নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

রঙিন একদিন

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৫



বন্ধু আমার, প্রিয়মুখ বন্ধু
শুধু আজ নয়,
সারাটি জিবনের সমস্ত ক্ষণ জুড়ে,
মুখে নয়, বুকের গহিনে মিশে যাক,
নিঃস্বার্থ বিলিয়ে দাও তোমা হতে
কত নিঃশব্দ বিবর্ণ হয়ে আছে তারা,
আজকের এই রঙ্গিন ভালোবাসাই
পরিপূর্ণ হও তুমি তোমরা।

বাসি বসন্তী আর হঠাৎ উথলে উঠা
চরমে যখন প্রেমের মাখামাখি!
অবশেষ অবলোকন দর্শক মাত্র আমি,
তোমাদের শিশির বিন্দুসম,
ভালোবাসার ধূসর রঙে রাঙানো ছবি আঁকি।
প্রিয় মায়ের আঁচল তলে উঁকি দিয়ে ডাকি,
প্রিয়তর সন্তানের নীরব মুখচ্ছবি,
সকাল দুপুর আর প্রতিটি দিবানিশি,
দেখ ঐ সাতরঙে রাঙিয়ে অমৃত ভালোবাসি।

ভালোবাসা আজ যেন বন্দী শুধুই
কাতর চোখে প্রিয়ার ফ্রেমে,
জোছনা ঝর্ণা কিংবা আরো বেশি নামে
প্রয়োজনে কিনবো তারে আপন জীবন দামে।
স্বপ্নের আয়নাতে সারাবেলা রং মেখে
অনাগত মধুময় সে দিনের পথচেয়ে,
রোমাঞ্চকর চাপা এক মৃদু উচ্ছ্বাসে
নতুন সাঁজে সাঁজোয়া আজি,
ঠিক পৃথিবী জয়ের উল্লাসে
আসছে সেই ভালোবাসা দিবসে।

দিন শেষে বীর বেসে ঘরে ফিরে
ঘুমের সাথে ভাবনারা কেন চারিপাশে,
হারিয়ে যাওয়ার ভয় যেন চেপে ধরে
তবে কি করেছি জয় নিজেরে নিঃস্ব করে?
প্রিয় ভালোবাসা হায় কেন দু'পায়ে ঠেলে
অযত্নে অবহেলায় রেখেছি তারে দূরে,
কেন তব রাখিনি তারে বুকে তুলে।
চির সবুজপাতাই সে ইতিহাস হয়ে রয়,
সকল স্বার্থান্ধ অনুভব পেছনে ফেলে
শুধুই শুভকামনায় নীরব নাড়ির টানে,
স্পন্দিত আবেগ আর প্রিয়তর চাওয়ার মিশ্রণে
যে ভালোবাসা থাকবে অমর চিরকাল জ্বলজ্বলে।।
###
সামু ব্লগের সকল সু'লেখকদের, ইংরেজি ২০১৮ নববর্ষের উষ্ণ ভালোবাসা ও সকল সময়ে সুস্বাস্থ্য,সুখী সমৃদ্ধ জীবন কামনা করছি। আর সকলের জন্য
হ্যাপি নিউ ইয়ার।


;)

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাল লেগেছে।

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

অর্ধ চন্দ্র বলেছেন: আমি ধন্য,ধন্যবাদ প্রিয়তর ভাই আমার,

২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল। :)

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫

অর্ধ চন্দ্র বলেছেন: আমি ধন্য অনুপ্রাণিত, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

অর্ধ চন্দ্র বলেছেন: আমি অনুপ্রাণিত, ধন্যবাদ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: দুই দমে পড়ে ফেললাম। দুর্দান্ত হয়েছে। চালিয়ে যান। আমি ব্লগারদের নিয়ে একটা ছড়া কবিতা পোস্ট করেছি আপনার নাম আছে। পড়ে মন্তব্য করলে খুশি হবো। শুভেচ্ছা নিরন্তর।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১:৩১

অর্ধ চন্দ্র বলেছেন: আমি ধন্য,তবে আমার যোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ বিদ্যমান!

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ভালো লাগলো।সুন্দর বলা চলে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৫

অর্ধ চন্দ্র বলেছেন: সহযোগিতা সকল সময়েই প্রত্যাশা করবো। অসংখ্য ধন্যবাদ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ,ভালো থাকবেন।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকবেন

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+++


০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

অর্ধ চন্দ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


কবিতা হয়তো আরো কম লাইনের হতে হবে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

অর্ধ চন্দ্র বলেছেন: জ্বি, অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.