায়ে মারে লাথি তারে,
ওপারে যে ইতিহাসের অনন্ত বীণা বাজে,
আগামীর সময় এখন তোমারী
চলো পথিক ইতিহাস গড়ি ।

মাঝপথে দুদিনের বিলাসী স্বপ্নে
বিভ্রান্ত সব অগ্রদূত হয় পরাজিত
অলীক সময়ের কাছে,
দৃঢ়তা যাদের দিবারাত্রী নিশীথে
অতন্ত্র তারা ছিনিয়ে আনে,
মৃত্যুজয়ী সাথর্ক জন্ম সুখ বুকে
মানবতায় অমরত্বের টানে,
সময় এখন তোমারী
চলো পথিক ইতিহাস গড়ি।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩২

অর্ধ চন্দ্র বলেছেন: নগন্য মানুষের সামান্য চেষ্টাকরণ ধন্য।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: খুব সুন্দর কবিতা

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

অর্ধ চন্দ্র বলেছেন: আমি ধন্য।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

অর্ধ চন্দ্র বলেছেন: @ শাহানাজ সুলতানা অধরা আপনাকে স্বাগতম,নিয়মিত পাব আশা করি, ধন্যবাদ

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬

টুনটুনি০৪ বলেছেন: খুব ভালো লাগলো কবিতা।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৫

অর্ধ চন্দ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ,আশা করি নিয়মিতভাবে সাথেই থাকবেন।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

অর্ধ চন্দ্র বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.