নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

আমেরিকান কোম্পানিতে ভাংচুর ও ড্যফোডিল ইউনির শিক্ষিকা চাকুরিচ্যূত করায় কাদের উপকার হচ্ছে ?

০৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১১





ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গতকাল দেশব্যপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফেসবুকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করার পোস্টগুলো দেখে মনে একটা শংকা তৈরী হয়েছিল যে, এই উপলক্ষে আবারো একটা ঝামেলা হবে দেশে। হয়েছেও তাই। বিক্ষোভ মিছিলের সুযোগ নিয়ে সুযোগসন্ধানীরা বাটা, কে এফসি সহ বিভিন্ন আমেরিকান কোম্পানিতে ভাংচুর ও লুটপাঠ চালিয়েছে ! তাও আবার সারা দেশব্যপী বিভিন্ন জেলায় এসব দোকানের আউটলেটে। ভাংচুর , লুটপাঠের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়। এছাড়াও বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনের সড়কে অবস্থান নেয় তারা!!



বাংলাদেশকে উগ্র মৌ্লবাদী রাস্ট্র হিসাবে প্রমান করার জন্য মরিয়া একটা দল। সম্প্রতি নিউয়র্ক টাইমসের একটা প্রতিবেদনেও দাবী করা হয়েছে যে , বাংলাদেশে উগ্র মৌলবাদের উত্থান হয়েছে! প্রমান হিসাবে তারা হিজবুত তাহরি নামক একটা নিশিদ্ধ ঘোষিত দলের মিছিলের ছবি প্রকাশ করে! স্বল্প কয়েকজন ব্যক্তি ইংরেজিতে লেখা প্ল্যকার্ড ও আরবি ভাষায় আইসিসের পতাকা নিয়ে বাংলাদেশে কোন উদ্দেশ্যে মিছিল করবে বোঝাটা কঠিন কিছু না। এইসব নাটক দেশে থাকা দুতাবাসগুলো ভালই বোঝে। কিন্ত এই বাটা বা কে এফসি ভাংচুরের ঘটনা কিন্ত আমাদের দেশের ইমেজের জন্য খুবই খারাপ হল। অন্তবর্তী সরকারের সতর্ক থাকা উচিত ছিল। সারা দেশব্যপী পুলিশ ও সেনাবাহিনী মোতেয়েন করা দরকার ছিল। কেন তারা করেনি এটা একটা বিড়াট প্রশ্ন। দুতাবাসগুলো বিশেষ করে আমেরিকান এম্বেসি এই ঘটনা কিভাবে নেয় সেটাই চিন্তার বিষয়। একদিকে ট্রাম্প এর ৩৭% শুল্ক আরোপ এবং এই সময়েই এসব ঘটনা বাংলাদেশের ইমেজের জন্য ইতিবাচক নয় একেবারেই। এর মধ্যে ডেফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষিকা ছাত্রদের ডাবল এবসেন্ট এর ঘোষনা দেয়ায় চাকুরিচ্যূত করা হয়েছে !!! এটা কোন সভ্য রাস্ট্রের লক্ষন ? ক্লাস, পরীক্ষা বাদ দিলে শিক্ষকেরা স্টুডেন্টদের এই জাতীয় ধমকি দিতেই পারে। এটা বেআইনি কিছু নয়। আর এমন কথা বলার মানেই তিনি ইজরাইল এর পক্ষের কেউ হয়ে যায়নি। হয়ত তিনিও আমার মত ভাবছিলেন যে , এই বিক্ষোভ মিছিল দেশের জন্য ভাল কোন ফল বয়ে আনবে না। কিন্ত তাকে ইউনিভার্সিটি কতৃপক্ষ যেভাবে চাকুরিচ্যূত করেছে , তা কোন নিয়মের মধ্যেই পড়ে না।

শুনতে খারাপ শোনালেও বাস্তবতা এটাই যে আমাদের মত দেশে বিক্ষোভ মিছিল ও আগুন ঝড়া শ্লোগানে ফিলিস্তিনের কোন উপকার হবে না । ইজরাইলকে থামানোর ক্ষমতা রয়েছে কেবল মিডিলইস্টের ধনী দেশগুলোর। আমরা যা করতে পারি তা হচ্ছে ফিলিস্তিনের জন্য ডোনেশন সংগ্রহ করে পাঠানো এবং তাদের জন্য দোয়া করা। এ ছাড়া আমাদের করনীয় আর কিছুই নাই। অন্তবর্তী সরকারের কাছে আবেদন লুটপাঠ ও ভাংচুরে অংশগ্রহন করা সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে সংবাদ সম্মেলনরুন এবং তাদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করুন। একইসাথে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ক্ষতিপুরনের ব্যবস্থা করুন।





মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

নতুন বলেছেন: এসব জজবায় কাজ হবেনা। সৌদির উপরে চাপ দিতে হবে।

০৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

ঢাবিয়ান বলেছেন: আবেগী জজবায় ফিলিস্তিনের এক বিন্দু উপকারতো হয়ই না , উলটা সুযোগসন্ধানিরা দেশের ইমেজের বারোটা বাজাতে সক্ষম হল।

২| ০৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রতিবাদ হওয়া উচিত এবং হওয়াটাই স্বাভাবিক, সমস্যা সেখানে নয়। ভাংচুর স্বাভাবিক নয়, এতে দেশের ব্যবসার ক্ষতি হলো, আমি মনে করি, ঐ ব্যবসায়ের মালিকের উচিত হবে আইনের আশ্রয় নেয়া।

০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:০০

ঢাবিয়ান বলেছেন: আমাদের দেশে শান্তিপুর্ন বিক্ষোভ মিছিল কখনই সম্ভব না। এই কারনে এগুলোতে মানুষকে উৎসাহ প্রদান না করাই উচিত। বর্তমানে শুল্ক নিয়ে আমেরিকার সাথে আমাদের টানাপোরেন চলছে , তাই সরকারের উচিত ছিল সতর্ক অবস্থানে থাকা। ব্যবসায়ীদের ক্ষতিপুরনের ব্যবস্থা সরকারেরই দ্বায়িত্ব, যেহেতু আইন শৃংখলা বাহিনী নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে।

৩| ০৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪

কামাল১৮ বলেছেন: এতো কিছুর পরও আমরা যখন উগ্র হই নাই আমাদের আর কেউ উগ্র বানাতে পারবেনা।

০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:০১

ঢাবিয়ান বলেছেন: এইসব উগ্ররা আপনার প্রানপ্রিয় দলের লোকজন।

৪| ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১৯

আরোগ্য বলেছেন: মিছিল মিটিং স্লোগান মার্কিন দূতাবাসের সামনে হট্টগোল এগুলো হুদাই সময় নষ্ট। একেই বলে হুজুগে বাঙালি। ১২ তারিখ তো নাকি বিশাল বিক্ষোভ। এতে ফিলিস্তিনের কি উপকার হবে আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না।
দোআ আর ডোনেশন ছাড়াও আরেকটা কাজ সরকারি ভাবে করতে হবে, মধ্যপ্রাচ্য বয়কটের ডাক দিতে হবে, সেটা ইবাদতের জন্য হোক কিংবা ভ্রমন অথবা প্রবাসে সাময়িক কর্মসংস্থান বন্ধের মাধ্যমে। দ্বীনি ভাইদের জীবন বাঁচাতে এই ত্যাগটুকু স্বীকার করতে হবে। বাংলাদেশ জনসংখ্যা অনেক। এই কাজগুলো করতে পারলে মধ্যপ্রাচ্যে চাপ সৃষ্টি করা যাবে। তারাই মার্কিনীদের প্রতিবাদ করতে হবে। আমাদের প্রতিবাদে মার্কিনীদের কিছুই হবে না।

০৯ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৪

ঢাবিয়ান বলেছেন: আশাকরি ১২ তারিখের প্রোগ্রাম বাতিল করা হবে। পতিত স্বৈরাচারের দোসররা এই বিক্ষোভের সুযোগ নেবেই । সবচেয়ে ভয়াবহ ব্যপার হচ্ছে , সোমবার হামলা, ভাংচুর, লুটপাটের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি৷ সিলেটে এক এলাকায় তিনবার হামলা হলেও পুলিশ সক্রিয় হয়নি৷ ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত সেনাবাহিনীও আসেনি৷সুত্র ঃ ডয়েচ ভেল। বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এখন দেশে। বিনিয়োগকারীদের তাড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে স্বৈরাচারের দোসররা।

ফিলিস্তিনের জন্য প্রতিবাদ হোক অনলাইনে এবং দোয়া হোক ঘরে ঘরে , মসজিদে মসজিদে।


৫| ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০৭

জুল ভার্ন বলেছেন: ফিলিস্তিনের বিরুদ্ধে মার্কিন-ইহুদী জান্তার জাতিগত নিধন যজ্ঞের প্রতিবাদে 'তৌহিদী জনতা'র ব্যানারে আওয়ামী গুন্ডারাই কেএফসি'র মুরগী চুরি, বাটার জুতা স্যান্ডেল চুরি এবং ব্যাপক ভাংচুর লুটপাট করছে। সেই লক্ষ‍্যে তাদের স্ট্রঙ্গেস্ট মেনডেশাস প্রপাগান্ডাটাই হলো জঙ্গিবাদের গল্প বিশ্বের সামনে তুলে ধরা, ওটাই তাদের শেষ কড়ি।

০৯ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৭

ঢাবিয়ান বলেছেন: এই তৌহিদি শব্দটা আগে কোনদিন শুনিই নাই। জঙ্গী শব্দের মতই এই শব্দও আওয়ামিলীগের আবিষ্কার এতে কোন সন্দেহ নাই। এরা বিশ্বের সামনে জঙ্গিবাদের গালগপ্প তুলে ধরতে মরিয়া। তবে এখন আর এইসব গপ্প কেউ খায় না।

৬| ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৭

কামাল১৮ বলেছেন: আমার দল যেন কোনটা।একটু যদি মনে করিয়ে দিতেন।

০৯ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

ঢাবিয়ান বলেছেন: সর্বহারার ভেকধারী আওয়ামিলীগ

৭| ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৬

ঊণকৌটী বলেছেন: এই সব আল ফাল জিনিস না করে লুট না করে, ইসরাইলের ফেসবুক, ইউটিউব না ইউজ করে সোজা ডানকি মেরে ইসরাইল চলে গেলেই হয়, 72 টা হুর ক্যাশ ক্যাশ মিলে যাবে

৮| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: ধর্মীয় ছাগলদের কাছ থেকে ভালো কিছু করা উচিৎ নয়।

৯| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:০৬

কামাল১৮ বলেছেন: সর্বহারার সাধে আওয়ামী লীগের সম্পর্ক কেমন ছিলো সেটা আগে জানুন।

১০| ১৫ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:০২

খায়রুল আহসান বলেছেন: বিশ্বব্যাপী মুসলিম দেশগুলো হজ্জ্ব এবং উমরাহ পালনের উপর মাত্র দুই বছরের জন্য একটি স্ব-আরোপিত নিষেধাজ্ঞা পালন করলে কেমন হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.