![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোস্যাল মিডিয়ায় এখন ডক্টর ইউনুসের কমপক্ষে পাঁচ বছর ক্ষমতায় থাকার পক্ষে জনগন মতামত দিচ্ছে। অন্তবর্তী সরকার এক রক্তক্ষয়ী অভ্যূত্থানের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহন করেছে। তাই এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী । মাত্র সাত মাসেই ডক্টর ইউনুস দেশকে যে পর্যায়ে এনে দাড় করিয়েছেন , তাতে বোঝাই যাচ্ছে সময় দিলে এই সরকার সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দেশকে বদলে দেবে পুরোপুরি। আর এখানেই চরম আপত্তি দেশের বৃহত্তম রাজনৈ্তিক দল বিএনপির। তারা সংস্কার চায় না , তারা শুধু চায় নির্বাচন!! বিএনপিকে নিয়ে জেন-জির তৈরী বিভিন্ন ব্যাঙ্গাত্মক মিম এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল।
বিএনপি যে জনগনের জন্য নির্বাচনের কথা বলছে , ত্যক্ত বিরক্ত সেই জনগনের ফেসবুক প্রোফাইলে এখন শোভা পাচ্ছে উপড়ের মিমটা।
সংস্কার কমিশনের প্রায় বেশিরভাগ প্রস্তাবই বিএনপি নাকচ করে দিয়েছে। এক কথায় অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবে তারা রাজী নয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের নির্বাচনে অযোগ্য করার সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশ বাস্তবায়ন হলে অভিযুক্তরা সাজা হওয়ার আগেই নির্বাচনে অযোগ্য হবেন। বিএনপি এ সুপারিশের সঙ্গে একমত নয়।
নাহিদের প্রশ্নের উত্তর বিএনপি কথা নয় কাজে জবাব দিয়েছে এবং সেটা হচ্ছে - দুই হাজারের অধিক ছাত্র-জনতা প্রান দিয়েছে শেখ পরিবারের বদলে জিয়া পরিবারের একচ্ছত্র লুটপাঠের বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে এবং আওয়ামিলীগকে পুনর্বাসন করে বিরোধি দলের আসনে প্রতিষ্ঠিত করতে !!
০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৫
ঢাবিয়ান বলেছেন: এই প্রজন্মের ছাত্রদের আপনারা চিনেন নাই।
২| ০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:২০
সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস কেবল এনসিপি থেকে নির্বাচনে দাড়ালে ইহা সম্ভব ! হাটহাজারী থেকে দাঁড়ানো উচিত।
০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৮
ঢাবিয়ান বলেছেন: আগে সংস্কার , বিচার এবং তারপর নির্বাচন।
৩| ০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:২৬
ভুয়া মফিজ বলেছেন: আম্রিকা ইরাক আক্রমন করার আগে বিশ্বখ্যাত পলিটিক্যাল কার্টুনিস্ট Ranan Lurie একটা কার্টুন একেছিল। নেটে খুজে পেলাম না। সেটা হলো, সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বুশকে বিভিন্ন প্রশ্ন করছে, আর প্রতিটা প্রশ্নের উত্তরেই বুশ বলছে.......''ইরাকে বোমা মারো''। বিএনপির ডায়াপার নেতাদের কথা যখনই শুনি, আমার সেই কার্টুনটার কথা মনে হয়।
উল্লেখ্য, এডাল্ট ডায়াপার পরা নেতাদের মধ্যে শীর্ষস্থানে আছে যথাক্রমে মির্জা ফখরুল, আমীর খসরু, মির্জা আব্বাস, সালাহউদ্দিন, রিজভী এবং মেজর হাফিজ। তবে এদের পিছনে মুখ্য ভূমিকা পালন করছে তারেক জিয়া। এদের কথা তার কথারই প্রতিধ্বনি। আমি আশ্চর্য হয়ে ভাবি, মানুষ এতোটা নির্লজ্জ হয় কিভাবে? এরা করবে দেশের উন্নতি!!!
সোশ্যাল মিডিয়াতে একটা নতুন কবিতা চোখে পড়লো,
যতদিন আছে আবাল ফখরুল,
বিএনপি করিতে থাকিবে ভুল!!!
০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:৫১
ঢাবিয়ান বলেছেন: অনেক আগেই কে একজন বলেছিল যে, শেখ হাসিনা ও তারেক রহমানের কমিশন বানিজ্য এক ও অভিন্ন প্যটার্নের । ১/১১ সরকারের সময়কালে বিএনপির বিরুদ্ধে মামলাগুলো পর্যবেক্ষন করলেই সেটা বোঝা যায়। আওয়ামীলীগ ও বিএনপি যে একই মুদ্রার এপিঠ ওপিঠ এই কথাটাতো আর এমনিতে প্রতিষ্ঠিত হয়নি।
৪| ০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:৩১
ভুয়া মফিজ বলেছেন: ব্লগের আওয়ামী আর ভারতীয় দালালরা এখন জাতীয়তাবাদী আওয়ামী পার্টির প্রধান পৃষ্ঠপোষক। তবে এদের সমর্থনে বিএনপি ক্ষমতায় যাইতে পারবে না!!! আফসোস!!!!!!
০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:০২
ঢাবিয়ান বলেছেন: শুধু ব্লগে না , ব্লগের বাইরেও। আগামী পাঁচ বছর কোন নির্বাচনের প্রশ্নই উঠে না। বাংলাদেশ পুনর্গঠনে ডক্টর ইউনুসের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বেশিরভাগ দেশ। বিএনপির বিরুদ্ধে এখন দুদকের সক্রিয় হওয়া প্রয়োজন। তত্বাবধায়ক সরকারের আমলে করা সকল মামলা কেন হঠাৎ করে খারিজ হয়ে গেল এই বিষয়গুলো নিয়েও তদন্ত হওয়া দরকার।
৫| ০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:৩২
নতুন বলেছেন: দেশের জনগন শান্তি চায়। দেশে নিরাপত্তা চায়,
এই সরকারের কাজে যদি জনগন শান্তিতে থাকে তবে বিএনপি বা অন্য রাজনিতিক দলের দরকার নাই তাদের।
০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:০৬
ঢাবিয়ান বলেছেন: পুরোপুরি একমত আপনার সাথে।
৬| ০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:২৭
রিফাত হোসেন বলেছেন: বি এন পির প্রচুর মানুষ নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্য রাজনীতি করে, লীগেরও একই অবস্থা। monopoly অবস্থা! এর থেকে উত্তরণের প্রয়োজন। এক বিড়ালের গলায় না হয় ঘন্টা দেওয়া গেল, এখন নতুন বিড়ালের উৎপাত!
০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৫
ঢাবিয়ান বলেছেন: বর্তমান অন্তবর্তী সরকার ও ছাত্র-জনতা মিলে নতুন বিড়ালের গলাতেও ঘন্টা পড়িয়ে দেবে। এত মানুষ জীবন দিয়েছে ফ্যসিবাদী ব্যবস্থা বিলোপ করতে , পুনরায় কায়েম করতে নয়।
৭| ০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৫
আরোগ্য বলেছেন: হাসিনার তসবি ছিলো উন্নয়ন উন্নয়ন আর তারেকের তসবি নির্বাচন নির্বাচন। উন্নয়নের জোয়ারে দেশ ভালোই ভেসেছে এবার নির্বাচনের বুলিতে নিজেরাই বলি হবে ইনশাআল্লাহ। নিচের মিমটা আমার খুব মজা লেগেছে। তাই শেয়ার করলাম।
০২ রা এপ্রিল, ২০২৫ রাত ১০:০৩
ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ আরোগ্য । মির্জা ফখরুলের জামাতা ফাহাম আব্দুস সালাম আজকে তার ফেসবুকে পোস্টে লিখেছে যে -
আমার যে কোনো সাম্প্রতিক লেখা বা কথার কমেন্ট বক্সে দেখবেন যে আমি কী বলছি - এ নিয়ে কারো কোনো আগ্রহ নাই। বেশিরভাগ কমেন্ট হচ্ছে আমার শ্বশুরকে আমার বোঝানো উচিত।সিরিয়াসলি বলছি! পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমার ধারণা পৃথিবীতে আর কোনো লেখক আসে নাই যাকে শ্বশুরের কিসে ভালো হবে - এ প্রসঙ্গে এতো পরামর্শ, নসীহা ও নালিশ শুনতে হয়েছে !!!
৮| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১২:৩৫
জ্যাক স্মিথ বলেছেন: আমি অনেক সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি যারা সবাই ড: ইউনুসকে আগামী ৫ বছরের জন্য ক্ষমতায় দেখতে চায়।
নির্বাচন নিয়ে বিএনপির এত চেচামেচিতে সাধারণ মানুষ অতিষ্ঠ।
০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:২০
ঢাবিয়ান বলেছেন: মানুষ আওয়ামিলীগকে যতটা ঘৃনা করে, বিএনপির প্রতিও সেই একই পরিমান ঘৃনা তৈরী হচ্ছে। এর জন্য এককভাবে দায়ী বিএনপির হাই কমান্ড।
৯| ০৩ রা এপ্রিল, ২০২৫ সকাল ৮:০৭
রোবোট বলেছেন: সংস্কার হতে কত বছর লাগবে মনে হয়?
বাংলাদেশে শেষ সুষঠু নির্বাচন কবে হয়েছিলো?
মানুষ নির্বাচনের আগে সংষ্কার চায় কিনা বোঝার উপায় কি?
একবার নির্বাচন হলে কি সংস্কার বন্ধ হয়ে যাবে?
শত শত মানুষ কি নির্বাচন না হবার জন্য প্রাণ দিয়েছিলো?
০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:২৫
ঢাবিয়ান বলেছেন: শত শত মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য প্রান দিয়েছিল। স্রেফ ক্ষমতার পালাবদলের জন্য নয়।
১০| ০৩ রা এপ্রিল, ২০২৫ সকাল ১১:৩০
নতুন নকিব বলেছেন:
সংস্কার ছাড়া নির্বাচন = একই ভুলের পুনরাবৃত্তি। বিএনপির অবরোধ-সহিংসতার ইতিহাস এবং সংস্কার বাধাদানের মনোভাব প্রশ্নবিদ্ধ। অন্যদিকে, ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ আশা জাগাচ্ছে। প্রথমে শক্তিশালী প্রতিষ্ঠান, তারপর অবাধ নির্বাচন—এই পথই টেকসই গণতন্ত্রের guaranty দিতে পারে।
আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামি বক্তা কিছু দিন আগে যখন কোনো দলের নাম না নিয়ে বলেছিলেন যে, একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন বিএনপির কিছু নেতা ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
মূলকথা, জনগণ চায় স্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিরতা নয়।
০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:৩১
ঢাবিয়ান বলেছেন: বিএনপি সংস্কারের বিরুদ্ধচারন করে নিয়ে মুলত জুলাই অভ্যূ্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা যদি সিস্টেমের কোন পরিবর্তনই না হতে দেয়, তবে এত ছাত্রের প্রান দেবার কি দরকার ছিল? আওয়ামিলীগ ক্ষমতায় থাকলেই হত!
১১| ০৩ রা এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
কথিত সংস্কারের নামে কালক্ষেপন করে -
ইউনূস সরকার প্রধান হিসেবে স্থায়ী থাকলে
জামাত হিজবুত সারজিসরা হেলিকপ্টার নিয়ে ঘুরতে পারে, দামি দামি গাড়ি নিয়ে সেনাপ্রহরায় চলাফেরা করতে পারে। বিশ্ববিদ্যালয় দখল করে শিবিরের একক আখড়া বানাতে পারে,
জামাতি চ্যালা তথা কথিত তৌহিদি জনতা নারীকে অপমান মারপিট করতে পারে বাড়ীতে ঢুকে ডাকাতি করলেও কেউ কিছু বলতে পারে না। জামাতের চ্যালারা নামসর্বশ্ব রাজনৈতিক দল বানিয়ে শতশত গাড়ি নিয়ে শোডাউন দিতে পারে, ঢাকায় সরকারি বাসা থাকার পরও হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছয় মাস ১০ টি রুম দখল করে দীর্ঘদিন থাকা; কোটি টাকা বিল বকেয়া রেখে বিল বকেয়া রেখেই, সচিবালয়ে রুমদখল আখড়া বানিয়ে পোস্টিং বানিজ্য করতে পারে, ৪০০কোটি টাকার টেন্ডার বানিজ্য করতে পারে,
বছরকে বছর কোটা বিরোধিতার কথা বলে এখন ১০০% নিজেদের কোটা। পছন্দের শত শত লোকদের ওয়াসায় চাকরি দিতে পারে, ইন্টারভিউ ছাড়াই পরীক্ষা ছাড়াই।
জামাত হিযবুতিদের আসলে একটা ইউনূস দীর্ঘস্থায়ীভাবে দরকার,, নির্বাচনের মাধ্যমে বা অন্য কেও প্রধানমন্ত্রী হলে শিবির হিজবুতীরা সারজিস শুয়োররা তো এগুলো করতে পারবে না, তাই কথিত সংস্কারের নামে কালক্ষেপন করে তাদের একজন ৫ বছর দীর্ঘস্থায়ী নোবেলের মার্কা দেয়া 'ইউনূস' দরকার।
০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:১০
ঢাবিয়ান বলেছেন: ইন্টারকন্টীনেন্টালে ইফতার পার্টি ও সারজিসের ৫০ গাড়ি নিয়ে শো ডাউন ছাড়া আর সব অভিযোগই বায়বীয়। অর্থাৎ কোন তথ্য প্রমান নাই।
আবোল তাবোল বকবকানি বাদ দিয়ে https://www.youtube.com/watch?v=SlKeDcjwB_I এই ভিডিওটা দেখেন। মাথায় শর্ট সার্কিট হয়ে যেতে পারে অবস্য
১২| ০৩ রা এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৫৮
নতুন বলেছেন: হাকা ভাই রকস
হাকা ভাই এই সব নেতাদের বাইনান্সে কোটি কোটি টাকা আছে। তারা ইন্টারকন্টেনেন্টেল কিনে নিতে পারে। আপনাদের ভাগিনাই তো কদিন আগে বাইনেন্সের একাউন্ট ফাস করেছে।
০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:১১
ঢাবিয়ান বলেছেন: কিসের কথা বলছেন ?
১৩| ০৩ রা এপ্রিল, ২০২৫ দুপুর ১:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আন্তর্জাতিক সমর্থন পেলে ডঃ ইউনুসের জন্য আরও কয়েক বছর ক্ষমতায় থাকা সম্ভব। উনি যদি দেশের অর্থনীতিকে বেগবান করতে পারেন তাহলে বাকি সমস্যাগুলি সামলানো কঠিন কোন কাজ না। গত ৮ মাসে আফসোসলীগ এবং ভারত প্রায় ৫০ টা ইস্যু তৈরি করে এই সরকারকে বিপদে ফেলতে চেয়েছে। কিন্তু আসলে এগুলি করে হাসিনার কোন লাভ হবে না। এই সব মামুলি সমস্যা বাংলাদেশের মানুষ সামলাতে জানে। হাসিনার ক্ষমতা ফিরে পাওয়ার একমাত্র রাস্তা সামরিক ক্যু অথবা ভোট। সামরিক ক্যু আওয়ামীলীগের দ্বারা কস্মিনকালেও সম্ভব হবে না। আর ভোটের মাঠে তারা এতো আত্মবিশ্বাসী থাকলে সাড়ে ১৫ বছরে ভোট ডাকাতি করতো না। ভারত শুধু হাসিনাকে লিপ সার্ভিস দেবে আর মিডিয়া সাপোর্ট দিবে, কাজের কাজ কিছুই করবে না। এটা বুঝতে হাসিনার আরও দুই চার বছর সময় লাগবে। চারিদিকে শত্রু থাকার কারণে ভারত কোন কঠোর পদক্ষেপ নেয়ার মত অবস্থায় নাই। ভারত মুলত কাগজের বাঘ।
০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:২১
ঢাবিয়ান বলেছেন: আমাদের নির্বাচন ব্যবস্থায় ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন আয়োজন করা সম্ভব না। প্রসাষন, নির্বাচন কমিশন,আইন শৃংখলা বাহিনী , আদালত মারাত্মক পর্যায়ে দুর্নীতিগ্রস্ত হয়ে আছে। এদের দ্বারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কোণভাবেই সম্ভব না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বন্ধ করতে হলে এসব সেক্টরে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এছাড়াও এমন একটা নির্বাচনী পরিবেশ তৈ্রী করতে হবে যেখানে যোগ্য ব্যক্তিরাই কেবল নির্বাচনে দাড়াতে পারে এবং দুর্নীতির অভিযোগ থাকা যে কোন ব্যক্তি নির্বাচনে অযোগ্য হয়ে পড়ে। এই সংস্কারগুলো বাস্তবায়ন করা হলেই একমাত্র এদেশে প্রকৃত গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে।তা না হলে যে লাউ সেই কদু মার্কা গনতন্ত্র দিয়ে এদেশের ভাগ্যের কোন পরিবর্তন হবে না।
১৪| ০৩ রা এপ্রিল, ২০২৫ দুপুর ২:০০
ভুয়া মফিজ বলেছেন: হাকার মিথ্যাচার দেখলে হিটলারের গোয়েবলস লজ্জায় কচুগাছে ফাস নিতো!!! আশাকরি সে যা যা বলেছে, তার প্রতিটার প্রমাণ সর্বজন গ্রহনযোগ্য অথেনটিক সোর্স থেকে দিবে; ভারতীয় বা হারপিক মজুমদার টাইপের কোন সোর্স থেকে না। আর যদি না দিতে পারে, বোঝা যাবে যে বলা কথাগুলো মুখ না, অন্য কোন অঙ্গ দিয়ে বের হয়!!!!
০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:২৬
ঢাবিয়ান বলেছেন: বর্তমান সোর্স হচ্ছে ইলিয়াস হোসাইন। এই ভিউবাজ ইউটিউবার এখন বিএনপির এক নম্বর দালাল। ইচ্ছামত আসিফ , নাহিদ, মাহফুজদের নামে কুৎসা রটাচ্ছে। এরা মনে করে এদেশের পাবলিক রাম পাঠা। এদের যা খুশি তাই গেলানো যায়। আর কয়দিন যাক এইসব মুখ দিয়া আবর্জনা নির্গত হওয়া ইউটিউবারগুলো ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে।
১৫| ০৩ রা এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৮
অক্পটে বলেছেন: আহারে হাকা! ব্লগের সবচেয়ে পরিশ্রমী আফসেোস লীগ হলো এই হাকা। মিথ্যাচারে যার জুরি মেলা ভার।
১৬| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৬
করুণাধারা বলেছেন: নির্বাচন চাই না!
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই প্রজন্মের ছাত্রদের আপনারা চিনেন নাই।
হ্যা চিনি নাই। তারা ভয়াবহ দূর্নীতিবাজ। চাদাবাজ।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:১৭
কামাল১৮ বলেছেন: নির্বাচিত সরকার যেটা করবে সেটাই হবে আসল সংস্কার।